ETV Bharat / state

Anti Ragging Week: যাদবপুর-কাণ্ডের জের, কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ পালন - অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ পালন

Anti Ragging Week in Malda Engineering College: যাদবপুর কাণ্ডের প্রভাব পড়ল কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জিকেসিআইইটিতে ৷ ব়্যাগিং বিরোধী সপ্তাহ পালন শুরু হল সেখানে ৷

Anti Ragging Week
অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ
author img

By

Published : Aug 13, 2023, 6:36 PM IST

কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ পালন

মালদা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে ৷ এবার তার প্রভাব পড়ল মালদাতেও ৷ কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শনিবার থেকে শুরু হল অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ ৷ শনিবার তার সূচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ৷ তিনি জানান, এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ব়্যাগিং দূর করতে তাঁরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷

গত বুধবার রাত পৌনে 12টা নাগাদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র ৷ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর ৷ নদিয়ার হাঁসখালির বাসিন্দা ওই পড়ুয়া উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাজ্যের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ৷ এই ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তোলেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সিনিয়ররা ওই ছাত্রকে বিবস্ত্র অবস্থায় দৌড়তে বাধ্য করেছিলেন ৷

বুধবার রাত ন'টা নাগাদ ফোনে কিছু নিয়ে মাকে তাঁর ভয়ের কথাও জানান তিনি ৷ এই ঘটনায় পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা রমাপ্রসাদ কুণ্ডু ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ ঘটনার পুলিশি তদন্ত এখনও জারি রয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নাড়া দিয়েছে তামাম রাজ্যবাসীকে ৷ এরপরেই যাদবপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের ক্যাম্পাস থেকে ব়্যাগিং নির্মূল করার চেষ্টা করছে গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি) কর্তৃপক্ষ ৷ ব়্যাগিং নিয়ে প্রতিটি পড়ুয়াকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

আরও পড়ুন: চলত ব়্যাগিং সেল, সৌরভের নির্দেশই ছিল হস্টেলের শেষ কথা; দাবি পুলিশের

আজ প্রতিষ্ঠানে অ্যান্টি ব়্যাগিং সপ্তাহের উদ্বোধন করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরমেশ্বর রাও আলাপতি বলেন, "ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ জিকেসিআইটিতে অ্যান্টি ব়্যাগিং উইকের সূচনা করা হয়েছে ৷ এটা ঠিক, প্রতি বছর যখন নতুন পড়ুয়ারা কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন, কিছু সিনিয়র পড়ুয়া তাঁদের ব়্যাগিং করেন, নতুনদের নিয়ে মজা করেন ৷ কিন্তু এসবের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হয় ৷ সবচেয়ে বড় বিষয়, এর জন্য আমরা কিছু মেধাবী পড়ুয়াকে হারাই ৷ কারণ তাঁরা অন্য জায়গায় চলে যান ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাসকে ব়্যাগিং মুক্ত করতেই ইউজিসি অ্যান্টি ব়্যাগিং উইক পালনের সিদ্ধান্ত নিয়েছে ৷"

অধ্যক্ষ জানান, এই সাতদিন পড়ুয়াদের জন্য নানা অনুষ্ঠান রাখা হয়েছে ৷ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন তাঁরা ৷ তাঁর কথায় টানা সাতদিন ধরে সিনিয়র ও জুনিয়র পড়ুয়ারা একসঙ্গে সময় কাটানোয় ক্যাম্পাস ব়্যাগিং মুক্ত হবে ৷ আর ক্যাম্পাস ব়্যাগিং মুক্ত হলেই যে কোনও প্রতিষ্ঠানে পড়ুয়াদের বোঝাপড়া ভালো হয় ৷ পড়াশোনাও ভালো হয় ৷ প্রতিষ্ঠানে তেমন পরিবেশই তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান ৷

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ

এই মুহূর্তে শুধু রাজ্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে জিকেসিআইইটি ৷ কেন্দ্রীয় মানব সম্পদ দফতরের অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে ৷ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে থাকা ছাত্র ও ছাত্রীদের হস্টেলে প্রায় পাঁচশো পড়ুয়া থাকেন ৷ তবে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানে ব়্যাগিং নিয়ে কোনও অভিযোগ শোনা যায়নি ৷

কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ পালন

মালদা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে ৷ এবার তার প্রভাব পড়ল মালদাতেও ৷ কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে শনিবার থেকে শুরু হল অ্যান্টি ব়্যাগিং সপ্তাহ ৷ শনিবার তার সূচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ৷ তিনি জানান, এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ব়্যাগিং দূর করতে তাঁরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন ৷

গত বুধবার রাত পৌনে 12টা নাগাদ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হন বাংলা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র ৷ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর ৷ নদিয়ার হাঁসখালির বাসিন্দা ওই পড়ুয়া উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাজ্যের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ৷ এই ঘটনায় হস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তোলেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁদের অভিযোগ, সিনিয়ররা ওই ছাত্রকে বিবস্ত্র অবস্থায় দৌড়তে বাধ্য করেছিলেন ৷

বুধবার রাত ন'টা নাগাদ ফোনে কিছু নিয়ে মাকে তাঁর ভয়ের কথাও জানান তিনি ৷ এই ঘটনায় পুলিশে খুনের অভিযোগ দায়ের করেন মৃত ছাত্রের বাবা রমাপ্রসাদ কুণ্ডু ৷ তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ ঘটনার পুলিশি তদন্ত এখনও জারি রয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা নাড়া দিয়েছে তামাম রাজ্যবাসীকে ৷ এরপরেই যাদবপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের ক্যাম্পাস থেকে ব়্যাগিং নির্মূল করার চেষ্টা করছে গনি খান চৌধুরী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি) কর্তৃপক্ষ ৷ ব়্যাগিং নিয়ে প্রতিটি পড়ুয়াকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে তারা ৷

আরও পড়ুন: চলত ব়্যাগিং সেল, সৌরভের নির্দেশই ছিল হস্টেলের শেষ কথা; দাবি পুলিশের

আজ প্রতিষ্ঠানে অ্যান্টি ব়্যাগিং সপ্তাহের উদ্বোধন করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরমেশ্বর রাও আলাপতি বলেন, "ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী আজ জিকেসিআইটিতে অ্যান্টি ব়্যাগিং উইকের সূচনা করা হয়েছে ৷ এটা ঠিক, প্রতি বছর যখন নতুন পড়ুয়ারা কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেন, কিছু সিনিয়র পড়ুয়া তাঁদের ব়্যাগিং করেন, নতুনদের নিয়ে মজা করেন ৷ কিন্তু এসবের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হয় ৷ সবচেয়ে বড় বিষয়, এর জন্য আমরা কিছু মেধাবী পড়ুয়াকে হারাই ৷ কারণ তাঁরা অন্য জায়গায় চলে যান ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাসকে ব়্যাগিং মুক্ত করতেই ইউজিসি অ্যান্টি ব়্যাগিং উইক পালনের সিদ্ধান্ত নিয়েছে ৷"

অধ্যক্ষ জানান, এই সাতদিন পড়ুয়াদের জন্য নানা অনুষ্ঠান রাখা হয়েছে ৷ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতায় অংশ নেবেন তাঁরা ৷ তাঁর কথায় টানা সাতদিন ধরে সিনিয়র ও জুনিয়র পড়ুয়ারা একসঙ্গে সময় কাটানোয় ক্যাম্পাস ব়্যাগিং মুক্ত হবে ৷ আর ক্যাম্পাস ব়্যাগিং মুক্ত হলেই যে কোনও প্রতিষ্ঠানে পড়ুয়াদের বোঝাপড়া ভালো হয় ৷ পড়াশোনাও ভালো হয় ৷ প্রতিষ্ঠানে তেমন পরিবেশই তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান ৷

আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ

এই মুহূর্তে শুধু রাজ্য নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য জায়গায় রয়েছে জিকেসিআইইটি ৷ কেন্দ্রীয় মানব সম্পদ দফতরের অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে ৷ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে থাকা ছাত্র ও ছাত্রীদের হস্টেলে প্রায় পাঁচশো পড়ুয়া থাকেন ৷ তবে এখনও পর্যন্ত এই প্রতিষ্ঠানে ব়্যাগিং নিয়ে কোনও অভিযোগ শোনা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.