ETV Bharat / state

মালদা শহরে বন্ধ লালারসের নমুনা পরীক্ষা ! - Malda corona

মালদা শহরে বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 53 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷

53 persons tested corona positive in Malda
মালদায় নতুন করে কোরোনা আক্রান্ত 53 জন
author img

By

Published : Jul 28, 2020, 12:27 PM IST

Updated : Jul 28, 2020, 12:56 PM IST

মালদা, 28 জুলাই : মালদা জেলায় বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছে 53 জন ৷ এর মধ্যে মালদা শহরের 15 জন বাসিন্দা রয়েছেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 হাজার 984 জন ৷ শুধুমাত্রা মালদা শহরেই সংক্রমিত হয়েছেন 466 জন ৷ অপরদিকে, শহরে কোরোনা আক্রান্তদের মৃতের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন ৷ গতকাল পুরাতন মালদার কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে এক কোরোনা আক্রান্ত ব্যক্তির ৷ গত 16 জুলাই থেকে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

শহরবাসীর অভিযোগ, স্বাস্থ্যবিভাগ ও ইংরেজবাজার পৌর প্রশাসন সঠিকভাবে লালারসের নমুনা সংগ্রহ করছে না ৷ এমনকী, অনেকেই নিজেদের লালারস সংগ্রহ পরীক্ষা করাতে চাইলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করছে না ৷ পৌরসভা নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রগুলোও লালারসের নমুনা নেওয়া বন্ধ করে দিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ শহরবাসীর এই অভিযোগ যে ভিত্তিহীন নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছেন পৌরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার ৷ এবিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

কি বলছেন প্রশাসক বোর্ডের সদস্য, দেখুন ভিডিও

এই মুহুর্তে উত্তরবঙ্গে কোরোনার হটস্পট মালদা জেলা ৷ জেলায় সংক্রমিতের সংখ্যা দু হাজার ছুঁতে চলেছে ৷ কিন্তু রাজ্য সরকারের বুলেটিনের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের তালিকার বেশ কিছুটা ফারাক রয়েছে ৷ রাজ্য সরকার প্রকাশিত বুলেটিনে গতকাল পর্যন্ত জেলায় সংক্রমিতের সংখ্যা 2 হাজার 53 ৷ এর মধ্যে সুস্থ হয়েছেন 1 হাজার 674 জন ৷ কিন্তু, জেলা স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী গতকাল পর্যন্ত মালদা জেলায় কোরোনা পজিটিভের সংখ্যা 1 হাজার 931 জন ৷ এরমধ্যে সুস্থ হয়েছেন 1 হাজার 588 জন ৷

মালদা শহরে লালারসের নমুনা যে কম সংগ্রহ করা হচ্ছে তা কার্যত মেনে নিয়েছেন প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, “জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক যৌথভাবে মালদা মেডিকেল কলেজের মাধ্যমে শহরবাসীর লালারস পরীক্ষার ব্যবস্থা করেছিলেন ৷ সেই সময় দুই দিনাজপুর ও মালদা জেলার সমস্ত লালারসের নমুনা মেডিকেলেই পরীক্ষা করা হত ৷ ফলে মেডিকেলের উপর চাপও যথেষ্ট ছিল ৷ সেই সময় আমাদের পৌরসভার চারটি স্বাস্থ্যকেন্দ্রেও আমরা লালারসের নমুনা সংগ্রহ শুরু করেছিলাম ৷ কিন্তু মালদায় কোরোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের যে বিশেষজ্ঞ কর্মীরা লালারস সংগ্রহ করতেন তাঁরা সবাই কোরোনা সংক্রমিত হয়ে যান ৷ পৌরসভার স্বাস্থ্য বিভাগের ম্যানেজার সহ কর্মীরাও সংক্রমিত হয়ে পড়েন ৷ তাই কয়েকদিন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লালারসের নমুনা সংগ্রহ বন্ধ ছিল ৷ এখন দুই দিনাজপুরে লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ ফলে মালদা মেডিকেলের চাপ অনেকটা কমেছে ৷ স্বাস্থ্য দপ্তর এখন জেলার প্রতিটি ব্লকে লালারসের নমুনা সংগ্রহ করছে ৷ লকডাউনের জন্য আমরা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখনও লালারসের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করতে পারিনি ৷ আজই আমরা এনিয়ে আলোচনা করব ৷ স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কর্মীরা সুস্থ হলে আমরা ফের শহরে লালারস সংগ্রহ শুরু করব ৷”

দুলালবাবু আরও বলেন, “পৌরসভার উদ্যোগে আমরা কোরোনা মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছি ৷ এর আগেই শহরের কোরোনা সংক্রমিতদের হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম ৷ আজ আরও একটি কোভিড অ্যাম্বুলেন্স পথে নামানো হবে ৷ মালদা পলিটেকনিকে আমরা শহরবাসীর জন্য আইসোলেশন সেন্টার চালু করেছি ৷ সংক্রমিতদের বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে ৷ আক্রান্তরা হোম আইসোলেশনে থাকলে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য পৌরসভার পক্ষ থেকে তাঁদের বাড়িতে যাবতীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছি ৷ সংক্রমিতদের বাড়ি স্যানিটাইজ় করার জন্য আমরা 30 জনের টিম তৈরি রেখেছি ৷ এখন বিদায়ি কাউন্সিলররাও নিজেদের ওয়ার্ডে কোরোনা সংক্রমিতদের পরিষেবা দিচ্ছেন ৷ কোরোনা মোকাবিলায় আরও কী করা যায় তার জন্য আজই আমরা পৌরসভায় নিজেদের মধ্যে আলোচনা করব ৷”

