মালদা, 26 মে : 7 লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল এক পাচারকারী । তার নাম দিলওয়ার হোসেন । বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকায় । গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে মানিকচক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ।
আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হানা দেয় এনায়েতপুরে । মালদা-মানিকচক রাজ্য সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালায় পুলিশ । ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় 7 লাখ টাকার জাল নোট । এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মানিকচক থানায় নিয়ে যাওয়া হয় । প্রাথমিকভাবে তাকে জেরা করেন মানিকচক থানার OC দেবব্রত চক্রবর্তী । খবর পেয়ে থানায় আসেন DSP (সদর) বিপুল মজুমদার । তিনিও দিলওয়ারকে জেরা করেন ।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটগুলি 2 হাজার টাকা মূল্যের । মালদায় জাল নোট পাচারচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় । তবে কালিয়াচক ও বৈষ্ণবনগর জাল নোট পাচারের অন্যতম এলাকা হিসেবে পরিচিত থাকলেও মানিকচকের নাম এতদিন খুব একটা শোনা যায়নি । মানিকচকের পাশেই গঙ্গা, আর তা পেরোলেই ঝাড়খণ্ড । তবে কি পাচারকারীরা জাল নোট পাচারের নতুন রুট শুরু করেছে ? বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে ।