ETV Bharat / state

মালদায় সাংসদ ও বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 3 - মোত্তাকিন আলম

জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলমের গাড়িতে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ সোমবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷

মালদায় বিধায়ক ও সাংসদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 3
মালদায় বিধায়ক ও সাংসদের গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার 3
author img

By

Published : Apr 12, 2021, 3:59 PM IST

ইংরেজবাজার, 12 এপ্রিল : কংগ্রেস সাংসদ ও বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হল গফ্ফর শেখ (67), আসেম আলি (36) ও কালিম খান (38)। এরা সকলেই নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত , রবিবার জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম নঘরিয়ায় কর্মীসভায় অংশ নিতে যান। সেখান থেকে ফেরার পথে তৃণমূলের পতাকা নিয়ে কিছু দুষ্কৃতী তাঁদের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বিধায়ক ও সাংসদকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসেন।

ঘটনার পরে আক্রান্ত সাংসদ ও বিধায়ক ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। এই হামলার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা নুরপুর, মথুরাপুর, মানিকচক ও নিয়ামতপুরে পথ অবরোধ করেন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

সেই অভিযোগের ভিত্তিতে ভিডিয়ো ফুটেজ দেখে ইংরেজবাজার থানার পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 341/323/307/427/506 34 ও 25 ধারায় অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : ডোমজুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

ইংরেজবাজার, 12 এপ্রিল : কংগ্রেস সাংসদ ও বিধায়কের গাড়িতে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতরা হল গফ্ফর শেখ (67), আসেম আলি (36) ও কালিম খান (38)। এরা সকলেই নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত , রবিবার জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম নঘরিয়ায় কর্মীসভায় অংশ নিতে যান। সেখান থেকে ফেরার পথে তৃণমূলের পতাকা নিয়ে কিছু দুষ্কৃতী তাঁদের গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীরা বিধায়ক ও সাংসদকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসেন।

ঘটনার পরে আক্রান্ত সাংসদ ও বিধায়ক ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। এই হামলার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা নুরপুর, মথুরাপুর, মানিকচক ও নিয়ামতপুরে পথ অবরোধ করেন। পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

সেই অভিযোগের ভিত্তিতে ভিডিয়ো ফুটেজ দেখে ইংরেজবাজার থানার পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 341/323/307/427/506 34 ও 25 ধারায় অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার তাঁদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : ডোমজুড়ে বিজেপি কর্মীদের উপরে হামলা, অভিযুক্ত তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.