ETV Bharat / state

TMC Inner Clash in Ratua অপসারিত হতেই জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ব্লক সভাপতি - অপসারিত হতেই জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ব্লক সভাপতি

ব্লক সভাপতির পদ থেকে অপসারিত হতেই স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ফজলুল হক । তাঁর এমন মন্তব্যকে দলবিরোধী আখ্যা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসির (Block President Outbursts Against District TMC Chairman)।

Block President on TMC Chairman
অপসারিত হতেই জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ব্লক সভাপতি
author img

By

Published : Aug 16, 2022, 10:08 PM IST

মালদা, 16 অগস্ট: ব্লক সভাপতির পদ থেকে অপসারিত হতেই স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ফজলুল হক । তাঁর সাফ কথা, বিধায়কের প্রতিহিংসার জন্যই তাঁকে পদ থেকে সরানো হয়েছে । রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে অনুযোগও রয়েছে তাঁর । যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক সমর মুখোপাধ্যায় । তবে ফজলুল হকের এহেন মন্তব্যকে দলবিরোধী আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি (Comment on Block President Outbursts Against District TMC Chairman)।

রতুয়া 1 নম্বর ব্লকে তৃণমূলের দুই নেতার বিরোধ সর্বজনবিদিত । একদিকে সমর মুখোপাধ্যায়, অন্যদিকে ফজলুল হক । সম্প্রতি ফজলুল হককে সরিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ব্লক সভাপতি হিসাবে অজয় সিংহকে নিয়োগ করেছেন । এরপরেই সমরবাবুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ফজলুল সাহেব । তিনি বলেন, "বিধায়কের শত্রুতার জন্যই আমাকে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয়েছে । বরকতদা মারা যাওয়ার পর সাবিত্রী মিত্রের হাত ধরে আমি তৃণমূলে আসি । তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি । 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে সমরদার পুত্রবধূর সঙ্গে আমার স্ত্রীর লড়াই হয়েছিল । তখন থেকেই সমরদা আমাকে শত্রু ভাবেন । তখন কংগ্রেসেই ছিলেন তিনি ।"

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব

তিনি আরও বলেন, "2018 সালে তাঁকে হারিয়ে এখানে তৃণমূল জয়লাভ করে । তারপর সমরদা, রহিম বকসিরা তৃণমূলে যোগ দেন । তখন থেকেই সমরবাবু আমাকে একঘরে করার চেষ্টা করছেন । প্রথমে তাতে সফল না হলেও বিধায়ক হওয়ার পর তিনি এবার আমাকে সরালেন । এর আগে আমি তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 28 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছিলাম । একটা কথা বলতে পারি, আমার নামে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার কোনও অভিযোগ নেই, কোনও লুকোনো সম্পত্তিও নেই । রাজ্য নেতৃত্বের কাছে আমার অনুরোধ, গোটা বিষয়টি বিচার করে দেখলে আমরা খুশি হতাম ।"

এনিয়ে সমরবাবুকে ফোন করা হলে তিনি বলেন, "যে যা ইচ্ছে বলুক, আমি এনিয়ে কোনও মন্তব্য করব না । দল যা করেছে সেটাই চূড়ান্ত । এসব মন্তব্যকে উপেক্ষা করাই ভালো ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে অক্সিজেন জোগাতে তৈরি কালিন্দ্রীর নয়া সেতু

তবে এনিয়ে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "ফজলুল সাহেবের সঙ্গে আমার কথা হয়নি । তাই তিনি কী বলেছেন জানি না । তবে জেলা বা ব্লক সভাপতি বদলের ক্ষেত্রে রাজ্য কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে । কোনও পদই স্থায়ী নয় । তা পরিবর্তিত হতেই পারে । ফজলুল সাহেবকে সম্মান জানিয়েও বলছি, তিনি যদি এসব কথা বলে থাকেন, তবে তা দলবিরোধী হয়ে যাচ্ছে ।"

মালদা, 16 অগস্ট: ব্লক সভাপতির পদ থেকে অপসারিত হতেই স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক ফজলুল হক । তাঁর সাফ কথা, বিধায়কের প্রতিহিংসার জন্যই তাঁকে পদ থেকে সরানো হয়েছে । রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে অনুযোগও রয়েছে তাঁর । যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক সমর মুখোপাধ্যায় । তবে ফজলুল হকের এহেন মন্তব্যকে দলবিরোধী আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি (Comment on Block President Outbursts Against District TMC Chairman)।

রতুয়া 1 নম্বর ব্লকে তৃণমূলের দুই নেতার বিরোধ সর্বজনবিদিত । একদিকে সমর মুখোপাধ্যায়, অন্যদিকে ফজলুল হক । সম্প্রতি ফজলুল হককে সরিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ব্লক সভাপতি হিসাবে অজয় সিংহকে নিয়োগ করেছেন । এরপরেই সমরবাবুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ফজলুল সাহেব । তিনি বলেন, "বিধায়কের শত্রুতার জন্যই আমাকে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয়েছে । বরকতদা মারা যাওয়ার পর সাবিত্রী মিত্রের হাত ধরে আমি তৃণমূলে আসি । তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দল করি । 2013 সালে পঞ্চায়েত নির্বাচনে সমরদার পুত্রবধূর সঙ্গে আমার স্ত্রীর লড়াই হয়েছিল । তখন থেকেই সমরদা আমাকে শত্রু ভাবেন । তখন কংগ্রেসেই ছিলেন তিনি ।"

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ ঘিরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব

তিনি আরও বলেন, "2018 সালে তাঁকে হারিয়ে এখানে তৃণমূল জয়লাভ করে । তারপর সমরদা, রহিম বকসিরা তৃণমূলে যোগ দেন । তখন থেকেই সমরবাবু আমাকে একঘরে করার চেষ্টা করছেন । প্রথমে তাতে সফল না হলেও বিধায়ক হওয়ার পর তিনি এবার আমাকে সরালেন । এর আগে আমি তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 28 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছিলাম । একটা কথা বলতে পারি, আমার নামে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার কোনও অভিযোগ নেই, কোনও লুকোনো সম্পত্তিও নেই । রাজ্য নেতৃত্বের কাছে আমার অনুরোধ, গোটা বিষয়টি বিচার করে দেখলে আমরা খুশি হতাম ।"

এনিয়ে সমরবাবুকে ফোন করা হলে তিনি বলেন, "যে যা ইচ্ছে বলুক, আমি এনিয়ে কোনও মন্তব্য করব না । দল যা করেছে সেটাই চূড়ান্ত । এসব মন্তব্যকে উপেক্ষা করাই ভালো ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে অক্সিজেন জোগাতে তৈরি কালিন্দ্রীর নয়া সেতু

তবে এনিয়ে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "ফজলুল সাহেবের সঙ্গে আমার কথা হয়নি । তাই তিনি কী বলেছেন জানি না । তবে জেলা বা ব্লক সভাপতি বদলের ক্ষেত্রে রাজ্য কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে । কোনও পদই স্থায়ী নয় । তা পরিবর্তিত হতেই পারে । ফজলুল সাহেবকে সম্মান জানিয়েও বলছি, তিনি যদি এসব কথা বলে থাকেন, তবে তা দলবিরোধী হয়ে যাচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.