ETV Bharat / state

চাঁচলের ডিসিআরসি সেন্টারে উধাও কোভিড বিধি - no covid guideline maintenance at dcrc center in canchal

চাঁচল কলেজ এবং সংলগ্ন সিদ্ধেশ্বরী হাইস্কুলে করা হয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি । ছোট্ট পরিসরে প্রচুর মানুষের ভিড়ে সেখানে তখন হাঁসফাঁস দশা । নেই সামাজিক দূরত্ব, নেই করোনা সুরক্ষাবিধি মেনে চলার অবকাশ ।

west bengal election 2021
চাঁচলের ডিসিআরসি সেন্টারে উধাও কোভিড বিধি
author img

By

Published : Apr 25, 2021, 4:06 PM IST

মালদা, 25 এপ্রিল : ভিড়ে ঠাসা ডিসিআরসি সেন্টার । গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ভোটকর্মীরা । পুলিশ কর্মীদের অবস্থাও তথৈবচ । নির্বাচন কমিশনের কাছ থেকে সকলেই পেয়েছেন মাস্ক এবং অন্যান্য সামগ্রী । কিন্তু শারীরিক দূরত্ববিধি মানার জন্য ডিসিআরসি সেন্টারে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি । আজ এই অভিযোগ শোনা গিয়েছে ভোটকর্মীদের গলায় ।

চাঁচল কলেজ এবং সংলগ্ন সিদ্ধেশ্বরী হাইস্কুলে করা হয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি । এই দুটি ডিসিআরসি থেকে চাঁচল, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা । সকাল সকালই তাঁরা নিজেদের সমস্ত সামগ্রী বুঝে নিয়েছেন । সেন্টারেই মিলিয়ে নিয়েছেন নিজেদের সমস্ত সামগ্রী । কিন্তু ছোট্ট পরিসরে প্রচুর মানুষের ভিড়ে সেখানে তখন হাঁসফাঁস দশা । গরমে নিঃশ্বাস নেওয়াই কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ।

চাঁচলের ডিসিআরসি সেন্টারে উধাও কোভিড বিধি

আরও পড়ুন : প্রশাসনিক উদাসীনতায় ভোর থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠোনে পড়ে রইল করোনায় মৃতের দেহ

ইটিভি ভারতকে ভোটকর্মীরা পরিষ্কারই জানাচ্ছেন, করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ডিসিআরসিতে যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো । এখানে করোনা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থাই ছিল না । শারীরিক দূরত্ববিধিও প্রথম থেকে উধাও । এই পরিস্থিতিতে তাঁরা ভোট করিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবেন কি না সেই আশঙ্কাতেই ভুগছেন ।

মালদা, 25 এপ্রিল : ভিড়ে ঠাসা ডিসিআরসি সেন্টার । গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ভোটকর্মীরা । পুলিশ কর্মীদের অবস্থাও তথৈবচ । নির্বাচন কমিশনের কাছ থেকে সকলেই পেয়েছেন মাস্ক এবং অন্যান্য সামগ্রী । কিন্তু শারীরিক দূরত্ববিধি মানার জন্য ডিসিআরসি সেন্টারে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি । আজ এই অভিযোগ শোনা গিয়েছে ভোটকর্মীদের গলায় ।

চাঁচল কলেজ এবং সংলগ্ন সিদ্ধেশ্বরী হাইস্কুলে করা হয়েছে তিনটি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি । এই দুটি ডিসিআরসি থেকে চাঁচল, মালতিপুর এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা । সকাল সকালই তাঁরা নিজেদের সমস্ত সামগ্রী বুঝে নিয়েছেন । সেন্টারেই মিলিয়ে নিয়েছেন নিজেদের সমস্ত সামগ্রী । কিন্তু ছোট্ট পরিসরে প্রচুর মানুষের ভিড়ে সেখানে তখন হাঁসফাঁস দশা । গরমে নিঃশ্বাস নেওয়াই কার্যত অসম্ভব হয়ে পড়েছিল ।

চাঁচলের ডিসিআরসি সেন্টারে উধাও কোভিড বিধি

আরও পড়ুন : প্রশাসনিক উদাসীনতায় ভোর থেকে দুপুর পর্যন্ত বাড়ির উঠোনে পড়ে রইল করোনায় মৃতের দেহ

ইটিভি ভারতকে ভোটকর্মীরা পরিষ্কারই জানাচ্ছেন, করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ডিসিআরসিতে যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো । এখানে করোনা নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থাই ছিল না । শারীরিক দূরত্ববিধিও প্রথম থেকে উধাও । এই পরিস্থিতিতে তাঁরা ভোট করিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারবেন কি না সেই আশঙ্কাতেই ভুগছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.