ETV Bharat / state

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত BSF জওয়ান

জলঙ্গিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ আরও এক জওয়ান ৷

গুলিবিদ্ধ জওয়ান
author img

By

Published : Oct 17, 2019, 3:39 PM IST

Updated : Oct 17, 2019, 6:58 PM IST

জলঙ্গি, 17 অক্টোবর : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও এক জওয়ান ৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকালে পদ্মায় যান তিন ভারতীয় মৎস্যজীবী ৷ ট্রলার সহ তাঁদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB) ৷ পরে দুজনকে ছেড়ে দেওয়া হয় ৷ BSF পোস্টে গিয়ে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের খবর দিতে বলা হয় ৷ এরপর তাঁরা কাকমারিছারের BSF পোস্টে যান ৷ সাড়ে 10টা নাগাদ একটি বোটে করে পাঁচ BSF আধিকারিক পদ্মানদীর 75/7-S বাউন্ডারি পিলারে যান ৷ ফ্ল্যাগ মিটিংয়ের সময় ওই মৎস্যজীবীকে ছাড়েনি BGB ৷ উলটে BSF জওয়ানদের ঘিরে ফেলার চেষ্টা করে তারা ৷ পরিস্থিতির আঁচ করে সেখান থেকে বোট ঘুরিয়ে ফেরার চেষ্টা করে BSF ৷ তখন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় BGB ৷ মাথায় গুলি লাগে এক জওয়ানের ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ হাতে গুলি লাগে অপর এক জওয়ানের ৷

দেখুন ভিডিয়ো

মৃত জওয়ান হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন ৷ তাঁর নাম বিজয় ভানু সিং (48) ৷ বাড়িতে উত্তরপ্রদেশের আগ্রায় ৷ জখম জওয়ানের নাম রাজবীর সিং যাদব ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে BSF ৷ ঘটনাস্থানে এসেছেন BSF আধিকারিকরা ৷

জলঙ্গি, 17 অক্টোবর : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক BSF জওয়ানের ৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও এক জওয়ান ৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকালে পদ্মায় যান তিন ভারতীয় মৎস্যজীবী ৷ ট্রলার সহ তাঁদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (BGB) ৷ পরে দুজনকে ছেড়ে দেওয়া হয় ৷ BSF পোস্টে গিয়ে BGB-র সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের খবর দিতে বলা হয় ৷ এরপর তাঁরা কাকমারিছারের BSF পোস্টে যান ৷ সাড়ে 10টা নাগাদ একটি বোটে করে পাঁচ BSF আধিকারিক পদ্মানদীর 75/7-S বাউন্ডারি পিলারে যান ৷ ফ্ল্যাগ মিটিংয়ের সময় ওই মৎস্যজীবীকে ছাড়েনি BGB ৷ উলটে BSF জওয়ানদের ঘিরে ফেলার চেষ্টা করে তারা ৷ পরিস্থিতির আঁচ করে সেখান থেকে বোট ঘুরিয়ে ফেরার চেষ্টা করে BSF ৷ তখন BSF জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় BGB ৷ মাথায় গুলি লাগে এক জওয়ানের ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ হাতে গুলি লাগে অপর এক জওয়ানের ৷

দেখুন ভিডিয়ো

মৃত জওয়ান হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন ৷ তাঁর নাম বিজয় ভানু সিং (48) ৷ বাড়িতে উত্তরপ্রদেশের আগ্রায় ৷ জখম জওয়ানের নাম রাজবীর সিং যাদব ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে BSF ৷ ঘটনাস্থানে এসেছেন BSF আধিকারিকরা ৷

Intro:বিএসএফ জওয়ানের মৃতু ঘিরে উত্তপ্ত সীমান্তBody:জলঙ্গি - সীমান্তের চরে বিএসএফ ও বিজেবির গুলি বিনিময়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। ঘটনায় জখম এক বিএসএফ জওয়ানকে গুলিবিদ্ধা অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। বিএসএফের মৃর হেড কনস্টবল জওয়ানের নাম বিজয় ভানু সিং(৪৮)। তাঁর বাড়ি দিল্লির আগ্রা বলে জানা গিয়েছে। জখম জওয়ানের নাম রাজবীর সং যাদব। তার হাতে গুলি লেগেছে। এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জলঙ্গির কাটমারি চরে বিএসএফ ও বিজেবি ফ্ল্যাগ মিটিং চলছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে মিটিং চলাকালিন শুরু হয় দুপক্ষের গুলি বিনিময়। মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাজবীর সিন যাদবকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয়। অসমর্থিত সূত্রে বিজেবি জওয়ানেরও মৃত্যর আশঙ্কা করা হচ্ছে।Conclusion:বিএসএফ জওয়ানের মৃত্যু
Last Updated : Oct 17, 2019, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.