ETV Bharat / state

পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও কংগ্রেসের - latest news of malda

মৃতদের পরিবারের হাতে সরকারিভাবে দু'লাখ টাকার চেকও তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি । চেক তুলে দেওয়ার পর তিনি নৌকোর মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে FIR করার নির্দেশ দিয়েছিলেন । নির্দেশ অনুযায়ী চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক । সেই অভিযোগের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।

থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের
author img

By

Published : Oct 14, 2019, 5:48 PM IST

Updated : Oct 14, 2019, 10:55 PM IST

মালদা, 14 অক্টোবর: পঞ্চমীর রাতে চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় 11 জনের ৷ নৌকোর মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক ৷ সেই অভিযোগের প্রত্যাহারের দাবিতে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে একটি ডেপুটেশন দেওয়া হয় ।

মৃতদের পরিবারের হাতে সরকারিভাবে দু'লাখ টাকার চেকও তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি । চেক তুলে দেওয়ার পর তিনি নৌকার মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে FIR করার নির্দেশ দিয়েছিলেন । নির্দেশ অনুযায়ী চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক । সেই অভিযোগের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মালতিপুরের বিধায়ক আলবেরুনি জুলকারনাইন, চাঁচল-1 ব্লক সভাপতি ইন্দ্রনারায়ণ মজুমদার সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা । বিক্ষোভ কর্মসূচি শেষে চাঁচল থানার IC সুকুমার ঘোষের হাতে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।

জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন, “চাঁচলের নৌকাডুবির ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় আমরা মর্মাহত । দুর্ভাগ্যজনকভাবে এই নৌকাডুবির ঘটনায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির ওবাইদুল্লা চৌধুরির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনিকভাবে ঘাটে নৌকা চলাচলের অনুমতি দিতে পারেন না । এই অনুমতি এগজ়িকিউটিভ অফিসার দিতে পারেন । এই ঘাটের সঙ্গে পরিবহন দপ্তরের কোনও যোগাযোগ নেই । এর আগে মালদায় নৌকাডুবি হয়েছে, সেতু ভেঙেছে । তবে সেক্ষেত্রে কেন জেলাশাসকের বিরুদ্ধে FIR করা হয়নি? জেলাশাসক BDO-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি । তবে কেন এই ঘটনায় অভিযোগ দায়ের করা হল? এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।''

তাঁর কথায়, ''পুলিশের ওপর ভর করে জ্যোতিবাবুর পরে বুদ্ধবাবু ডুবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ডুববেন । এই পুলিশই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মারধর করেছিল ৷ গুলি করেছিল । আমরা প্রতিবাদ করেছিলাম । আমাদের জানা আছে, ক্ষমতা যার পুলিশ তার । পুলিশের সাহায্য নিয়ে কংগ্রেসকে হেনস্থা করতে এই অভিযোগ দায়ের করা হয়েছে ।"

শুনুন মোস্তাক আলমের বক্তব্য

মালদা, 14 অক্টোবর: পঞ্চমীর রাতে চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয় 11 জনের ৷ নৌকোর মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক ৷ সেই অভিযোগের প্রত্যাহারের দাবিতে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে একটি ডেপুটেশন দেওয়া হয় ।

মৃতদের পরিবারের হাতে সরকারিভাবে দু'লাখ টাকার চেকও তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি । চেক তুলে দেওয়ার পর তিনি নৌকার মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে FIR করার নির্দেশ দিয়েছিলেন । নির্দেশ অনুযায়ী চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক । সেই অভিযোগের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় । বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মালতিপুরের বিধায়ক আলবেরুনি জুলকারনাইন, চাঁচল-1 ব্লক সভাপতি ইন্দ্রনারায়ণ মজুমদার সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা । বিক্ষোভ কর্মসূচি শেষে চাঁচল থানার IC সুকুমার ঘোষের হাতে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় ।

জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন, “চাঁচলের নৌকাডুবির ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় আমরা মর্মাহত । দুর্ভাগ্যজনকভাবে এই নৌকাডুবির ঘটনায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির ওবাইদুল্লা চৌধুরির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে । পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনিকভাবে ঘাটে নৌকা চলাচলের অনুমতি দিতে পারেন না । এই অনুমতি এগজ়িকিউটিভ অফিসার দিতে পারেন । এই ঘাটের সঙ্গে পরিবহন দপ্তরের কোনও যোগাযোগ নেই । এর আগে মালদায় নৌকাডুবি হয়েছে, সেতু ভেঙেছে । তবে সেক্ষেত্রে কেন জেলাশাসকের বিরুদ্ধে FIR করা হয়নি? জেলাশাসক BDO-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি । তবে কেন এই ঘটনায় অভিযোগ দায়ের করা হল? এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।''

তাঁর কথায়, ''পুলিশের ওপর ভর করে জ্যোতিবাবুর পরে বুদ্ধবাবু ডুবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ডুববেন । এই পুলিশই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মারধর করেছিল ৷ গুলি করেছিল । আমরা প্রতিবাদ করেছিলাম । আমাদের জানা আছে, ক্ষমতা যার পুলিশ তার । পুলিশের সাহায্য নিয়ে কংগ্রেসকে হেনস্থা করতে এই অভিযোগ দায়ের করা হয়েছে ।"

শুনুন মোস্তাক আলমের বক্তব্য
Intro:মালদা, ১৪ অক্টোবরঃ চাঁচলের নৌকাডুবির ঘটনায় জেলা পরিবহন আধিকারিক নৌকোর মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে একটি ডেপুটেশন দেওয়া হয়।Body:উল্লেখ্য, মহাপঞ্চমীর রাতে চাঁচলের নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। মৃতদের পরিবারের হাতে সরকারিভাবে ২ লক্ষ টাকার চেকও তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি। চেক তুলে দেওয়ার পর তিনি নৌকোর মাঝি, ঘাটের মালিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে পুলিশে FIR করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন জেলা পরিবহন আধিকারিক। সেই অভিযোগের প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে চাঁচল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, চাঁচলের বিধায়ক আসিফ মেহবুব, মালতিপুরের বিধায়ক আলবেরুণী জুলকারনাইন, চাঁচল ১ ব্লক সভাপতি ইন্দ্রনারায়ণ মজুমদার সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা। বিক্ষোভ কর্মসূচি শেষে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে।Conclusion:জেলা কংগ্রেস সভাপতি তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম বলেন, “চাঁচলের নৌকাডুবির ঘটনায় ১১ জন মারা গিয়েছেন। এই ঘটনায় আমরা মর্মাহত। দুর্ভাগ্যজনকভাবে এই নৌকাডুবির ঘটনায় আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির ওবাইদুল্লা চৌধুরির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ঘাটোয়াল ঘাটের দায়িত্বে রয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশাসনিকভাবে ঘাটে নৌকা চলাচলের অনুমতি দিতে পারেন না। এই অনুমতি এগজিকিউটিভ অফিসার দিতে পারেন। এই ঘাটের সঙ্গে পরিবহন দপ্তরের কোনও যোগাযোগ নেই। এর আগে মালদায় নৌকাডুবি হয়েছে, ব্রিজ ভেঙেছে। তবে সেক্ষেত্রে কেন জেলাশাসকের বিরুদ্ধে FIR করা হয়নি? বা জেলাশাসক বিডিও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। তবে কেন এই ঘটনায় অভিযোগ দায়ের করা হল? এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশের ওপর ভর করে জ্যোতিবাবুর পরে বুদ্ধবাবু ডুবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও ডুববেন। এই পুলিশই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মারধর করেছিল গুলি করেছিল। আমরা প্রতিবাদ করেছিলাম। আমাজের জানা আছে, ক্ষমতা যার পুলিশ তার। পুলিশের সাহায্য নিয়ে কংগ্রেসকে হেনস্তা করতে এই অভিযোগ দায়ের করা হয়েছে।”
Last Updated : Oct 14, 2019, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.