চাঁচল, 7 এপ্রিল : গরম পড়েছে ৷ তার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা ৷ এই পরিস্থিতিতে পানীয় জল সংগ্রহে চাষের জমিতে যেতে হচ্ছে ঘরের মেয়ে-বউদের ৷ কারণ, চাষের মাঠের শ্যালো মেশিন ছাড়া পানীয় জলের দ্বিতীয় কোনও ব্যবস্থা নেই ৷ একসময় গ্রামে সাবমার্সিবল পাম্প থাকলেও সেসব অকেজো হয়েছে অনেক দিন আগেই ৷ জল যন্ত্রণায় বিদ্ধ গ্রামবাসী নিজেদের অধিকার রক্ষায় বেছে নিয়েছেন বিধানসভা নির্বাচন ৷
ভোটের মুখে রাস্তায় আগুন জ্বালিয়ে মঙ্গলবার বিক্ষোভে সামিল হন গ্রামের বেশিরভাগ মহিলা ৷ ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধঞ্জনা গ্রামের হাড়িয়ান মোড়ে ৷ গ্রামবাসীদের অভিযোগ, পিএইচই-র পাইপ লাইন ফেটে যাওয়ার জন্য এলাকার বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে ৷ ধঞ্জনা ছাড়াও দইভাত্তা, হাড়িয়ান সহ আরও কয়েকটি গ্রামের মানুষ জলকষ্টে ভুগছে ৷ এরই মধ্যে এগিয়ে আসছে রমজান মাস ৷ সেই সময় পানীয় জলের চাহিদা আরও বাড়বে ৷ কিন্তু ফেটে যাওয়া পাইপ লাইন মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ তাই আজ পথ অবরোধ করে প্রশাসনের কাছে নিজেদের সমস্যা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷
বাপ্পা শেখ নামে ধঞ্জনা গ্রামের এক বাসিন্দা বলেন, “ বেশ কিছুদিন ধরেই পানীয় জলের চরম সমস্যায় ভুগছে ধঞ্জনা সহ বেশ কয়েকটি গ্রাম ৷ পিএইচই দফতরে এ ব্যাপারে একাধিকবার অভিযোগ জানানো হলেও কাজ হয়নি ৷ আমাদের দাবি, পিএইচই পাইপ লাইনের সংযোগ প্রতিটি বাড়িতে দিতে হবে ৷ কিছুদিন আগে সেই কাজ শুরু হলেও এখন বন্ধ রয়েছে ৷ গ্রামের অনেকেই জানাচ্ছেন, এই সংযোগ নেওয়ার জন্য তাঁদের কাছে টাকা দাবি করা হচ্ছে ৷ এরই মধ্যে পিএইচই-র পাইপ লাইন বিভিন্ন জায়গায় ফেটে গিয়েছে ৷ সেসব মেরামতও করা হচ্ছে না ৷ দ্রুত এই সমস্যার সমাধান না হলে গ্রামবাসীরা কিন্তু ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছে ৷ তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন, জলের সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক ৷”
এ বিষয়ে ওই এলাকার পিএইচই-র পাম্প অপারেটর সোহেল রানা বলেন, “ গ্রামের রাস্তা দিয়ে প্রতিনিয়ত 16 ও 18 চাকার বড় লরি ঢুকছে ৷ তাদের বারণ করা হলেও শুনছে না ৷ এত ভারি লরি যাতায়াত করার জন্যই পাইপ লাইন ফেটে যাচ্ছে ৷ বাড়ির সংযোগের পাইপ লাইনও ভেঙে যাচ্ছে ৷ আমরা সকাল ও বিকেলে দু’ঘণ্টা করে জল সরবরাহ করছি ৷ কিন্তু গ্রামবাসীরা দুপুরে জল চাইছে ৷ আমি দফতরের নিয়মের বাইরে যেতে পারি না ৷ তবে গ্রামবাসীরা পাইপ লাইন সংযোগের জন্য টাকা দাবি করার যে অভিযোগ তুলছে, তা ভিত্তিহীন ৷ আজকের পথ অবরোধের বিষয় আমি দফতরের কর্তাদের জানিয়ে দিয়েছি ৷”
আরও পড়ুন : গার্ডেনরিচে আগুন, ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন
এনিয়ে ফোনে যোগাযোগ করা হলে চাঁচল 1 নম্বরের বিডিও সমীরণ ভট্টাচার্য জানিয়েছেন, গ্রামবাসীদের পথ অবরোধের খবর পেয়েই তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন ৷ গরমের সময় ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা যাতে স্বাভাবিক করা যায়, তার জন্য সংশ্লিষ্ট দফতরকে দেখতে বলা হয়েছে ৷