ETV Bharat / state

হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন বিক্ষোভকারীদের - CAA

হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ । ট্রেনেও চালানো হয় ভাঙচুর । ব্যাহত হয় ট্রেন চলাচল ।

malda
রেললাইনে আগুন
author img

By

Published : Dec 14, 2019, 6:45 PM IST

Updated : Dec 14, 2019, 11:59 PM IST

মালদা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC প্রতিবাদে উত্তেজনা ছড়াল মালদার দুই প্রান্তে । একদিকে হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । ট্রেনেও চালানো হয় ভাঙচুর । ব্যাহত হয় ট্রেন চলাচল । অন্যদিকে কালিয়াচকে 34 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানায় মানুষ । তাতে যোগ দেন কালিয়াচকের পডু়য়ারা । এর জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল ।

আজ বিকেলে CAA ও NRC-র প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে । এই মিছিলে অংশ নেয় বহু মানুষ । সেই মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন ঢুকে পড়ে হরিশচন্দ্রপুর স্টেশনে । চালানো হয় ভাঙচুর । ভয়ে স্টেশন থেকে পালিয়ে যান কর্তব্যরত রেলকর্মীরা । এরপরই ক্ষুব্ধ জনতা রেললাইনে নেমে পড়ে । জ্বালিয়ে দেওয়া হয় আগুন । সেইসময় আপ লাইনে আসছিল কাটিহারগামী আদিন প্যাসেঞ্জার ট্রেন । আটকে দেওয়া হয় ট্রেনটিকে । ভাঙচুর চালানো হয় ইঞ্জিনে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ । সেখানে উপস্থিত ছিল RPFও । তারা ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করে স্টেশনের বাইরে নিয়ে আসে । এখনও পর্যন্ত আটকে রয়েছে আদিনা প্যাসেঞ্জার ট্রেন । এই ঘটনার জেরে হাওড়াগামী কাটিহার এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, সহর্ষা-শিয়ালদা এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।

malda
হরিশচন্দ্রপুরে রেললাইনে আগুন বিক্ষোভকারীরা

হরিশ্চন্দ্রপুর স্টেশনের বুকিং ক্লার্ক নূরজাহান বানু ভয়ে কাঁদতে কাঁদতে বলেন, "বিক্ষোভকারীরা আজ স্টেশনের প্রচুর ক্ষতি করেছে ৷ স্টেশনের সমস্ত কম্পিউটার ভেঙে দিয়েছে ৷ ওভারহেড তারও ছিড়ে দিয়েছে ৷ ওদের ভয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়েছিলাম ৷ পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে বের হয়ে এসেছি৷"

malda
কালিয়াচকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে ।

একই ইশুতে আজ বিকেলে কালিয়াচকে একটি প্রতিবাদ মিছিল বের করে কালিয়াচক কলেজের পড়ুয়ারা ৷ সেই মিছিলে এলাকার অনেক মানুষও অংশ নেয় ৷ পরে কয়েক হাজার মানুষ কালিয়াচক চৌরঙ্গি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷ একইভাবে বিক্ষোভ দেখানো হয় সেই থানার জালালপুর এলাকা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের উপরেও ৷ এর জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে৷

CAA ও NRC নিয়ে উত্তাল মালদ । দেখুন ভিডিয়ো...

কালিয়াচক কলেজের এক পড়ুয়া তৌসিফ আহমেদ বলেন, "কেন্দ্রীয় সরকারের NRC ও CAA অসংবিধানিক । এর ফলে সংবিধান ভাঙা হয়েছে । এই আইনের বিরোধিতায় সারা দেশে আগুন জ্বলছে । এই রাজ্যেও আগুন জ্বলতে শুরু করেছে । আজ আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি । তবে, আমরা কোনও ধর্ম বা জাতি নিয়ে মিছিল করছি না । এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই ।"

গতকাল থেকেই CAA ও NRC-কে কেন্দ্র করে তপ্ত হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ । আজও জায়গায় জায়গায় অব্যাহত অশান্তি । বেশ কিছু জায়গায় রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল । ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন ।

মালদা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও NRC প্রতিবাদে উত্তেজনা ছড়াল মালদার দুই প্রান্তে । একদিকে হরিশ্চন্দ্রপুরে রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় । ট্রেনেও চালানো হয় ভাঙচুর । ব্যাহত হয় ট্রেন চলাচল । অন্যদিকে কালিয়াচকে 34 নম্বর জাতীয় সড়কে আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানায় মানুষ । তাতে যোগ দেন কালিয়াচকের পডু়য়ারা । এর জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল ।

