ETV Bharat / state

হরিশচন্দ্রপুরে প্রার্থী নিয়ে ক্ষোভ , নির্দলে ভরসা বিজেপির একাংশের

হরিশচন্দ্রপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে ফের ক্ষোভ দলীয় নেতা-কর্মীদের মধ্যে ৷ প্রার্থীর দাদা একটি খুনের ঘটনায় জড়িত এই কারণে মতিবুর রহমানকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না দলের একাংশ ৷ তাই তাঁরা এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোট চাইবেন বলে জানিয়েছেন ৷

নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল
নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল
author img

By

Published : Apr 7, 2021, 10:37 AM IST

হরিশচন্দ্রপুর, 7 এপ্রিল : সপ্তম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে ৷ বুধবার শেষ হবে সেই পর্ব ৷ এরই মধ্যে মঙ্গলবার হরিশচন্দ্রপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে নতুন করে ক্ষোভের আগুন জ্বলল দলীয় নেতা-কর্মীদের মধ্যে ৷ বিক্ষুব্ধ কর্মীরা ওই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

পুরোনো একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে নয়া বিতর্কের সূত্রপাত ৷ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, একটি খুনের ঘটনায় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মতিবুর রহমানের দাদা জড়িত ৷ বিষয়টি জানতে পেরে আজ বাড়ির সামনে লাগানো মতিবুর রহমানের সমর্থনে লাগানো প্রচারের ফ্লেক্স, দলীয় পতাকা খুলে রাস্তায় ফেলে দেন নিহতের ভাই তথা এলাকার সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল ৷ দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন এলাকার একাধিক বিজেপি নেতা ও কর্মী ৷ যদিও গোটা বিষয়টিকে তৃণমূলের ছক বলে দাবি করেছেন হরিশচন্দ্রপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মতিবুর রহমান এবং তাঁর নির্বাচনী এজেন্ট ৷

নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল
নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল

গত 18 ফেব্রুয়ারি মালদা জেলার 12টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি ৷ তারপরেই জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা ৷ পার্টি অফিস ভাঙচুর, আগুন জ্বালিয়ে পথ অবরোধের মতো ঘটনাও ঘটে ৷ তবে সময় গড়ানোর সঙ্গে সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় ৷ নিজেদের ক্ষোভ চাপা রেখে হরিশচন্দ্রপুরে প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে প্রচারে নামেন বিজেপির নেতা-কর্মীরা ৷ এরই মধ্যে মঙ্গলবার ফের নতুন করে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ৷

প্রসঙ্গত, 2012 সালের 2 ডিসেম্বর খুন হয়েছিলেন এলাকার ব্যবসায়ী কানাইয়ালাল আগরওয়াল ৷ তাঁর ভাই সবরমল আগরওয়ালের দাবি, সেই ঘটনায় খুনি কালাম নামে এক ব্যক্তি ৷ সে বিজেপি প্রার্থী মতিবুর রহমানের দাদা ৷ এমন একজন প্রার্থীকে তাঁরা কিছুতেই মেনে নিচ্ছেন না ৷
সবরমল আরও বলেন, “ আমি বিজেপিকে ভালোবাসি ৷ প্রার্থী হওয়ার পর মতিবুরকে অভিনন্দন জানাতেও যাই ৷ কিন্তু জানতে পারি, তাঁর দাদা কালাম আমার দাদাকে খুন করে জগন্নাথপুর ফরেস্টে ফেলে দিয়েছিল ৷ এই খবর জানার পর আমি মতিবুরকে কিছুতেই প্রার্থী হিসাবে মানতে পারছি না ৷ এলাকার বিজেপি নেতা-কর্মীরাও আমার সঙ্গে রয়েছেন ৷ আমরা এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে মানুষের কাছে ভোট চাইব ৷”
বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, “ প্রথমে খানিকটা ক্ষোভ বিক্ষোভ থাকলেও আমরা মতিবুরকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছিলাম ৷ কিন্তু পরে জানতে পারি, তার দাদা এলাকারই একজন ব্যবসায়ীকে খুন করেছিল ৷ এরপর আমরা কিছুতেই মতিবুরকে প্রার্থী হিসাবে মানতে পারছি না ৷ আমরা বিজেপিকে মন থেকে ভালোবাসি ৷ কিন্তু এই প্রার্থীকে নয় ৷ তাই আমরা এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছি ৷”

প্রার্থী বিক্ষোভ অব্যাহত , নির্দলে ভরসা বিজেপির একাংশের

আরও পড়ুন : সমস্যা না মিটলে ভোট নয়, মালদার গ্রামে ভোট বয়কটের হুমকি

এ নিয়ে জানতে চাওয়া হলে মতিবুর সাহেব প্রথমে কোনও কথা বলতে রাজি হননি ৷ একসময় সংবাদমাধ্যমের উপরেও কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ শেষে তিনি শুধু বলেন, “ আমার কোনও দাদা নেই ৷ তৃণমূলের দালালরা এসব করছে ৷” এদিকে তাঁর নির্বাচনী এজেন্ট ও এই কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনিরুদ্ধ সাহা বলেন, “বিজেপির বিরুদ্ধে কথা বলে যারা দলের পতাকা ছিড়ছে, তাদের কীভাবে বিজেপি বলব ৷ প্রার্থী নিয়ে যাদের ক্ষোভ ছিল, তারা বসে আলোচনা করে মতিবুরকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছে ৷ মতিবুরও সব মিটিয়ে নিয়েছে ৷ আজ যারা এসব করছে, তারা অন্য দলের হয়ে খেলছে কিনা কীভাবে বলব ৷ কানাইয়ালালের বিষয় তো আজকের নয় ৷ এরা সব তৃণমূলের হয়ে খেলছে ৷”

