মালদা, 25 সেপ্টেম্বর: জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী দুই পরিবারের সংঘর্ষে জখম একই পরিবারের ছয়জন । আহতদের মধ্যে তিনজন মহিলা । আহতরা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । চাঁচল এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকার ঘটনা । এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না করা হলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।
খবরা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকার বাসিন্দা মুসরত আলি । তাঁর পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আলেক আলির সঙ্গে ঝামেলা । এনিয়ে এর আগেও দুই পরিবারের মধ্যে ঝামেলা হয় । সেই ঝামেলা গড়িয়েছিল আদালত পর্যন্ত । আজ ফের দুই পরিবারের মধ্যে ওই জমি নিয়ে সংধর্ষ বাধে । সংঘর্ষে আহত হন মুসরত আলিসহ তাঁর পরিবারের ছয় সদস্য। আহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন । স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা ।
মুসরত আলির মেয়ে মামনি খাতুন বলেন, “আজ দুপুরে আব্বা লেবার নিয়ে আমাদের জমির সীমানায় কাজ করছিলেন । সেই সময় আলেক আলি ও তার পরিবারের লোকজন হাঁসুয়া, লাঠি নিয়ে আব্বার ওপর হামলা চালায় । জমিতে ভাঙচুর চালিয়ে আব্বাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে । ঘটনাটি চোখে পড়তেই আমরা আব্বাকে বাঁচাতে যাই । মারধর করে আমার সমস্ত সোনার গয়না কেড়ে নিয়েছে । জায়গাটা আমাদের । ওরা সেই জায়গা দখল করে নিতে চাইছে । আদালত থেকে নির্দেশ পাওয়ার পরেই আব্বা জমিতে কাজ শুরু করেছেন । কিন্তু ওরা জমিতে কাজ করতে দেবে না । আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন । হাসপাতাল থেকে ছাড়া পেলেই পুলিশে অভিযোগ দায়ের করব ।”
চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ জমা পড়েনি । অভিযোগ পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে । আপাতত বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ।