ETV Bharat / state

Shootout-Bombing: জমি দখলকে কেন্দ্র করে গুলি-বোমাবাজি, থমথমে মালদার মালতিপুর

এক বিধবা মহিলার জমি কিনতে না-পেরে দখলের চেষ্টাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালতিপুরে। দুষ্কৃতীরা জমি দখল করতে এসে বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে (Allegations of Firing and Bombing)। ওই বিধবা মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

author img

By

Published : Dec 17, 2022, 10:36 PM IST

Land Occupy
চলছে পুলিশি টহলদারি
জমি দখলকে কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ

মালদা, 17 ডিসেম্বর: জমি দখলকে (Land Occupy) কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ মালদার মালতিপুরে (Allegations of Firing and Bombing) ৷ বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকা এখনও থমথমে। চলছে পুলিশি টহলদারিও। যদিও ঘটনা নিয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালতিপুর হাসপাতাল সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের ধারে 8 শতক জমি রয়েছে রিজিয়া বিবির। রিজিয়াদেবীর স্বামীর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। সংসার চালাতে নিজের 4 শতক জমি বিক্রির সিদ্ধান্ত নেন রিজিয়া বিবি। প্রতিবেশী মজিবুর রহমানের সঙ্গে ওই 4 শতক জমি বিক্রির চুক্তি (Agreement for Sale of Land) হয়। অভিযোগ, কিন্তু এগ্রিমেন্টে 4 শতকের জায়গায় 8 শতক লিখে নেন মজিবুর। বিষয়টি বুঝতে পেরে অগ্রিম টাকা ফিরিয়ে রিজিয়া বিবি মজিবুরকে সাফ জানান, তিনি জমি বিক্রিতে রাজি নন।

এরপরেই দানেশ আলি নামে অন্য এক ব্যক্তির কাছে ফের ওই 4 শতক জমি বিক্রি করেন রিজিয়া। অন্যদিকে, জমি কিনতে না-পেরে শনিবার দুষ্কৃতীদের এনে সেই জমি দখলের চেষ্টা করেন মজিবুর। খবর পেয়ে রিজিয়া বিবির বাড়ির সামনে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয় ক্লাব সদস্যরা। নিমেষে সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। এরপরেই দুষ্কৃতীরা বোমাবাজি করার পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় ক্লাব সদস্য মাসুম আলি-সহ আরও কয়েকজন।

আরও পড়ুন: পুলিশ আধিকারিকের জমি দখল, থানায় অভিযোগ করেও মেলেনি সুরাহা

ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহলও। তবে এই ঘটনা নিয়ে জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজিয়া বিবি এ বিষয়ে বলেন, "আমি মজিবুরের কাছে 4 শতক জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এগ্রিমেন্টে 4 শতকের বদলে সে 8 শতক লিখে পুরো জমি হাতাতে চেয়েছিল। বিষয়টি জানতে পেরে আমি অগ্রিম টাকা ফিরিয়ে দিয়েছি। এখন সেই জমি দানেশ নামে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি। এখন জমি দখল করতে চাইছে মজিবুর। আজ কয়েকজন দুষ্কৃতী নিয়ে লাঠি-সোঁটা, বাঁশ, বোমা, পিস্তল নিয়ে জমি দখল করতে এসেছিল। স্থানীয় লোকজন এসে আমাকে বাঁচায়। এরপরেই মজিবুররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে আমি পুলিশে অভিযোগ দায়ের করব।"

জমি দখলকে কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ

মালদা, 17 ডিসেম্বর: জমি দখলকে (Land Occupy) কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ মালদার মালতিপুরে (Allegations of Firing and Bombing) ৷ বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকা এখনও থমথমে। চলছে পুলিশি টহলদারিও। যদিও ঘটনা নিয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালতিপুর হাসপাতাল সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের ধারে 8 শতক জমি রয়েছে রিজিয়া বিবির। রিজিয়াদেবীর স্বামীর মৃত্যু হয়েছে বেশ কয়েক বছর আগে। সংসার চালাতে নিজের 4 শতক জমি বিক্রির সিদ্ধান্ত নেন রিজিয়া বিবি। প্রতিবেশী মজিবুর রহমানের সঙ্গে ওই 4 শতক জমি বিক্রির চুক্তি (Agreement for Sale of Land) হয়। অভিযোগ, কিন্তু এগ্রিমেন্টে 4 শতকের জায়গায় 8 শতক লিখে নেন মজিবুর। বিষয়টি বুঝতে পেরে অগ্রিম টাকা ফিরিয়ে রিজিয়া বিবি মজিবুরকে সাফ জানান, তিনি জমি বিক্রিতে রাজি নন।

এরপরেই দানেশ আলি নামে অন্য এক ব্যক্তির কাছে ফের ওই 4 শতক জমি বিক্রি করেন রিজিয়া। অন্যদিকে, জমি কিনতে না-পেরে শনিবার দুষ্কৃতীদের এনে সেই জমি দখলের চেষ্টা করেন মজিবুর। খবর পেয়ে রিজিয়া বিবির বাড়ির সামনে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয় ক্লাব সদস্যরা। নিমেষে সেই বিবাদ সংঘর্ষের রূপ নেয়। এরপরেই দুষ্কৃতীরা বোমাবাজি করার পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্থানীয় ক্লাব সদস্য মাসুম আলি-সহ আরও কয়েকজন।

আরও পড়ুন: পুলিশ আধিকারিকের জমি দখল, থানায় অভিযোগ করেও মেলেনি সুরাহা

ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশবাহিনী। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। চলছে পুলিশি টহলও। তবে এই ঘটনা নিয়ে জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রিজিয়া বিবি এ বিষয়ে বলেন, "আমি মজিবুরের কাছে 4 শতক জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এগ্রিমেন্টে 4 শতকের বদলে সে 8 শতক লিখে পুরো জমি হাতাতে চেয়েছিল। বিষয়টি জানতে পেরে আমি অগ্রিম টাকা ফিরিয়ে দিয়েছি। এখন সেই জমি দানেশ নামে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছি। এখন জমি দখল করতে চাইছে মজিবুর। আজ কয়েকজন দুষ্কৃতী নিয়ে লাঠি-সোঁটা, বাঁশ, বোমা, পিস্তল নিয়ে জমি দখল করতে এসেছিল। স্থানীয় লোকজন এসে আমাকে বাঁচায়। এরপরেই মজিবুররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে আমি পুলিশে অভিযোগ দায়ের করব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.