ETV Bharat / state

মালদায় 3 লাখ টাকার ব্রাউন সুগার সহ ধৃত যুবক - ইংরেজবাজার থানা

গতরাতে ইংরেজবাজার থানার অফিসার অনুপ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায় হানা দেয় । আবু বক্কর নামে এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় । গ্রেপ্তার করা হয় তাকে ।

Three lakh rupees worth of brown sugar was recovered in Malda
তিন লাখ টাকার ব্রাউন সুগার উদ্ধার মালদায়
author img

By

Published : Dec 10, 2020, 9:26 PM IST

মালদা, 10 ডিসেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় । তিন লাখ টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ।

গতরাতে ইংরেজবাজার থানার অফিসার অনুপ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায় হানা দেয় । সেই সময় এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 300 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় আবু বক্কর নামে ওই যুবককে । সে বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন,“আমাদের কাছে ইনফরমেশন ছিল দুই যুবক ব্রাউন সুগার মোথাবাড়ির এক ব্যক্তির হাতে তুলে দেবে । সেই তথ্যের ভিত্তিতে এসআই অনুপ সিং ঘটনাস্থানে পৌঁছান । তথ্য অনুযায়ী দু'জনকে শনাক্ত করা হয় । তাদের মধ্যে প্রভাস মণ্ডল নামে একজন মোটরবাইকে করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আবু বক্কর নামে আর এক যুবক পুকুরে ঝাঁপ দেয় । পরে আবু বক্করকে জল থেকে তোলা হয় । ওই যুবকের কাছে থাকা ব্যাগ থেকে 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আবুকে । এরা কোথা থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে । উদ্ধার হওয়া ব্রাউন সুগার যাকে দেওয়ার কথা ছিল সেই ব্যক্তির নাম ঠিকানা আমরা পেয়েছি । তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করা যাবে না ।”

মালদা, 10 ডিসেম্বর : ফের ব্রাউন সুগার উদ্ধার হল মালদায় । তিন লাখ টাকার ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ।

গতরাতে ইংরেজবাজার থানার অফিসার অনুপ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি দল রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকায় হানা দেয় । সেই সময় এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 300 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় আবু বক্কর নামে ওই যুবককে । সে বৈষ্ণবনগরের শবদলপুরের বাসিন্দা ।

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন,“আমাদের কাছে ইনফরমেশন ছিল দুই যুবক ব্রাউন সুগার মোথাবাড়ির এক ব্যক্তির হাতে তুলে দেবে । সেই তথ্যের ভিত্তিতে এসআই অনুপ সিং ঘটনাস্থানে পৌঁছান । তথ্য অনুযায়ী দু'জনকে শনাক্ত করা হয় । তাদের মধ্যে প্রভাস মণ্ডল নামে একজন মোটরবাইকে করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । আবু বক্কর নামে আর এক যুবক পুকুরে ঝাঁপ দেয় । পরে আবু বক্করকে জল থেকে তোলা হয় । ওই যুবকের কাছে থাকা ব্যাগ থেকে 300 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় । উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আবুকে । এরা কোথা থেকে এই ব্রাউন সুগার সংগ্রহ করেছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে । উদ্ধার হওয়া ব্রাউন সুগার যাকে দেওয়ার কথা ছিল সেই ব্যক্তির নাম ঠিকানা আমরা পেয়েছি । তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করা যাবে না ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.