হরিশচন্দ্রপুর, 7 এপ্রিল : সপ্তম দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছে ৷ বুধবার শেষ হবে সেই পর্ব ৷ এরই মধ্যে মঙ্গলবার হরিশচন্দ্রপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে নতুন করে ক্ষোভের আগুন জ্বলল দলীয় নেতা-কর্মীদের মধ্যে ৷ বিক্ষুব্ধ কর্মীরা ওই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ৷

পুরোনো একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে নয়া বিতর্কের সূত্রপাত ৷ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবি, একটি খুনের ঘটনায় এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মতিবুর রহমানের দাদা জড়িত ৷ বিষয়টি জানতে পেরে আজ বাড়ির সামনে লাগানো মতিবুর রহমানের সমর্থনে লাগানো প্রচারের ফ্লেক্স, দলীয় পতাকা খুলে রাস্তায় ফেলে দেন নিহতের ভাই তথা এলাকার সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল ৷ দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন এলাকার একাধিক বিজেপি নেতা ও কর্মী ৷ যদিও গোটা বিষয়টিকে তৃণমূলের ছক বলে দাবি করেছেন হরিশচন্দ্রপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী মতিবুর রহমান এবং তাঁর নির্বাচনী এজেন্ট ৷

নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল
নিহত দাদা কানাইয়ালাল আগরওয়ালের ছবি নিয়ে মঙ্গলবার রাস্তায় নামেন সক্রিয় বিজেপি কর্মী সবরমল আগরওয়াল

গত 18 ফেব্রুয়ারি মালদা জেলার 12টি কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি ৷ তারপরেই জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা ৷ পার্টি অফিস ভাঙচুর, আগুন জ্বালিয়ে পথ অবরোধের মতো ঘটনাও ঘটে ৷ তবে সময় গড়ানোর সঙ্গে সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হয় ৷ নিজেদের ক্ষোভ চাপা রেখে হরিশচন্দ্রপুরে প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে প্রচারে নামেন বিজেপির নেতা-কর্মীরা ৷ এরই মধ্যে মঙ্গলবার ফের নতুন করে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ৷

প্রসঙ্গত, 2012 সালের 2 ডিসেম্বর খুন হয়েছিলেন এলাকার ব্যবসায়ী কানাইয়ালাল আগরওয়াল ৷ তাঁর ভাই সবরমল আগরওয়ালের দাবি, সেই ঘটনায় খুনি কালাম নামে এক ব্যক্তি ৷ সে বিজেপি প্রার্থী মতিবুর রহমানের দাদা ৷ এমন একজন প্রার্থীকে তাঁরা কিছুতেই মেনে নিচ্ছেন না ৷
সবরমল আরও বলেন, “ আমি বিজেপিকে ভালোবাসি ৷ প্রার্থী হওয়ার পর মতিবুরকে অভিনন্দন জানাতেও যাই ৷ কিন্তু জানতে পারি, তাঁর দাদা কালাম আমার দাদাকে খুন করে জগন্নাথপুর ফরেস্টে ফেলে দিয়েছিল ৷ এই খবর জানার পর আমি মতিবুরকে কিছুতেই প্রার্থী হিসাবে মানতে পারছি না ৷ এলাকার বিজেপি নেতা-কর্মীরাও আমার সঙ্গে রয়েছেন ৷ আমরা এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে মানুষের কাছে ভোট চাইব ৷”
বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, “ প্রথমে খানিকটা ক্ষোভ বিক্ষোভ থাকলেও আমরা মতিবুরকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছিলাম ৷ কিন্তু পরে জানতে পারি, তার দাদা এলাকারই একজন ব্যবসায়ীকে খুন করেছিল ৷ এরপর আমরা কিছুতেই মতিবুরকে প্রার্থী হিসাবে মানতে পারছি না ৷ আমরা বিজেপিকে মন থেকে ভালোবাসি ৷ কিন্তু এই প্রার্থীকে নয় ৷ তাই আমরা এই কেন্দ্রে নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি নিচ্ছি ৷”

প্রার্থী বিক্ষোভ অব্যাহত , নির্দলে ভরসা বিজেপির একাংশের

আরও পড়ুন : সমস্যা না মিটলে ভোট নয়, মালদার গ্রামে ভোট বয়কটের হুমকি

এ নিয়ে জানতে চাওয়া হলে মতিবুর সাহেব প্রথমে কোনও কথা বলতে রাজি হননি ৷ একসময় সংবাদমাধ্যমের উপরেও কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ শেষে তিনি শুধু বলেন, “ আমার কোনও দাদা নেই ৷ তৃণমূলের দালালরা এসব করছে ৷” এদিকে তাঁর নির্বাচনী এজেন্ট ও এই কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনিরুদ্ধ সাহা বলেন, “বিজেপির বিরুদ্ধে কথা বলে যারা দলের পতাকা ছিড়ছে, তাদের কীভাবে বিজেপি বলব ৷ প্রার্থী নিয়ে যাদের ক্ষোভ ছিল, তারা বসে আলোচনা করে মতিবুরকে প্রার্থী হিসাবে মেনে নিয়েছে ৷ মতিবুরও সব মিটিয়ে নিয়েছে ৷ আজ যারা এসব করছে, তারা অন্য দলের হয়ে খেলছে কিনা কীভাবে বলব ৷ কানাইয়ালালের বিষয় তো আজকের নয় ৷ এরা সব তৃণমূলের হয়ে খেলছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.