ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার 6 পাচারকারী - india - Bangladesh border

BSF -এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতরাতে শোভাপুর BPO-তে টহল দেওয়ার সময় কয়েকজন দুষ্কৃতীকে গোরু পাচারের চেষ্টা করতে দেখেন ৷ তাদের ধাওয়া করে BSF জওয়ানরা 4 টি গোরু ও 4 টি মোবাইল সহ 6 পাচারকারীকে গ্রেপ্তার করে ৷

গ্রেপ্তার হওয়া পাচারকারীরা
author img

By

Published : Aug 26, 2019, 10:27 PM IST

মালদা, 26 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার দু'জন বাংলাদেশি ও চারজন ভারতীয় গোরু পাচারকারী ৷ উদ্ধার 4 টি গোরুও ৷ ধৃতদের নাম সইফুদ্দিন শেখ (45), হাজিকুল শেখ (22), আলিনজের শেখ (21), তন্ময় মণ্ডল (18), মহম্মদ মোকিন (18) ও মহম্মদ মোমিন (23) ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় ৷

দেখুন ভিডিয়ো

গতরাতে BSF -এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শোভাপুর BPO-তে টহল দেওয়ার সময় কিছু দুষ্কৃতীদের গোরু পাচারের চেষ্টা করতে দেখেন ৷ তাদের ধাওয়া করে BSF জওয়ানরা 4 টি গোরু ও 4 টি মোবাইল সহ 6 পাচারকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের মধ্যে সইফুদ্দিন, হাজিকুল, আলিনজ ও তন্ময় বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ও শবদলপুরের বাসিন্দা ৷ মহম্মদ মোকিম বাংলাদেশের ডাঙ্কি পাড়া ও মহম্মদ মোমিন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা ৷ পাচারকারীদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বর্ডার সীমান্তরক্ষী বাহিনী ৷

বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে খবর , ধৃতদের বিরুদ্ধে IPC 379/411/413 /414/188/34 ও 14F ধারায় মামলা রুজু করে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় । আদালত সূত্রে জানা গেছে , বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

মালদা, 26 অগাস্ট : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার দু'জন বাংলাদেশি ও চারজন ভারতীয় গোরু পাচারকারী ৷ উদ্ধার 4 টি গোরুও ৷ ধৃতদের নাম সইফুদ্দিন শেখ (45), হাজিকুল শেখ (22), আলিনজের শেখ (21), তন্ময় মণ্ডল (18), মহম্মদ মোকিন (18) ও মহম্মদ মোমিন (23) ৷ ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় ৷

দেখুন ভিডিয়ো

গতরাতে BSF -এর 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শোভাপুর BPO-তে টহল দেওয়ার সময় কিছু দুষ্কৃতীদের গোরু পাচারের চেষ্টা করতে দেখেন ৷ তাদের ধাওয়া করে BSF জওয়ানরা 4 টি গোরু ও 4 টি মোবাইল সহ 6 পাচারকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের মধ্যে সইফুদ্দিন, হাজিকুল, আলিনজ ও তন্ময় বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ও শবদলপুরের বাসিন্দা ৷ মহম্মদ মোকিম বাংলাদেশের ডাঙ্কি পাড়া ও মহম্মদ মোমিন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা ৷ পাচারকারীদের বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বর্ডার সীমান্তরক্ষী বাহিনী ৷

বৈষ্ণবনগর থানার পুলিশ সূত্রে খবর , ধৃতদের বিরুদ্ধে IPC 379/411/413 /414/188/34 ও 14F ধারায় মামলা রুজু করে সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় । আদালত সূত্রে জানা গেছে , বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Intro:মালদা, ২৬ অগাস্ট: গতকাল রাতে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে চারটি গোরু সহ দুজন বাংলাদেশি ও চারজন ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে।Body:গতকাল রাতে বিএসএফের ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা শোভাপুর বিওপিতে টহলদারিতে থাকাকালীন কিছু দুষ্কৃতীকে গোরু পাচারের চেষ্টা করতে দেখে। ধাওয়া করে বিএসএফ জওয়ানরা চারটি গরু, চারটি মোবাইল সহ ৬ পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের নাম সাইফুদ্দিন শেখ (৪৫), হাজিকুল শেখ (২২), আলিনজের শেখ (২১), তন্ময় মণ্ডল (১৮), মহম্মদ মোকিন (১৮) ও মহম্মদ মোমিন (২৩)। সইফুদ্দিন, হাজিকুল, আলিনজের ও তন্ময় বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর ও শবদলপুরের বাসিন্দা। মহঃ মোকিম বাংলাদেশের ডাঙ্কি পাড়া ও মহঃ মোমিন চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। ধৃত পাচারকারীদের বৈষ্ণবনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।Conclusion:বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে IPC 379/411/413 /414/188/34 ও 14F ধারায় মামলা রুজু করে সাত দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.