ETV Bharat / state

মালদায় একদিনে রেকর্ড সংক্রমিত 97

author img

By

Published : Jul 30, 2020, 6:53 PM IST

মালদা জেলায় কোরোনায় রেকর্ড আক্রান্ত একদিনে । 97 জনের লালারসে কোরোনা ভাইরাস মিলেছে । মোট আক্রান্ত 2122 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 12 জনের ।

97 covid positive cases are found in malda
97 covid positive cases are found in malda

মালদা, 30 জুলাই : গত 24 ঘণ্টায় জেলায় নতুন সংক্রমণ ধরা পড়েছে 97 জনের লালারসে ৷ এ নিয়ে জেলায় মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা হল 2122 ৷ এরই মধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে ৷ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি রয়েছেন জেলার কোরোনা নোডাল অফিসার ৷ এতে সমস্যা যে আরও বাড়বে, তা মেনে নিচ্ছেন বিভাগের কর্মীদের একাংশ ৷

97 জন আক্রান্তের এই সংখ্যা জেলায় কোনও একদিনে সংক্রমণের ক্ষেত্রে নতুন রেকর্ড ৷ এর মধ্যে রতুয়া, মানিকচক ও পুরাতন মালদায় সংক্রমণ বেশি ৷ এছাড়াও জেলার প্রায় সব জায়গাতেই সংক্রমিতের সন্ধান মিলেছে ।

এদিকে গতকাল রাতে কোরোনা পজিটিভ এক ব্যক্তির মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া নিয়ে মালদা মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ 54 বছর বয়সী ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গাজোলের শাসকদলের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন ৷ 28 জুলাই ওই ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । 29 জুলাই দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । পরে পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । পরিবারের সদস্যরা গ্রামে তাঁর দেহ কবরস্থ করে ৷

প্রশ্ন উঠেছে, গতকাল দুপুরে ওই ব্যক্তির লালারসের নমুনা নেওয়া হলে তার রিপোর্ট এত তাড়াতাড়ি চলে এল কি করে? যদিও এনিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ এঁটেছেন মেডিকেল কর্তৃপক্ষ ৷ সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (1) কোরোনা সংক্রমিত হয়েছিলেন ৷ এখনও তাঁরা সুস্থ হয়ে কাজে যোগ দেননি ৷ তাঁদের অবর্তমানে একা হাতে দপ্তর সামাল দিচ্ছিলেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (2)৷ বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ফলে আধিকারিকদের অবর্তমানে জেলায় কোরোনা সামাল দিতে ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ।

মালদা, 30 জুলাই : গত 24 ঘণ্টায় জেলায় নতুন সংক্রমণ ধরা পড়েছে 97 জনের লালারসে ৷ এ নিয়ে জেলায় মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা হল 2122 ৷ এরই মধ্যে জেলা স্বাস্থ্য দপ্তর কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে ৷ বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে ভরতি রয়েছেন জেলার কোরোনা নোডাল অফিসার ৷ এতে সমস্যা যে আরও বাড়বে, তা মেনে নিচ্ছেন বিভাগের কর্মীদের একাংশ ৷

97 জন আক্রান্তের এই সংখ্যা জেলায় কোনও একদিনে সংক্রমণের ক্ষেত্রে নতুন রেকর্ড ৷ এর মধ্যে রতুয়া, মানিকচক ও পুরাতন মালদায় সংক্রমণ বেশি ৷ এছাড়াও জেলার প্রায় সব জায়গাতেই সংক্রমিতের সন্ধান মিলেছে ।

এদিকে গতকাল রাতে কোরোনা পজিটিভ এক ব্যক্তির মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া নিয়ে মালদা মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ 54 বছর বয়সী ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গাজোলের শাসকদলের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন ৷ 28 জুলাই ওই ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । 29 জুলাই দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । পরে পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ । পরিবারের সদস্যরা গ্রামে তাঁর দেহ কবরস্থ করে ৷

প্রশ্ন উঠেছে, গতকাল দুপুরে ওই ব্যক্তির লালারসের নমুনা নেওয়া হলে তার রিপোর্ট এত তাড়াতাড়ি চলে এল কি করে? যদিও এনিয়ে প্রশ্ন করা হলে মুখে কুলুপ এঁটেছেন মেডিকেল কর্তৃপক্ষ ৷ সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

আগেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (1) কোরোনা সংক্রমিত হয়েছিলেন ৷ এখনও তাঁরা সুস্থ হয়ে কাজে যোগ দেননি ৷ তাঁদের অবর্তমানে একা হাতে দপ্তর সামাল দিচ্ছিলেন সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক (2)৷ বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । ফলে আধিকারিকদের অবর্তমানে জেলায় কোরোনা সামাল দিতে ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.