ETV Bharat / state

Malda Potters: পুজোর আগে প্রতিমা তৈরির মাটি না-পেয়ে সমস্যায় মৃৎশিল্পীরা - প্রতিমা তৈরির মাটি না পেয়ে একজোট হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করেছে মালদা শহরের মৃৎশিল্পীরা

জগন্নাথদেবের রথযাত্রার সঙ্গে শুরু হয়ে যায় পুজোর কাউন্টডাউন। সেই দিন থেকেই প্রতিমা তৈরির কাজে হাত লাগান মৃৎশিল্পীরাও। পুজোর প্রস্তুতি শুরু করেছেন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে আম আদমিও। যে সময়ে কুমোরটুলিতে চরম ব্যস্ততা থাকার কথা সেই সময়ে মাথায় হাত মৃৎশিল্পীদের (Clay Sculpture artists are in Crisis Before Durga Puja)। প্রতিমা তৈরির জন্য মিলছে না মাটি।

Malda Potters
পুজোর আগে প্রতিমা তৈরির মাটি না পেয়ে সমস্যায় মৃৎশিল্পীরা
author img

By

Published : Aug 2, 2022, 8:03 PM IST

মালদা, 2 অগস্ট: মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে শহরে মাটি আনতে রাজি হচ্ছেন না কোনও ট্র্যাক্টর চালক। আর এতেই সমস্যায় পড়েছেন মালদার মৃৎশিল্পীরা (Clay Sculpture artists are in Crisis Before Durga Puja)। প্রতিমা তৈরির মাটি না-পেয়ে একজোট হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে মালদা শহরের মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পীদের অভিযোগ, পুলিশি ধরপাকড়ের ভয়ে ট্র্যাক্টর চালকরা মালদা শহরে মাটি নিয়ে আসতে রাজি হচ্ছেন না। মালদা শহরের এক শিল্পী রাজকুমার পণ্ডিত বলেন, "করোনা আবহের পরে এবছর প্রতিমা তৈরির অর্ডার অনেক আসছে। এবছর আমার কাছে 21টি প্রতিমার অর্ডার এসেছিল। কিন্তু আমি মাত্র চারটি বড়ো প্রতিমার অর্ডার নিয়েছি। কারণ, এখন মাটির সমস্যা রয়েছে। প্রতিমা তৈরির জন্য কারখানায় মাটি আনতে হবে। সেক্ষেত্রে আমাদের ভরসা ট্র্যাক্টর। কিন্তু চালকরা কেউ মাটি আনতে চাইছেন না। কারণ, হিসেবে তাঁরা আমাদের জানাচ্ছেন, 'মাটি আনতে গেলে পুলিশ গাড়ি ধরছে। মোটা টাকা ফাইন করছে।' সেই কারণে তারা মাটি সরবরাহ করতে রাজি হচ্ছেন না। মালদা শহরের সমস্ত মৃৎশিল্পী এই সমস্যায় পড়ছেন। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করছি। কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে এখনও আমরা প্রশাসনের দ্বারস্থ হতে পারিনি।"

প্রতিমা তৈরির মাটি না পেয়ে একজোট হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে মালদা শহরের মৃৎশিল্পীরা

আরও পড়ুন: পাল্টেছে সময়, চিনা সামগ্রী বন্ধের পর ঘুরবে কি কুমোরপাড়ার ভাগ্য ?

একই বক্তব্য আরেক মৃৎশিল্পী সত্যজিৎ রায়ের গলাতেও। তিনি বলেন, "করোনা কাটিয়ে ফের জনজীবন স্বাভাবিক হয়েছে। এবছর অনেক পুজো উদ্যোক্তারা বড় করে পুজো করতে চাইছেন। গত বছরের তুলনায় এবছর প্রতিমার অর্ডার বেশি পরিমাণে আসছে। আমি 10টি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছি। তবে প্রতিমা তৈরির ক্ষেত্রে আমাদের মাটি নিয়ে সমস্যা হচ্ছে। প্রতিমা তৈরির জন্য মাটি পাওয়া যাচ্ছে না। মাটি পাওয়া গেলেও ট্র্যাক্টর চালকরা মাটির জন্য বেশি টাকা চাইছেন। চালকরা দাবি করছেন, মাটি নিয়ে আসতে গিয়ে পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে তাঁদের। সেক্ষেত্রে তাঁদের মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে। মাটি নিতে গেলে শিল্পীদের থেকে সেই জরিমানার টাকাও চাইছেন তাঁরা। নয়তো সেই গাড়ি ছাড়ানোর দায়িত্ব নিতে হবে। সমস্ত শিল্পীদের মধ্যে এনিয়ে আলোচনা চলছে। সকলে একত্রিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে।"

