মালদা, 18 মে: জেলার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন মালদার এক কোরোনা আক্রান্ত ৷ আজ বিকেলে পুরাতন মালদার নারায়ণপুরের কোরোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি ৷ জেলার কোরোনা হাসপাতাল থেকে এই প্রথম কোনও আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ৷ তাই হাসপাতালের কর্মীরা তাঁকে করতালি এবং ফুল দিয়ে অভিনন্দন জানান ৷
ওই ব্যক্তি মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের নারিদিয়ারা গ্রামের বাসিন্দা ৷ গত 7 মে তাঁকে মালদার কোভিড হাসপাতালে ভরতি করা হয় ৷ মালদা জেলায় নারিদিয়ারা গ্রামেই প্রথম কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ৷ উত্তর 24 পরগনার বারাসত থেকে আসা এক শ্রমিকের দেহে প্রথম কোরোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় ৷ তারপর রতুয়া 1 ব্লকের বাহারাল গ্রামে মুম্বই ফেরত এক মহিলার দেহে কোরোনা ভাইরাসের সন্ধান মেলে ৷ এই দু’জনকে শিলিগুড়ির মাটিগাড়ার কোভিড হাসপাতালে পাঠানো হয় ৷ ওই মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনও সেখানে চিকিৎসাধীন জেলার প্রথম কোরোনা আক্রান্ত ৷ এরই মধ্যে গত 7 মে নারিদিয়ারা গ্রামে তৃতীয় কোরোনা আক্রান্তের সন্ধান মেলে ৷ তিনি মালদার কোভিড হাসপাতালের প্রথম কোরোনা আক্রান্ত রোগী ৷ চিকিৎসা চলাকালীন গত কয়েকদিনে প্রথম দুটি টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কিন্তু তৃতীয় টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ ওই ব্যক্তির সুস্থ হওয়ার খবরে উচ্ছ্বসিত জেলা স্বাস্থ্য দপ্তরও ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী বলেন, "মালদার কোভিড হাসপাতালের চিকিৎসায় ওই রোগী সুস্থ হয়ে উঠেছেন ৷ সম্পূর্ণ সুস্থ হয়ে আজ তিনি বাড়ি ফিরে গেছেন ৷ এতে আমাদেরও ভালো লাগছে ৷"
এদিকে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ তাই এখন থেকে প্রতিটি কোরোনা আক্রান্তকে কোভিড হাসপাতালে ভরতি না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ৷ কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য জেলার চার প্রান্তের চারটি জ়োনের প্রতিটিতে একটি করে আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে ৷ সেন্টারগুলিতে কোরোনা চিকিৎসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে ৷ কালিয়াচক 1,2 ও 3 ব্লকের জন্য সুজাপুর পলিটেকনিক কলেজে সেন্টার তৈরি করা হয়েছে ৷ আজই সেখানে মোথাবাড়ির এক আক্রান্তকে ভরতি করা হয়েছে ৷ রতুয়া 1 ও 2 এবং মানিকচক ব্লকের আক্রান্তদের জন্য মানিকচক মডেল স্কুলে আইসোলেশন সেন্টার করা হয়েছে ৷ হরিশ্চন্দ্রপুর 1 ও 2 এবং চাঁচল 1 ও 2 ব্লকের জন্য সেন্টার করা হয়েছে স্থানীয় ITI কলেজে ৷ বামনগোলা, হবিবপুর, পুরাতন মালদা ও ইংরেজবাজার ব্লকের আক্রান্তদের জন্য পুরাতন মালদার সাহাপুরের একটি বেসরকারি লজে ওই সেন্টার গঠন করা হয়েছে ৷
এখন থেকে শুধুমাত্র যেসব কোরোনা আক্রান্তের শারিরীক পরিস্থিতি সংকটজনক হবে, তাদেরই নারায়ণপুরের কোভিড হাসপাতালে ভরতি করা হবে ৷ বাকিদের এই সব আইসোলেশন সেন্টারে রেখেই চিকিৎসা করা হবে ৷ নারায়ণপুরের কোভিড হাসপাতালের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কারণ যে হারে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে অচিরেই কোভিড হাসপাতালে বেডের অভাব দেখা দিতে পারে ৷ তাছাড়া এই মুহূর্তে জেলায় যেসব কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে তাদের কারওরই শরীরেই কোরোনার কোনও উপসর্গ ছিল না ৷ নারায়ণপুরের কোভিড হাসপাতালে যাদের চিকিৎসা চলছে তারাও যথেষ্ট ভালো রয়েছেন ৷ তাই ভবিষ্যতে কোভিড হাসপাতালকে আশঙ্কাজনক রোগীদের জন্য খালি রাখতেই এই সিদ্ধান্ত ৷