ETV Bharat / state

ইংরেজবাজার পৌর এলাকাকে স্যানিটাইজ় করার কাজ শুরু করল কর্তৃপক্ষ

author img

By

Published : Mar 31, 2020, 6:10 PM IST

কোরোনা মোকোবিলায় মালদা পৌরসভার ওর্য়াডগুলিকে স্যানিটাইজ় করার কাজে নেমে পড়লেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলররা ৷ প্রতিটি রাস্তা-ঘাট স্যানিটাইজ় করার কাজে পৌরকর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন দমকলকর্মীরা ৷ শহরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হওয়ায় খানিকটা যেন স্বস্তিতে শহরবাসী৷

Authorities began to sanitize the wards of the English bazar Municipalities
ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডগুলিকে স্যানিটাইজ় করা হচ্ছে

মালদা,31 মার্চ :পৌরসভার দেখানো পথে এবার ময়দানে নেমে পড়লেন ইংরেজবাজারের কাউন্সিলররাও ৷ কোরোনা মোকাবিলায় পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

আজ সেই কাজ শুরু হয়েছে মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে ৷ এই কাজে পৌরকর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন দমকলকর্মীরাও ৷ আজ ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রতিটি জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয় ৷

পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা বলেন, “কোরোনা নিয়ে এখন গোটা বিশ্ব আতঙ্কিত ৷ মানুষ অসহায় ৷ এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি ৷ সংকটের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা এককথায় অভাবনীয় ৷ তাঁকে দেখে আমরা সবাই উদ্বুদ্ধ ৷ আমরাও আমাদের সীমিত ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি ৷ দুঃস্থ মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি আজ আমার ওয়ার্ড জীবাণুমুক্ত করার চেষ্টা করেছি ৷ পৌরসভার ট্যাঙ্কারের জলে জীবাণুনাশক মিশিয়ে গোটা ওয়ার্ডের রাস্তাঘাট, এমনকি বাড়ির দেওয়ালেও স্প্রে করা হয়েছে ৷ এক্ষেত্রে আমরা জেলা দমকল আধিকারিকের সঙ্গে কথা বলে, তাঁর সুপারিশ অনুযায়ী কীটনাশক জলে মিশিয়েছি ৷ এতে ওয়ার্ড স্যানিটাইজ়েশনের সঙ্গে মশা-মাছিও কমবে ৷ একই সঙ্গে এদিন ওয়ার্ডের প্রতিটি মানুষকে বাড়িতে থাকার জন্য আবেদন জানানো হয়েছে ৷ কারণ, উদ্ভুত পরিস্থিতিতে প্রতিটি মানুষকে সুস্থ রাখতেই হবে৷”

এর আগে একই পদ্ধতিতে জেলা প্রশাসনিক ভবন স্যানিটাইজ়ড করেছিলেন দমকলকর্মীরা ৷ ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও শহরের প্রতিটি রাস্তাঘাট স্যানিটাইজ়ড করার কাজ চলছে ৷ এবার সেই পদ্ধতিতে শহরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হওয়ায় খানিকটা যেন স্বস্তিতে শহরবাসী৷

মালদা,31 মার্চ :পৌরসভার দেখানো পথে এবার ময়দানে নেমে পড়লেন ইংরেজবাজারের কাউন্সিলররাও ৷ কোরোনা মোকাবিলায় পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷

আজ সেই কাজ শুরু হয়েছে মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডে ৷ এই কাজে পৌরকর্মীদের সহায়তায় এগিয়ে এসেছেন দমকলকর্মীরাও ৷ আজ ইংরেজবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রতিটি জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয় ৷

পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা বলেন, “কোরোনা নিয়ে এখন গোটা বিশ্ব আতঙ্কিত ৷ মানুষ অসহায় ৷ এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো খুব জরুরি ৷ সংকটের এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা এককথায় অভাবনীয় ৷ তাঁকে দেখে আমরা সবাই উদ্বুদ্ধ ৷ আমরাও আমাদের সীমিত ক্ষমতা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি ৷ দুঃস্থ মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি আজ আমার ওয়ার্ড জীবাণুমুক্ত করার চেষ্টা করেছি ৷ পৌরসভার ট্যাঙ্কারের জলে জীবাণুনাশক মিশিয়ে গোটা ওয়ার্ডের রাস্তাঘাট, এমনকি বাড়ির দেওয়ালেও স্প্রে করা হয়েছে ৷ এক্ষেত্রে আমরা জেলা দমকল আধিকারিকের সঙ্গে কথা বলে, তাঁর সুপারিশ অনুযায়ী কীটনাশক জলে মিশিয়েছি ৷ এতে ওয়ার্ড স্যানিটাইজ়েশনের সঙ্গে মশা-মাছিও কমবে ৷ একই সঙ্গে এদিন ওয়ার্ডের প্রতিটি মানুষকে বাড়িতে থাকার জন্য আবেদন জানানো হয়েছে ৷ কারণ, উদ্ভুত পরিস্থিতিতে প্রতিটি মানুষকে সুস্থ রাখতেই হবে৷”

এর আগে একই পদ্ধতিতে জেলা প্রশাসনিক ভবন স্যানিটাইজ়ড করেছিলেন দমকলকর্মীরা ৷ ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকেও শহরের প্রতিটি রাস্তাঘাট স্যানিটাইজ়ড করার কাজ চলছে ৷ এবার সেই পদ্ধতিতে শহরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হওয়ায় খানিকটা যেন স্বস্তিতে শহরবাসী৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.