ETV Bharat / state

ব্রাউন সুগার-সহ কালিয়াচকে ধৃত 1 - মালদা

ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে আটক করল কালিয়াচক থানার পুলিশ ৷ উদ্ধার হয়েছে 1 কেজি 52 গ্রাম মাদক, যার বাজারমূল্য 25 লক্ষ টাকা ৷ ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

মালদায় উদ্ধার ব্রাউন সুগার ৷
মালদায় উদ্ধার ব্রাউন সুগার ৷
author img

By

Published : May 9, 2021, 3:01 PM IST

মালদা, 9 মে : 25 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে এসআই অভিষেক তালুকদার ও বাপন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল কালিয়াচক-1 ব্লক অফিস সংলগ্ন এলাকায় হানা দেয় । এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের একটি প্যাকেট । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 1 কেজি 52 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ফিরোজ শেখ (32) । বাড়ি কালিয়াচকের পিরোজপুরের কাঠাবাড়ি এলাকায় । ফিরোজ ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ধৃতকে সাতদিনের হেফাজতের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

মালদা, 9 মে : 25 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে এসআই অভিষেক তালুকদার ও বাপন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল কালিয়াচক-1 ব্লক অফিস সংলগ্ন এলাকায় হানা দেয় । এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগারের একটি প্যাকেট । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 1 কেজি 52 গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ফিরোজ শেখ (32) । বাড়ি কালিয়াচকের পিরোজপুরের কাঠাবাড়ি এলাকায় । ফিরোজ ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ধৃতকে সাতদিনের হেফাজতের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন: মাদক কাণ্ডে গ্রেফতার পলাতক অভিযুক্ত অমৃত সিং

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.