ETV Bharat / state

টিকটকের ভিডিয়ো শুট করতে গিয়ে মৃত মালদার যুবক

গতকাল সন্ধ্যায় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে মিলে টিকটকের জন্য ভিডিয়ো শুট করছিল । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে শুটিং করছিল । শুটিং চলাকালীন হঠাৎ করিম অচৈতন্য হয়ে পড়ে ।

Malda
মালদার মৃত যুবক
author img

By

Published : Jan 15, 2020, 8:27 PM IST

মালদা, 15 জানুয়ারি : বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিয়ো শুট করছিল এক কিশোর । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় শুটিং চলছিল । হঠাৎ ঘটল বিপত্তি । শুটিংয়ের সময় মৃত্যু হল করিম শেখ (18) নামে ওই কিশোরের । ঘটনাটি মালদার পুখুরিয়া থানার পিরগঞ্জ এলাকার ৷

স্থানীয়রা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে মিলে টিকটকের জন্য ভিডিয়ো শুট করছিল । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে শুটিং করছিল । শুটিং চলাকালীন হঠাৎ করিম অচৈতন্য হয়ে পড়ে । করিমের বাঁধন খুলে দ্রুত তাকে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । করিমের মৃত্যুর জন্য তার দুই বন্ধুকে দায়ি করে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে । অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি ।

মালদা, 15 জানুয়ারি : বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিয়ো শুট করছিল এক কিশোর । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় শুটিং চলছিল । হঠাৎ ঘটল বিপত্তি । শুটিংয়ের সময় মৃত্যু হল করিম শেখ (18) নামে ওই কিশোরের । ঘটনাটি মালদার পুখুরিয়া থানার পিরগঞ্জ এলাকার ৷

স্থানীয়রা জানিয়েছে, গতকাল সন্ধ্যায় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে মিলে টিকটকের জন্য ভিডিয়ো শুট করছিল । পাবজি ভিডিয়ো গেমের কায়দায় করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে শুটিং করছিল । শুটিং চলাকালীন হঠাৎ করিম অচৈতন্য হয়ে পড়ে । করিমের বাঁধন খুলে দ্রুত তাকে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । করিমের মৃত্যুর জন্য তার দুই বন্ধুকে দায়ি করে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে । অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি ।

Intro:মালদা, ১৫ জানুয়ারিঃ বন্ধুদের সঙ্গে টিকটকের ভিডিয়ো শ্যুট চলছিল। হঠাৎ ঘটল বিপত্তি। ভিডিয়ো শ্যুট করতে গিয়েই অচৈতন্য হয়ে পড়ল এক যুবক। ওই যুবককে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জে। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।Body:মৃত যুবকের নাম করিম শেখ (১৮)। বাড়ি পুখুরিয়া থানার অন্তর্গত পীরগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধেয় করিম তার দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে টিকটকের জন্য ভিডিয়ো তৈরি করছিল। অভিযোগ, করিম নিজের হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে দিয়ে ভিডিয়ো তৈরি করতে চেয়েছিলেন। করিমের বন্ধুরা সেই মতো হাত-পা বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে ভিডিয়ো করতে থাকে। হঠাৎ ছটপট করতে করতে অচৈতন্য হয়ে পড়ে করিম। স্থানীয়দের সহযোগিতায় দুই বন্ধু তড়িঘড়ি করিমকে উদ্ধার করে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিসকরা করিমকে মৃত বলে ঘোষণা করে। আজ দুপুরে করিমের পরিবারের লোকজন পুলিশ অভিযোগ দায়ের করে। এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “গতকাল সন্ধেয় করিম দুই বন্ধুকে সঙ্গে নিয়ে চায়ের দোকানে আড্ডা মারছিল। পরে বন্ধুদের সঙ্গে নিয়ে টিকটকের ভিডিয়ো শ্যুট করতে যায় করিম। দুই হাত বেঁধে, মুখে প্লাস্টিক গুঁজে ভিডিয়ো শ্যুট করছিল। হঠাৎ ছটপট করতে থাকে করিম। দুই বন্ধু করিমকে মুক্ত করে বাড়ি নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় করিমের। পরিবারের পক্ষ থেকে দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।”
Conclusion:পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.