ETV Bharat / state

পাচারের আগে মালদায় উদ্ধার 365 বোতল কাফ সিরাপ

পাচারের আগে মালদায় উদ্ধার 365 বোতল কাফ সিরাপ । উদ্ধার হওয়া কাফ সিরাপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।

Aa
Aa
author img

By

Published : Sep 21, 2020, 10:13 PM IST

মালদা, 21 সেপ্টেম্বর: ফের কাফ সিরাপ উদ্ধার মালদায় । গতরাতে পাচারের আগেই 365 বোতল কাফ সিরাপ উদ্ধার করল BSF- এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া কাফ সিরাপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এই নিয়ে গত পাঁচ দিনে BSF ও পুলিশ মোট 26 হাজার 878 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে ।

BSF-এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত 1টা নাগাদ শ্মশানী BOP-তে কর্মরত জওয়ানরা কয়েকজন ভারতীয়কে কাফ সিরাপ বোঝাই বস্তা নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের দিকে এগোতে দেখে । বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের দিকে ধাওয়া করে BSF জওয়ানরা । জওয়ানদের আসতে দেখে কাফ সিরাপের বস্তা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা । ঘটনাস্থান থেকে 365 বোতল কাফ সিরাপ উদ্ধার হয় ।

BSF- এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। BSF-এর জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । জওয়ানরা এই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে ।

এনিয়ে গত পাঁচদিনে BSF ও পুলিশ মোট 26 হাজার 878 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে । 15 সেপ্টেম্বর রাতে কাফ সিরাপ পাচার চক্রের মূল পাণ্ডা সন্টু সাহাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিউরো । পরদিন তাকে জেলা আদালতে পেশ করা হয় । NCB-র আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই চক্রের বড়ো মাথা ধৃত ব্যক্তি । উত্তরপ্রদেশ থেকে কীভাবে কাফ সিরাপ মালদায় নিয়ে আসা হবে, তারপর তা বালুরঘাট হয়ে বাংলাদেশে কীভাবে পাচার করা হবে সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করত সে । গত কয়েকদিনে যে পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়েছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই চক্রের মূল পাণ্ডার গ্রেপ্তারির পরেই তড়িঘড়ি কাফ সিরাপ পাচার সেরে ফেলতে চাইছে পাচারকারীরা ? না কি সন্টু সাহার গ্রেপ্তারির পরে নতুন কোনও মাথা উঠে এসেছে?

মালদা, 21 সেপ্টেম্বর: ফের কাফ সিরাপ উদ্ধার মালদায় । গতরাতে পাচারের আগেই 365 বোতল কাফ সিরাপ উদ্ধার করল BSF- এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া কাফ সিরাপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এই নিয়ে গত পাঁচ দিনে BSF ও পুলিশ মোট 26 হাজার 878 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে ।

BSF-এর পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাত 1টা নাগাদ শ্মশানী BOP-তে কর্মরত জওয়ানরা কয়েকজন ভারতীয়কে কাফ সিরাপ বোঝাই বস্তা নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের দিকে এগোতে দেখে । বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের দিকে ধাওয়া করে BSF জওয়ানরা । জওয়ানদের আসতে দেখে কাফ সিরাপের বস্তা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা । ঘটনাস্থান থেকে 365 বোতল কাফ সিরাপ উদ্ধার হয় ।

BSF- এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া কাফ সিরাপ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। BSF-এর জিরো স্মাগলিং কর্মসূচি জারি রয়েছে । জওয়ানরা এই কর্মসূচিতে নিজেদের দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করছে ।

এনিয়ে গত পাঁচদিনে BSF ও পুলিশ মোট 26 হাজার 878 বোতল কাফ সিরাপ উদ্ধার করেছে । 15 সেপ্টেম্বর রাতে কাফ সিরাপ পাচার চক্রের মূল পাণ্ডা সন্টু সাহাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিউরো । পরদিন তাকে জেলা আদালতে পেশ করা হয় । NCB-র আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই চক্রের বড়ো মাথা ধৃত ব্যক্তি । উত্তরপ্রদেশ থেকে কীভাবে কাফ সিরাপ মালদায় নিয়ে আসা হবে, তারপর তা বালুরঘাট হয়ে বাংলাদেশে কীভাবে পাচার করা হবে সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করত সে । গত কয়েকদিনে যে পরিমাণ কাফ সিরাপ উদ্ধার হয়েছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই চক্রের মূল পাণ্ডার গ্রেপ্তারির পরেই তড়িঘড়ি কাফ সিরাপ পাচার সেরে ফেলতে চাইছে পাচারকারীরা ? না কি সন্টু সাহার গ্রেপ্তারির পরে নতুন কোনও মাথা উঠে এসেছে?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.