মালদা, 5 এপ্রিল : কাপড়ের দোকানে বড়সড় ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা ৷ কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেল তারা ৷ গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 2 ব্লকের কুতুবগঞ্জ এলাকায় ৷ ধৃতদের থেকে ডাকাতির একাধিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুখুরিয়া থানার পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে একটি ছোট গাড়িও ৷ সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ৷
নির্বাচনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়েই চলছে পুলিশের নাকা তল্লাশি ৷ কুতুবগঞ্জেও নাকা চেক পয়েন্ট তৈরি করা হয়েছে ৷ গতকাল রাতে সেখানে নাকা তল্লাশি চালাচ্ছিলেন খোদ পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী ৷ গভীর রাতে ওই রাস্তা দিয়ে মালদার দিক থেকে চাঁচলের দিকে যাচ্ছিল একটি ছোট গাড়ি ৷ সেই গাড়িতে তল্লাশি চালাতেই দেখা যায়, গাড়িতে রয়েছে ডাকাতির একাধিক সরঞ্জাম ৷ তল্লাশি চালাতে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ অন্য অস্ত্রশস্ত্রও ৷ এরপরেই পুলিশ গাড়ি থেকে ছ’জনকে গ্রেফতার করে ৷ ধৃতরা হল বৈষ্ণবনগর থানার নতুন খেজুরিয়া কলোনির প্রশান্ত মণ্ডল ওরফে পিকলু, বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর কানাইটোলা গ্রামের সন্তোষ মণ্ডল, ওই একই থানার পুরানো 17 মাইল এলাকার ছোটন সাহা, একই থানার ছোট চামাগ্রামের শ্রীনিবাস মণ্ডল ওরফে বুলেট, মোথাবাড়ি থানার মেঘুটোলা গ্রামের বাবলু মণ্ডল এবং কালিয়াচক থানার নতুন তিনঘরিয়া গ্রামের উজ্জ্বল মণ্ডল ৷
আরও পড়ুন : মালদায় ব্যাঙ্কে ডাকাতি করতে গিয়ে ধৃত বাংলাদেশি
এদের বয়স 23 থেকে 42 বছরের মধ্যে৷ তাদের হেপাজত থেকে একটি পাইপগান, তিন রাউন্ড কার্তুজ, একটি রাম দা, গ্যাস কাটার, অক্সিজেন সিলিন্ডার সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করেছে৷ পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, চাঁচলের একটি বড় কাপড়ের দোকানে ডাকাতির ছক ছিল তাদের ৷
আজ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “পুখুরিয়া থানার পুলিশ ও ওসি খুব ভালো কাজ করেছেন৷ অপরাধ করার আগেই আমরা একটি ডাকাতদলকে ধরতে পেরেছি৷ নাকা তল্লাশিতেই ওই ডাকাতদলটি ধরা পড়েছে৷ ওদের গাড়ি থেকে ডাকাতির নানাবিধ সরঞ্জাম ও হাতিয়ার উদ্ধার হয়েছে৷ ডাকাতি করাই তাদের উদ্দেশ্য ছিল৷ আজ তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷”