ETV Bharat / state

Minor Girl Raped in Malda: মালদায় যুবকের লালসার শিকার মূক ও বধির কিশোরী - মালদায় লালসার শিকার মূক ও বধির এক কিশোরী

লালসার শিকার মূক ও বধির কিশোরী । অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে এক যুবক । কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ (A Accused Arrested on Minor Girl Rape)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভা এলাকায় । ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে । ধৃতের জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক ।

Minor Girl Rape in Malda
লালসার শিকার হল মূক ও বধির কিশোরী
author img

By

Published : Aug 9, 2022, 6:43 PM IST

মালদা, 9 অগস্ট: মালদায় লালসার শিকার মূক ও বধির এক কিশোরী । কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (A Accused Arrested on Minor Girl Rape)৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক।

নির্যাতিতা কিশোরীর বয়স 15 বছর । সে অষ্টম শ্রেণির ছাত্রী । তার মায়ের অভিযোগ, গতকাল দুপুরে তিনি টেলিভিশন আনতে দোকানে গিয়েছিলেন । সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, একটি ছেলে তাঁর বাড়ির সামনে পার্কিং করে রাখা বাইক চালিয়ে চলে গেল । ঘরে ঢুকতেই মেয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে ।

মেয়ে তাঁকে আকারে ইঙ্গিতে জানায়, ওই ছেলেটি তাকে যৌন নিগ্রহ করেছে । তিনি সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে মালদা থানায় যান । গোটা ঘটনা থানায় জানান তিনি । তখনই পুলিশ তাঁদের এলাকায় তদন্তে যায় । রাতে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে আসে । তাঁদের সামনেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে । ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতার মা ।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক

তাঁর মেয়ে বাড়ি থেকে কোথাও বেরোয় না । সে কথা বলতে পারে না । ভালো করে শুনতেও পায় না । তাঁর মেয়েকে যে ধর্ষণ করেছে, তার কঠোর শাস্তি দাবি করেন তিনি । মালদা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় কিশোরী ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়েছে । নিগৃহীতা কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে । তাকে এখন সরকারি হোমে রাখা হয়েছে ।

মালদা, 9 অগস্ট: মালদায় লালসার শিকার মূক ও বধির এক কিশোরী । কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (A Accused Arrested on Minor Girl Rape)৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন মুখ্য দায়রা বিচারক।

নির্যাতিতা কিশোরীর বয়স 15 বছর । সে অষ্টম শ্রেণির ছাত্রী । তার মায়ের অভিযোগ, গতকাল দুপুরে তিনি টেলিভিশন আনতে দোকানে গিয়েছিলেন । সেখান থেকে বাড়ি ফেরার সময় তিনি দেখেন, একটি ছেলে তাঁর বাড়ির সামনে পার্কিং করে রাখা বাইক চালিয়ে চলে গেল । ঘরে ঢুকতেই মেয়ে তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে ।

মেয়ে তাঁকে আকারে ইঙ্গিতে জানায়, ওই ছেলেটি তাকে যৌন নিগ্রহ করেছে । তিনি সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে মালদা থানায় যান । গোটা ঘটনা থানায় জানান তিনি । তখনই পুলিশ তাঁদের এলাকায় তদন্তে যায় । রাতে অভিযুক্ত যুবককে ধরে নিয়ে আসে । তাঁদের সামনেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে । ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতার মা ।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশি যুবক

তাঁর মেয়ে বাড়ি থেকে কোথাও বেরোয় না । সে কথা বলতে পারে না । ভালো করে শুনতেও পায় না । তাঁর মেয়েকে যে ধর্ষণ করেছে, তার কঠোর শাস্তি দাবি করেন তিনি । মালদা থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় কিশোরী ধর্ষণ-সহ পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়েছে । নিগৃহীতা কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে । তাকে এখন সরকারি হোমে রাখা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.