মালদা, 11 ফেব্রুয়ারি: নিজেদের ধর্মের কোড সহ ছ'দফা দাবিতে শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধ শুরু করেছেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ ৷ মালদায় সকাল সাড়ে 7টা থেকে শুরু হয় রেল অবরোধ ৷ তার জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন ৷ এর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ও শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনও রয়েছে ৷ এখনও পর্যন্ত পুরনো মালদার আদিনা স্টেশনে অবরোধ চলছে ৷ পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছে আরপিএফ (Railway Protection Force) ৷
আজ আদিবাসী সমাজের বীর শহিদ তিলকা মুর্মুর (Tilka Murmu Birth Anniversary) জন্মজয়ন্তী ৷ আদিবাসীরা প্রকৃতির পূজারী এবং তাদের ধর্মের নাম সারনা ৷ সংবিধানে এই ধর্মের কোড অন্তর্ভুক্তির দাবিতে বিগত কয়েক বছর ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে ৷ কিন্তু তাদের সেই দাবি পূরণ হয়নি ৷ তাই এবার বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে আদিবাসী সমাজ ৷ আজ তিলকা মুর্মুর জন্মদিন থেকে বিভিন্ন রাজ্যে রেল-রোড চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে ৷ এর সঙ্গে ঝাড়খণ্ডের গিরিডি জেলার পরেশনাথ পাহাড়েরও দাবি তুলেছে তারা ৷ তাদের বক্তব্য, তাদের আরাধ্য মারাং বুরু পরেশনাথ পাহাড়ে থাকেন ৷ কিন্তু অন্য ধর্মের মানুষজন সেই পাহাড় দখল করে রেখেছে ৷ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও সেকথা লিখিতভাবে ভারত সরকারকে জানিয়েছেন ৷ 1911 সালে এ নিয়ে একটি মামলা হয় ৷ তার রায় আদিবাসীদের পক্ষে গিয়েছিল ৷ এবার পাহাড় ফিরিয়ে দিতে হবে ৷
আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে অবরোধ আদিবাসী সেঙ্গেল অভিযানের, চরম ভোগান্তি যাত্রীদের
শনিবার সকালে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আদিনা স্টেশনে রেল অবরোধ হয় ৷ প্রথমে ভিড় না থাকলেও বেলার দিকে আদিবাসীদের সংখ্যা বাড়তে থাকে ৷ সকাল সাড়ে 10টা নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তারা সেখানে পৌঁছন ৷ তাঁরা মাইকে 10 মিনিটের মধ্যে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন ৷ কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি ৷ এমনকী পুলিশ কিংবা আরপিএফের আবেদনেও কাজ হয়নি ৷ উপরন্তু তারা জানিয়ে দেয়, পুলিশ কিংবা আরপিএফ জোর করে এই অবরোধ তুলতে গেলে যদি আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়, তার জন্য দায়ী থাকবে প্রশাসনই ৷
অবরোধস্থলে উপস্থিত আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সভাপতি মোহন হাঁসদা বলেন, "সারনা ধর্মের কোড, মারাং বুরুর বাসভূমি পরেশনাথ পাহাড়-সহ মোট ছ’দফা দাবিতে আজ আমরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহাড়, ওড়িশা ও অসমে রেল ও জাতীয় সড়ক অবরোধে নেমেছি ৷ সারনা ধর্মের পৃথক কলম কোডের দাবিতে আমরা অনেকদিন ধরে আন্দোলন করছি ৷ কেন্দ্রীয় সরকার আদিবাসীদের কোনও গুরুত্ব দিচ্ছে না ৷ অথচ আমরাই এদেশের ভূমিপুত্র ৷ আজ আমরা কেন্দ্রীয় সরকারকে শেষবারের মতো সতর্ক করছি ৷ এরপরেও আমাদের দাবি পূরণ না হলে আগামী 11 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধ করব ৷ আজ শুধু তার ট্রেলার চলছে ৷"
এদিকে আদিবাসীদের রেল অবরোধের জেরে মালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস, সামসী স্টেশনে দাঁড়িয়ে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস, জামিরঘাটা স্টেশনে ত্রিবান্দ্রম-তিনসুকিয়া এক্সপ্রেস, মালদা স্টেশনে দাঁড়িয়ে মালদা-বালুরঘাট প্যাসেঞ্জার এবং মালদা-কাটিহার প্যাসেঞ্জার, নবদ্বীপ ধাম-মালদা আটকে রয়েছে গৌড় মালদা স্টেশনে, একলাখি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস এবং কুমারগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে কলকাতাগামী কুলিক এক্সপ্রেস ৷
আরও পড়ুন: আদিবাসী সম্প্রদায়ের 'সারি-সারনা' ধর্মের স্বীকৃতিতে বিল আনছে রাজ্য