ETV Bharat / state

Malda Chaos পিস্তল নিয়ে সারা গ্রামে দুষ্কৃতী তাণ্ডব চালানোয় গ্রেফতার এক - ক্ষুব্ধ গ্রামবাসীরা মালদা থানায় অভিযোগ করেন

পুরাতন মালদার ছোট কাদিরপুর গ্রামের ছেলেরাও প্রতিদিন বিকেল হলেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ে। দিন তিনেক আগে সেই খেলা নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হয় (Malda Chaos)। অভিযোগ, সেই ঝামেলার পর থেকেই পিস্তল উঁচিয়ে গ্রাম দাপিয়ে বেড়াত ওই গ্রামেরই সায়ন নামে এক যুবক। গতকাল রাতে তার দাপট চরমে ওঠে। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Accused Arrested with Pistol) ৷

Malda Chaos
পিস্তল নিয়ে দুষ্কৃতীর তাণ্ডব, গ্রেফতার এক
author img

By

Published : Aug 23, 2022, 4:28 PM IST

Updated : Aug 23, 2022, 4:58 PM IST

মালদা, 23 অগস্ট: মালদায় ফুটবল খেলা নিয়ে ঝামেলা (Malda Chaos) ৷ ঝামেলা থেকে পিস্তল নিয়ে গ্রামে তাণ্ডব ৷ চাঞ্চল্য মালদায় ৷ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয় (Accused Arrested with Pistol) ৷

ক্ষুব্ধ গ্রামবাসীরা মঙ্গলবার সায়নের নামে মালদা থানায় অভিযোগ জানান। খবর পেয়ে এদিনই ওই গ্রামে যান পুলিশকর্মীরা। পুলিশদের দেখে সায়ন পালাতে থাকে ৷ ধাওয়া করে তারা সায়নকে ধরে ফেলে। সায়নের কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি সাত মিলিমিটার পিস্তল। সায়নের বয়স 26 বছর। কুখ্যাত সমাজবিরোধী হিসাবে এলাকায় পরিচিতি রয়েছে তার। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। তার সঙ্গীও রয়েছে ৷ কিন্তু সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলার জেরে সে যে গোটা গ্রামকে আতঙ্কে রাখতে পারে তা বুঝতে পারেননি কেউই। পুলিশে অভিযোগ করলেও তার সঙ্গীদের ভয়ে গ্রামের কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি নন।

আরও পড়ুন: খিচুড়িতে কেন্নো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

এদিন মালদা থানার এসআই (SI) তরুণ রায় আগ্নেয়াস্ত্র-সহ সায়নকে গ্রেফতার করেন। কিন্তু তার কাছ থেকে কোনও কার্তুজ পাওয়া যায়নি। মালদা থানার পুলিশ জানিয়েছে, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী (BJP Candidate) গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় অন্যতম অভিযুক্ত সায়ন। তার বিরুদ্ধে আরও অনেক মামলাও রয়েছে। আগামিকাল তাকে জেলা আদালতে পেশ করা হবে।

মালদা, 23 অগস্ট: মালদায় ফুটবল খেলা নিয়ে ঝামেলা (Malda Chaos) ৷ ঝামেলা থেকে পিস্তল নিয়ে গ্রামে তাণ্ডব ৷ চাঞ্চল্য মালদায় ৷ মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করা হয় (Accused Arrested with Pistol) ৷

ক্ষুব্ধ গ্রামবাসীরা মঙ্গলবার সায়নের নামে মালদা থানায় অভিযোগ জানান। খবর পেয়ে এদিনই ওই গ্রামে যান পুলিশকর্মীরা। পুলিশদের দেখে সায়ন পালাতে থাকে ৷ ধাওয়া করে তারা সায়নকে ধরে ফেলে। সায়নের কাছ থেকে বাজেয়াপ্ত হয় একটি সাত মিলিমিটার পিস্তল। সায়নের বয়স 26 বছর। কুখ্যাত সমাজবিরোধী হিসাবে এলাকায় পরিচিতি রয়েছে তার। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। তার সঙ্গীও রয়েছে ৷ কিন্তু সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলার জেরে সে যে গোটা গ্রামকে আতঙ্কে রাখতে পারে তা বুঝতে পারেননি কেউই। পুলিশে অভিযোগ করলেও তার সঙ্গীদের ভয়ে গ্রামের কেউ সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি নন।

আরও পড়ুন: খিচুড়িতে কেন্নো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

এদিন মালদা থানার এসআই (SI) তরুণ রায় আগ্নেয়াস্ত্র-সহ সায়নকে গ্রেফতার করেন। কিন্তু তার কাছ থেকে কোনও কার্তুজ পাওয়া যায়নি। মালদা থানার পুলিশ জানিয়েছে, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থী (BJP Candidate) গোপালচন্দ্র সাহাকে গুলি করার ঘটনায় অন্যতম অভিযুক্ত সায়ন। তার বিরুদ্ধে আরও অনেক মামলাও রয়েছে। আগামিকাল তাকে জেলা আদালতে পেশ করা হবে।

Last Updated : Aug 23, 2022, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.