আজ বিকেলে CAA ও NRC-র প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে । এই মিছিলে অংশ নেয় বহু মানুষ । সেই মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন ঢুকে পড়ে হরিশচন্দ্রপুর স্টেশনে । চালানো হয় ভাঙচুর । ভয়ে স্টেশন থেকে পালিয়ে যান কর্তব্যরত রেলকর্মীরা । এরপরই ক্ষুব্ধ জনতা রেললাইনে নেমে পড়ে । জ্বালিয়ে দেওয়া হয় আগুন । সেইসময় আপ লাইনে আসছিল কাটিহারগামী আদিন প্যাসেঞ্জার ট্রেন । আটকে দেওয়া হয় ট্রেনটিকে । ভাঙচুর চালানো হয় ইঞ্জিনে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ । সেখানে উপস্থিত ছিল RPFও । তারা ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করে স্টেশনের বাইরে নিয়ে আসে । এখনও পর্যন্ত আটকে রয়েছে আদিনা প্যাসেঞ্জার ট্রেন । এই ঘটনার জেরে হাওড়াগামী কাটিহার এক্সপ্রেস, রাধিকাপুর এক্সপ্রেস, সহর্ষা-শিয়ালদা এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।

malda
হরিশচন্দ্রপুরে রেললাইনে আগুন বিক্ষোভকারীরা

হরিশ্চন্দ্রপুর স্টেশনের বুকিং ক্লার্ক নূরজাহান বানু ভয়ে কাঁদতে কাঁদতে বলেন, "বিক্ষোভকারীরা আজ স্টেশনের প্রচুর ক্ষতি করেছে ৷ স্টেশনের সমস্ত কম্পিউটার ভেঙে দিয়েছে ৷ ওভারহেড তারও ছিড়ে দিয়েছে ৷ ওদের ভয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়েছিলাম ৷ পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে বের হয়ে এসেছি৷"

malda
কালিয়াচকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে ।

একই ইশুতে আজ বিকেলে কালিয়াচকে একটি প্রতিবাদ মিছিল বের করে কালিয়াচক কলেজের পড়ুয়ারা ৷ সেই মিছিলে এলাকার অনেক মানুষও অংশ নেয় ৷ পরে কয়েক হাজার মানুষ কালিয়াচক চৌরঙ্গি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷ একইভাবে বিক্ষোভ দেখানো হয় সেই থানার জালালপুর এলাকা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের উপরেও ৷ এর জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে৷

CAA ও NRC নিয়ে উত্তাল মালদ । দেখুন ভিডিয়ো...

কালিয়াচক কলেজের এক পড়ুয়া তৌসিফ আহমেদ বলেন, "কেন্দ্রীয় সরকারের NRC ও CAA অসংবিধানিক । এর ফলে সংবিধান ভাঙা হয়েছে । এই আইনের বিরোধিতায় সারা দেশে আগুন জ্বলছে । এই রাজ্যেও আগুন জ্বলতে শুরু করেছে । আজ আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি । তবে, আমরা কোনও ধর্ম বা জাতি নিয়ে মিছিল করছি না । এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই ।"

গতকাল থেকেই CAA ও NRC-কে কেন্দ্র করে তপ্ত হতে শুরু করেছে পশ্চিমবঙ্গ । আজও জায়গায় জায়গায় অব্যাহত অশান্তি । বেশ কিছু জায়গায় রেল লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল । ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন ।

Intro:মালদা, ১৪ ডিসেম্বর : এনআরসি ও সিএএ-এর বিরোধিতায় ক্রমশ তপ্ত হচ্ছে মালদা জেলাও। প্রতিবাদের আগুন জ্বালানো হয়েছে হরিশ্চন্দ্রপুরের রেল লাইনে। আজ বিকেলে হরিশ্চন্দ্রপুর স্টেশনে লাইনে আগুন জ্বালিয়ে দেয় প্রতিবাদীরা। আটকে পড়ে কাটিহার-মালদা প্যাসেঞ্জার। বিক্ষোভকারীরা ট্রেনে ভাঙচুরও চালায়। এখনও সেই ট্রেন একই জায়গায় অবরুদ্ধ হয়ে রয়েছে।Body:শুধু স্টেশনেই নয়, বিক্ষোভকারীরা এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর থানার সামনেও জমায়েত করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে স্টেশনে আরপিএফ বাহিনীর সঙ্গে রয়েছে জেলা পুলিশও। Conclusion:তবে এখনও এনিয়ে রেল কিংবা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Last Updated : Dec 14, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.