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাটি কাটতে রয়্যালটি দেওয়া বাধ্যতামূলক। মাটি বহনকারী কোনও গাড়ির চালকের কাছে যদি সমস্ত নথিপত্র থাকে, তবে পুলিশ প্রশাসন কোনওভাবেই চালকদের হেনস্থা করবে না।

আরও পড়ুন: শিলিগুড়িতে বেআইনি জমি দখলে এবার অভিযুক্ত সিপিএমের জীবেশ সরকার, ধৃত আরও 6 জমি মাফিয়া

মালদা, 2 অগস্ট: মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। পুলিশি ধরপাকড় থেকে বাঁচতে শহরে মাটি আনতে রাজি হচ্ছেন না কোনও ট্র্যাক্টর চালক। আর এতেই সমস্যায় পড়েছেন মালদার মৃৎশিল্পীরা (Clay Sculpture artists are in Crisis Before Durga Puja)। প্রতিমা তৈরির মাটি না-পেয়ে একজোট হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে মালদা শহরের মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পীদের অভিযোগ, পুলিশি ধরপাকড়ের ভয়ে ট্র্যাক্টর চালকরা মালদা শহরে মাটি নিয়ে আসতে রাজি হচ্ছেন না। মালদা শহরের এক শিল্পী রাজকুমার পণ্ডিত বলেন, "করোনা আবহের পরে এবছর প্রতিমা তৈরির অর্ডার অনেক আসছে। এবছর আমার কাছে 21টি প্রতিমার অর্ডার এসেছিল। কিন্তু আমি মাত্র চারটি বড়ো প্রতিমার অর্ডার নিয়েছি। কারণ, এখন মাটির সমস্যা রয়েছে। প্রতিমা তৈরির জন্য কারখানায় মাটি আনতে হবে। সেক্ষেত্রে আমাদের ভরসা ট্র্যাক্টর। কিন্তু চালকরা কেউ মাটি আনতে চাইছেন না। কারণ, হিসেবে তাঁরা আমাদের জানাচ্ছেন, 'মাটি আনতে গেলে পুলিশ গাড়ি ধরছে। মোটা টাকা ফাইন করছে।' সেই কারণে তারা মাটি সরবরাহ করতে রাজি হচ্ছেন না। মালদা শহরের সমস্ত মৃৎশিল্পী এই সমস্যায় পড়ছেন। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করছি। কিন্তু কাজের ব্যস্ততার মধ্যে এখনও আমরা প্রশাসনের দ্বারস্থ হতে পারিনি।"

প্রতিমা তৈরির মাটি না পেয়ে একজোট হয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে মালদা শহরের মৃৎশিল্পীরা

আরও পড়ুন: পাল্টেছে সময়, চিনা সামগ্রী বন্ধের পর ঘুরবে কি কুমোরপাড়ার ভাগ্য ?

একই বক্তব্য আরেক মৃৎশিল্পী সত্যজিৎ রায়ের গলাতেও। তিনি বলেন, "করোনা কাটিয়ে ফের জনজীবন স্বাভাবিক হয়েছে। এবছর অনেক পুজো উদ্যোক্তারা বড় করে পুজো করতে চাইছেন। গত বছরের তুলনায় এবছর প্রতিমার অর্ডার বেশি পরিমাণে আসছে। আমি 10টি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছি। তবে প্রতিমা তৈরির ক্ষেত্রে আমাদের মাটি নিয়ে সমস্যা হচ্ছে। প্রতিমা তৈরির জন্য মাটি পাওয়া যাচ্ছে না। মাটি পাওয়া গেলেও ট্র্যাক্টর চালকরা মাটির জন্য বেশি টাকা চাইছেন। চালকরা দাবি করছেন, মাটি নিয়ে আসতে গিয়ে পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে তাঁদের। সেক্ষেত্রে তাঁদের মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে। মাটি নিতে গেলে শিল্পীদের থেকে সেই জরিমানার টাকাও চাইছেন তাঁরা। নয়তো সেই গাড়ি ছাড়ানোর দায়িত্ব নিতে হবে। সমস্ত শিল্পীদের মধ্যে এনিয়ে আলোচনা চলছে। সকলে একত্রিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে।"

ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাটি কাটতে রয়্যালটি দেওয়া বাধ্যতামূলক। মাটি বহনকারী কোনও গাড়ির চালকের কাছে যদি সমস্ত নথিপত্র থাকে, তবে পুলিশ প্রশাসন কোনওভাবেই চালকদের হেনস্থা করবে না।

আরও পড়ুন: শিলিগুড়িতে বেআইনি জমি দখলে এবার অভিযুক্ত সিপিএমের জীবেশ সরকার, ধৃত আরও 6 জমি মাফিয়া

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.