ETV Bharat / state

কংগ্রেস চাইলে গুজরাত গণহত্যার জন্য জেলে থাকতেন মোদি, মন্তব্য ফিরহাদের - গুজরাত গণহত্যা

কংগ্রেসের অপদার্থতাতেই আজ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পেরেছেন ৷ কংগ্রেস চাইলে গুজরাত গণহত্যার জন্য জেলে থাকতেন নরেন্দ্র মোদি বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম ৷

firhad
firhad
author img

By

Published : Apr 17, 2021, 7:06 PM IST

মালদা, 17 এপ্রিল : কংগ্রেসের অপদার্থতাতেই আজ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পেরেছেন ৷ মালদায় নির্বাচনী প্রচারে এসে আজ এমনই মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম ৷ আজ মোথাবাড়ির দলীয় প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে একটি জনসভা করেন ফিরহাদ ৷ সেখানেই এমন মন্তব্য তাঁর ৷

মোথাবাড়ি কেন্দ্রের লড়াই এবার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের কাছে বড় চ্যালেঞ্জ ৷ বিধানসভা সীমানা পুনর্বিন্যাসের পর 2011 সালে এই কেন্দ্র গঠিত হয় ৷ সেবার আনকোরা সাবিনাকে প্রার্থী করে কংগ্রেস ৷ সেবার এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত গনি খানের এক ভাগনি শাহনাজ কাদেরি ৷ কংগ্রেসের শক্ত এই ঘাঁটিতে সাবিনাই জয়লাভ করেন ৷ ষোলোর ভোটেও তাঁকে প্রার্থী করে কংগ্রেস ৷ ভোটে জেতার পর তিনি তৃণমূলে চলে যান ৷ এখনও মোথাবাড়ি এলাকায় কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী ৷ বামেদেরও পুরোনো সংগঠন রয়েছে ৷ তার উপর এলাকায় রয়েছে ফুরফুরা শরিফের বেশ কিছু অনুগামীও ৷ সংযুক্ত মোর্চায় আব্বাস সিদ্দিকির অন্তর্ভুক্তি এবার সাবিনার লড়াইটা বেশ শক্ত করে তুলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কংগ্রেস চাইলে গুজরাত গণহত্যার জন্য জেলে থাকত মোদি

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর !

আজ সাবিনার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকিকেও বিঁধেছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "কেউ চাইলেই তাঁকে ভোট খয়রাত করার প্রয়োজন নেই ৷ যে সবার নিরাপত্তা দিতে পারবে তাকেই ভোট দিতে হবে ৷ পরিবার, এলাকা ও জেলার স্বার্থ দেখে সবাই ভোট দেবেন ৷ একসময় আমরা সবাই কংগ্রেস করতাম ৷ 34 বছর কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়াই করেছে ৷ ওরা আমাদের হাজারো কর্মীকে খুন করেছে ৷ সাঁইবাড়িতে ছেলের রক্তমাখা ভাত মাকে খাইয়েছে ৷ বরকতদা বারবার সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার কথা বলতেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, বরকতদার স্বপ্ন সফল করেছেন ৷ এখন কংগ্রেস জাল ফেলে বঙ্গোপসাগর থেকে সিপিএমকে টেনে তুলছে ৷ কিন্তু এরা দুটোই ল্যাংড়া ৷ শুধু লাফাচ্ছে ৷ আর তাদের ক্র্যাচ হয়েছে কমরেড আব্বাস সিদ্দিকি ৷’’

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসই বিজেপিকে দেশের ক্ষমতায় এনেছে ৷ গুজরাতে যখন দু’হাজার মানুষ খুন হল তখন কংগ্রেস কেন সিবিআই তদন্ত করে নরেন্দ্র মোদিদের জেলে পাঠায়নি ? তাহলে নরেন্দ্র মোদি আজ জেলে থাকতেন৷ প্রধানমন্ত্রী হতে পারতেন না ৷"

মালদা, 17 এপ্রিল : কংগ্রেসের অপদার্থতাতেই আজ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পেরেছেন ৷ মালদায় নির্বাচনী প্রচারে এসে আজ এমনই মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিম ৷ আজ মোথাবাড়ির দলীয় প্রার্থী সাবিনা ইয়াসমিনের সমর্থনে একটি জনসভা করেন ফিরহাদ ৷ সেখানেই এমন মন্তব্য তাঁর ৷

মোথাবাড়ি কেন্দ্রের লড়াই এবার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের কাছে বড় চ্যালেঞ্জ ৷ বিধানসভা সীমানা পুনর্বিন্যাসের পর 2011 সালে এই কেন্দ্র গঠিত হয় ৷ সেবার আনকোরা সাবিনাকে প্রার্থী করে কংগ্রেস ৷ সেবার এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত গনি খানের এক ভাগনি শাহনাজ কাদেরি ৷ কংগ্রেসের শক্ত এই ঘাঁটিতে সাবিনাই জয়লাভ করেন ৷ ষোলোর ভোটেও তাঁকে প্রার্থী করে কংগ্রেস ৷ ভোটে জেতার পর তিনি তৃণমূলে চলে যান ৷ এখনও মোথাবাড়ি এলাকায় কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী ৷ বামেদেরও পুরোনো সংগঠন রয়েছে ৷ তার উপর এলাকায় রয়েছে ফুরফুরা শরিফের বেশ কিছু অনুগামীও ৷ সংযুক্ত মোর্চায় আব্বাস সিদ্দিকির অন্তর্ভুক্তি এবার সাবিনার লড়াইটা বেশ শক্ত করে তুলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

কংগ্রেস চাইলে গুজরাত গণহত্যার জন্য জেলে থাকত মোদি

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর !

আজ সাবিনার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকিকেও বিঁধেছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "কেউ চাইলেই তাঁকে ভোট খয়রাত করার প্রয়োজন নেই ৷ যে সবার নিরাপত্তা দিতে পারবে তাকেই ভোট দিতে হবে ৷ পরিবার, এলাকা ও জেলার স্বার্থ দেখে সবাই ভোট দেবেন ৷ একসময় আমরা সবাই কংগ্রেস করতাম ৷ 34 বছর কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়াই করেছে ৷ ওরা আমাদের হাজারো কর্মীকে খুন করেছে ৷ সাঁইবাড়িতে ছেলের রক্তমাখা ভাত মাকে খাইয়েছে ৷ বরকতদা বারবার সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার কথা বলতেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়, বরকতদার স্বপ্ন সফল করেছেন ৷ এখন কংগ্রেস জাল ফেলে বঙ্গোপসাগর থেকে সিপিএমকে টেনে তুলছে ৷ কিন্তু এরা দুটোই ল্যাংড়া ৷ শুধু লাফাচ্ছে ৷ আর তাদের ক্র্যাচ হয়েছে কমরেড আব্বাস সিদ্দিকি ৷’’

তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসই বিজেপিকে দেশের ক্ষমতায় এনেছে ৷ গুজরাতে যখন দু’হাজার মানুষ খুন হল তখন কংগ্রেস কেন সিবিআই তদন্ত করে নরেন্দ্র মোদিদের জেলে পাঠায়নি ? তাহলে নরেন্দ্র মোদি আজ জেলে থাকতেন৷ প্রধানমন্ত্রী হতে পারতেন না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.