ETV Bharat / state

মালদায় নতুন করে সংক্রমিত 138

গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 1826 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে ।

COVID 19
প্রতীকি ছবি
author img

By

Published : Aug 15, 2020, 10:41 PM IST

মালদা, 15 অগাস্ট : ফের শতাধিক সংক্রমণ জেলায় । গত 24 ঘণ্টা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 138 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3476 । দিনের পর দিন জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় জেলা জুড়ে টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে । যদিও এ-নিয়ে জেলা প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ।

মালদা মেডিকেলের সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 1826 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে 186 টি লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে । এর মধ্যে মালদা জেলার 116 জন । বাকিরা দক্ষিণ দিনাজপুর জেলার । অন্যদিকে, মালদায় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 29 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । মোট সাতজনের দ্বিতীয় দফায় লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । সব মিলিয়ে জেলায় শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 138 জন ।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে এখনও পর্যন্ত তিন জেলার মোট 59 হাজার 360 টি লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে 5 হাজার 298 টি লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে । বর্তমানে মালদা মেডিকেলে 1 হাজার 175 টি লালারসের নমুনার পরীক্ষার কাজ চলছে ।

এদিকে, দিনের পর দিন সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে । যদিও এখনও পর্যন্ত এনিয়ে জেলা প্রশাসন কোনও সিদ্ধান্ত নেয়নি ।

মালদা, 15 অগাস্ট : ফের শতাধিক সংক্রমণ জেলায় । গত 24 ঘণ্টা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন 138 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3476 । দিনের পর দিন জেলায় কোরোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় জেলা জুড়ে টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে । যদিও এ-নিয়ে জেলা প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ।

মালদা মেডিকেলের সূত্রে জানা গেছে, গত 24 ঘণ্টায় মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে 1826 জনের লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে 186 টি লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে । এর মধ্যে মালদা জেলার 116 জন । বাকিরা দক্ষিণ দিনাজপুর জেলার । অন্যদিকে, মালদায় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 29 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে । মোট সাতজনের দ্বিতীয় দফায় লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । সব মিলিয়ে জেলায় শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 138 জন ।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে এখনও পর্যন্ত তিন জেলার মোট 59 হাজার 360 টি লালারসের নমুনার পরীক্ষা করা হয়েছে । এরমধ্যে 5 হাজার 298 টি লালারসের নমুনায় কোরোনার হদিস মিলেছে । বর্তমানে মালদা মেডিকেলে 1 হাজার 175 টি লালারসের নমুনার পরীক্ষার কাজ চলছে ।

এদিকে, দিনের পর দিন সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকায় টানা লকডাউনের দাবি উঠতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে । যদিও এখনও পর্যন্ত এনিয়ে জেলা প্রশাসন কোনও সিদ্ধান্ত নেয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.