ETV Bharat / state

Malda: জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে - তৃণমূল

জমি বিবাদে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতাকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেস (Congress) নেতার বিরুদ্ধে । আক্রান্ত তৃণমূল নেতা মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায় ।

congress-leader-allegedly-attacked-malda-trinamool-congress-leader
Malda: জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
author img

By

Published : Oct 25, 2022, 8:33 PM IST

মালদা, 25 অক্টোবর: জমি বিবাদের জেরে তৃণমূল (Trinamool Congress) নেতাকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস (Congress) নেতার বিরুদ্ধে । আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchol Hospital) চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায় ।

আক্রান্ত তৃণমূল নেতার নাম রামচন্দ্র দাস (55) । রামবাবু হরদমনগর হাইস্কুলের টিআইসি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে 16 শতক জমি নিয়ে প্রতিবেশী শংকর দাসের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল রামবাবুর । শংকরবাবু এলাকায় দাপুটে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত । আজ দুপুরে রামবাবু বাজারে গিয়েছিলেন । সেই সময় শংকরবাবু ও তাঁর দলবল রামবাবুকে ঘিরে ধরেন । দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ।

অভিযোগ, এরপরেই শংকর দাসের নেতৃত্বে কেউ একজন হাঁসুয়া নিয়ে রামবাবুর ওপর কোপ মারে । স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় । এই ঘটনায় 11 জনের নামে ভালুকা ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন রামবাবুর ছেলে সৌভিক দাস । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 3 জনকে গ্ৰেফতার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ ।

জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

ঘটনাপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, ‘‘রামচন্দ্র আমাদের দলের সক্রিয় কর্মী । তাঁকে কংগ্রেস আশ্রিত কেউ হাঁসুয়ার কোপ মেরেছে বলে খবর পেয়েছি । আমরা আইনের দ্বারস্থ হব ।’’

কংগ্রেস নেতা আব্দুস শোভান জানান, বিষয়টা শুনেছি । রামবাবু এলাকার দাপুটে তৃণমূল নেতা । এলাকার অনেকের সঙ্গে ঝামেলা রয়েছে ওঁর । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism) জেরে এই ঘটনা ঘটেছে । কংগ্রেসের সঙ্গে এর কোনও যোগ নেই । ভাগাভাগি নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা ।

আরও পড়ুন: বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! অভিযোগ অস্বীকার

মালদা, 25 অক্টোবর: জমি বিবাদের জেরে তৃণমূল (Trinamool Congress) নেতাকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস (Congress) নেতার বিরুদ্ধে । আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Chanchol Hospital) চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হরদমনগর এলাকায় ।

আক্রান্ত তৃণমূল নেতার নাম রামচন্দ্র দাস (55) । রামবাবু হরদমনগর হাইস্কুলের টিআইসি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে 16 শতক জমি নিয়ে প্রতিবেশী শংকর দাসের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল রামবাবুর । শংকরবাবু এলাকায় দাপুটে কংগ্রেস নেতা হিসেবে পরিচিত । আজ দুপুরে রামবাবু বাজারে গিয়েছিলেন । সেই সময় শংকরবাবু ও তাঁর দলবল রামবাবুকে ঘিরে ধরেন । দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ।

অভিযোগ, এরপরেই শংকর দাসের নেতৃত্বে কেউ একজন হাঁসুয়া নিয়ে রামবাবুর ওপর কোপ মারে । স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় । এই ঘটনায় 11 জনের নামে ভালুকা ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন রামবাবুর ছেলে সৌভিক দাস । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 3 জনকে গ্ৰেফতার করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ ।

জমি বিবাদে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

ঘটনাপ্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, ‘‘রামচন্দ্র আমাদের দলের সক্রিয় কর্মী । তাঁকে কংগ্রেস আশ্রিত কেউ হাঁসুয়ার কোপ মেরেছে বলে খবর পেয়েছি । আমরা আইনের দ্বারস্থ হব ।’’

কংগ্রেস নেতা আব্দুস শোভান জানান, বিষয়টা শুনেছি । রামবাবু এলাকার দাপুটে তৃণমূল নেতা । এলাকার অনেকের সঙ্গে ঝামেলা রয়েছে ওঁর । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Factionalism) জেরে এই ঘটনা ঘটেছে । কংগ্রেসের সঙ্গে এর কোনও যোগ নেই । ভাগাভাগি নিয়ে গন্ডগোল থেকেই এই ঘটনা ।

আরও পড়ুন: বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল ! অভিযোগ অস্বীকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.