মালদা, 10 জুন : বোমাবাজি, গুলি, ও জোড়া খুনে গত সপ্তাহের বৃহস্পতিবার ভোর থেকেই উত্তপ্ত ছিল চাঁচল-2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রাম ৷ সেদিন ভোরে গ্রামের রাস্তা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় ৷ ওইদিনই সন্ধ্যাবেলায় গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি পাট খেত থেকে উদ্ধার হয় আরও একটি দেহ ৷ জমি সংক্রান্ত ঝামেলার জেরে জোড়া খুনের ঘটনা ঘটলেও এটিকে কেন্দ্র করে শুরু হয়েছিল কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক চাপানউতোর ৷ আজ ওই গ্রাম থেকেই ছয়টি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করল পুলিশ ৷
চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজলকান্তি বিশ্বাস বলেন, "4 জুন জমি সংক্রান্ত ঝামেলার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষের জেরে চলে বোমাবাজি ৷ দু’জন মারা যান ৷ ওই ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে দু'টি অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ দুটি মামলা রুজু করে ৷ ইতিমধ্যে দুই পক্ষের ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ সেই ঘটনার পর থেকেই জানিপুর গ্রামে পুলিশি টহল জারি ছিল ৷ টহলদারির সময়ই এলাকা থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয় ৷ আজ বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড ৷ এই মুহূর্তে ওই গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷"
স্থানীয়দের বক্তব্য, সেদিনের ঘটনার রেশ এখনও রয়েছে এলাকায় ৷ প্রায়শই দুই পক্ষ একে অন্যকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে ৷ এলাকায় বহিরাগতদের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে ৷ ফলে যে কোনও মুহূর্তে পরিস্থিতি ফের বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের ৷ গ্রামে স্থায়ী পুলিশ পিকেটের দাবিও তুলেছে ৷