মালদা, 8 জুন : বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ফের শুরু হল দলবদলের খেলা। আজ BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্যা। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি।
আসন্ন নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বর্তমান কোরোনা পরিস্থিতিতে সোশাল মিডিয়াকেই প্রচারের হাতিয়ার করেছে দলগুলি। পৌরসভার মেয়াদ শেষ হলেও কোরোনা সংক্রমণের কারণে স্থগিত রাখা হয়েছে নির্বাচন। আজ চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্যা বর্ষা মালাকার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাঁকে দলে স্বাগত জানান তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর।
দলে যোগ দিয়ে বর্ষাদেবী বলেন, "কোরোনা ও আমফান মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে চলেছেন, তা আমাকে অনুপ্রাণিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি ।"
অন্যদিকে, তৃণমূলের মালদা জেলার কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি বলেন, "এতদিন বর্ষাদেবী BJP-র সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে তিনি BJP-র সাম্প্রদায়িক রাজনীতি দেখেছেন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাও দেখেছেন। মুখ্যমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগদান করেছেন।"