মালদা, 8 এপ্রিল : কোরোনা মোকাবিলায় রাজ্যবাসীর জন্য একের পর এক পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফে । ইতিমধ্যেই একটি ত্রাণ তহবিল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী । এবার মালদা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও অধীনস্ত কৃষি সমবায় সমিতিগুলির তরফে 17 লাখ 38 হাজার 52 টাকার অনুদান দেওয়া হল মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে ।
প্রতিদিনই রাজ্যে কোরোনা আক্রান্তর সংখ্যা বেড়ে চলেছে। আপাতত 21 দিন ধরে লকডাউন চলছে । জরুরি পরিষেবা ব্যতীত বন্ধ সমস্ত পরিষেবা । এই পরিস্থিতিতে বিনামূল্যে রেশন দেওয়া থেকে শুরু করে জেলায় জেলায় কোরোনা হাসপাতাল সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে । প্রশাসনের তরফে নানাভাবে সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে । রাজ্যের কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই একটি স্টেট ইমার্জেন্সি ফান্ড খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মন্ত্রী, সাংসদ, কাউন্সিলর থেকে ক্রীড়া জগতের বিশিষ্টরা অর্থ দান করছেন সেই তহবিলে । এবার সেই তহবিলে মালদা জেলার কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও অধীনস্ত কৃষি সমবায় সমিতিগুলি অর্থ দান করল । আজ দুপুরে ব্যাঙ্কের চেয়ারপার্সন সুমালা আগরওয়াল ও ভাইস চেয়ারম্যান অম্লান ভাদুড়ি জেলাশাসকের হাতে চেক তুলে দেন ।
এবিষয়ে চেয়ারপার্সন সুমালা আগরওয়ালা বলেন, "রাজ্য সরকার কোরোনা মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ৷ জরুরি পরিষেবার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ৷ ইতিমধ্যেই জেলার বিভিন্ন সংস্থা রাজ্য সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও অধীনস্ত সমিতিরগুলির পক্ষ থেকে আজ আমরা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 17 লাখ 38 হাজার 52 টাকা অনুদান দিলাম ৷"