ETV Bharat / state

উদ্ধার 7 লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার 1

আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হানা দেয় এনায়েতপুরে । মালদা-মানিকচক রাজ্য সড়কে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালায় পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় জাল নোট ।

7 লাখ টাকার জাল নোট
author img

By

Published : May 26, 2019, 1:54 PM IST

মালদা, 26 মে : 7 লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল এক পাচারকারী । তার নাম দিলওয়ার হোসেন । বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হানা দেয় এনায়েতপুরে । মালদা-মানিকচক রাজ্য সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালায় পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 7 লাখ টাকার জাল নোট । এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মানিকচক থানায় নিয়ে যাওয়া হয় । প্রাথমিকভাবে তাকে জেরা করেন মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী । খবর পেয়ে থানায় আসেন DSP (সদর) বিপুল মজুমদার । তিনিও দিলওয়ারকে জেরা করেন ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকা মূল্যের । মালদায় জাল নোট পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় । তবে কালিয়াচক ও বৈষ্ণবনগর জাল নোট পাচারের অন্যতম এলাকা হিসেবে পরিচিত থাকলেও মানিকচকের নাম এতদিন খুব একটা শোনা যায়নি । মানিকচকের পাশেই গঙ্গা, আর তা পেরোলেই ঝাড়খণ্ড । তবে কি পাচারকারীরা জাল নোট পাচারের নতুন রুট শুরু করেছে ? বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে ।

মালদা, 26 মে : 7 লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল এক পাচারকারী । তার নাম দিলওয়ার হোসেন । বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হানা দেয় এনায়েতপুরে । মালদা-মানিকচক রাজ্য সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালায় পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 7 লাখ টাকার জাল নোট । এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মানিকচক থানায় নিয়ে যাওয়া হয় । প্রাথমিকভাবে তাকে জেরা করেন মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী । খবর পেয়ে থানায় আসেন DSP (সদর) বিপুল মজুমদার । তিনিও দিলওয়ারকে জেরা করেন ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকা মূল্যের । মালদায় জাল নোট পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় । তবে কালিয়াচক ও বৈষ্ণবনগর জাল নোট পাচারের অন্যতম এলাকা হিসেবে পরিচিত থাকলেও মানিকচকের নাম এতদিন খুব একটা শোনা যায়নি । মানিকচকের পাশেই গঙ্গা, আর তা পেরোলেই ঝাড়খণ্ড । তবে কি পাচারকারীরা জাল নোট পাচারের নতুন রুট শুরু করেছে ? বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে ।

Intro:মালদা, ২৬ মেঃ ৭ লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ৷ ধৃত ব্যক্তির নাম দিলওয়ার হোসেন৷ বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায়৷ ধৃত পাচারকারীকে আজ জেলা আদালতে তোলা হবে৷Body:মালদা জেলায় জাল নোট পাচারকারীর এক বড়ো চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ আজ সকালে মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় মানিকচকের এনায়েতপুরে৷ মালদা-মানিকচক রাজ্য সড়কে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই ওই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ৭ লক্ষ টাকার জাল নোট৷ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মানিকচক থানায়৷ প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন থানার ওসি দেবব্রত চক্রবর্তী৷ খবর পেয়ে থানায় ছুটে যান ডিএসপি (সদর) বিপুল মজুমদার৷ এই মুহূর্তে তাঁরা দুজনে দিলওয়ারকে জেরা করছেন৷Conclusion:মানিকচক থানার পুলিশের একটি অংশ জানাচ্ছে, উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২ হাজার টাকার৷ দিলওয়ার এর আগেও জালনোট পাচারের কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ কালিয়াচক ও বৈষ্ণবনগর জাল নোট পাচারের অন্যতম কেন্দ্র হলেও মানিকচকের নাম এত দিন খুব একটা উঠে আসেনি৷ তবে মানিকচকের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা পেরোলেই ঝাড়খণ্ড৷ তাহলে কি পাচারকারীরা জালনোট দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নতুন রুট চালু করেছে! এটাই এখন পুলিশের কাছে লাখ টাকার প্রশ্ন৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.