মালদা, 28 জুলাই : মালদা জেলায় বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনা সংক্রমিত হয়েছে 53 জন ৷ এর মধ্যে মালদা শহরের 15 জন বাসিন্দা রয়েছেন ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 হাজার 984 জন ৷ শুধুমাত্রা মালদা শহরেই সংক্রমিত হয়েছেন 466 জন ৷ অপরদিকে, শহরে কোরোনা আক্রান্তদের মৃতের সংখ্যা বেড়ে চলেছে দিনের পর দিন ৷ গতকাল পুরাতন মালদার কোভিড হাসপাতালে মৃত্যু হয়েছে এক কোরোনা আক্রান্ত ব্যক্তির ৷ গত 16 জুলাই থেকে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷

শহরবাসীর অভিযোগ, স্বাস্থ্যবিভাগ ও ইংরেজবাজার পৌর প্রশাসন সঠিকভাবে লালারসের নমুনা সংগ্রহ করছে না ৷ এমনকী, অনেকেই নিজেদের লালারস সংগ্রহ পরীক্ষা করাতে চাইলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করছে না ৷ পৌরসভা নিয়ন্ত্রিত স্বাস্থ্যকেন্দ্রগুলোও লালারসের নমুনা নেওয়া বন্ধ করে দিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ শহরবাসীর এই অভিযোগ যে ভিত্তিহীন নয়, তা কার্যত স্বীকার করে নিয়েছেন পৌরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার ৷ এবিষয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

কি বলছেন প্রশাসক বোর্ডের সদস্য, দেখুন ভিডিও

এই মুহুর্তে উত্তরবঙ্গে কোরোনার হটস্পট মালদা জেলা ৷ জেলায় সংক্রমিতের সংখ্যা দু হাজার ছুঁতে চলেছে ৷ কিন্তু রাজ্য সরকারের বুলেটিনের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের তালিকার বেশ কিছুটা ফারাক রয়েছে ৷ রাজ্য সরকার প্রকাশিত বুলেটিনে গতকাল পর্যন্ত জেলায় সংক্রমিতের সংখ্যা 2 হাজার 53 ৷ এর মধ্যে সুস্থ হয়েছেন 1 হাজার 674 জন ৷ কিন্তু, জেলা স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী গতকাল পর্যন্ত মালদা জেলায় কোরোনা পজিটিভের সংখ্যা 1 হাজার 931 জন ৷ এরমধ্যে সুস্থ হয়েছেন 1 হাজার 588 জন ৷

মালদা শহরে লালারসের নমুনা যে কম সংগ্রহ করা হচ্ছে তা কার্যত মেনে নিয়েছেন প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দুলাল সরকার ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, “জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক যৌথভাবে মালদা মেডিকেল কলেজের মাধ্যমে শহরবাসীর লালারস পরীক্ষার ব্যবস্থা করেছিলেন ৷ সেই সময় দুই দিনাজপুর ও মালদা জেলার সমস্ত লালারসের নমুনা মেডিকেলেই পরীক্ষা করা হত ৷ ফলে মেডিকেলের উপর চাপও যথেষ্ট ছিল ৷ সেই সময় আমাদের পৌরসভার চারটি স্বাস্থ্যকেন্দ্রেও আমরা লালারসের নমুনা সংগ্রহ শুরু করেছিলাম ৷ কিন্তু মালদায় কোরোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের যে বিশেষজ্ঞ কর্মীরা লালারস সংগ্রহ করতেন তাঁরা সবাই কোরোনা সংক্রমিত হয়ে যান ৷ পৌরসভার স্বাস্থ্য বিভাগের ম্যানেজার সহ কর্মীরাও সংক্রমিত হয়ে পড়েন ৷ তাই কয়েকদিন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লালারসের নমুনা সংগ্রহ বন্ধ ছিল ৷ এখন দুই দিনাজপুরে লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ ফলে মালদা মেডিকেলের চাপ অনেকটা কমেছে ৷ স্বাস্থ্য দপ্তর এখন জেলার প্রতিটি ব্লকে লালারসের নমুনা সংগ্রহ করছে ৷ লকডাউনের জন্য আমরা পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এখনও লালারসের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করতে পারিনি ৷ আজই আমরা এনিয়ে আলোচনা করব ৷ স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কর্মীরা সুস্থ হলে আমরা ফের শহরে লালারস সংগ্রহ শুরু করব ৷”

দুলালবাবু আরও বলেন, “পৌরসভার উদ্যোগে আমরা কোরোনা মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছি ৷ এর আগেই শহরের কোরোনা সংক্রমিতদের হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম ৷ আজ আরও একটি কোভিড অ্যাম্বুলেন্স পথে নামানো হবে ৷ মালদা পলিটেকনিকে আমরা শহরবাসীর জন্য আইসোলেশন সেন্টার চালু করেছি ৷ সংক্রমিতদের বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে ৷ আক্রান্তরা হোম আইসোলেশনে থাকলে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য পৌরসভার পক্ষ থেকে তাঁদের বাড়িতে যাবতীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছি ৷ সংক্রমিতদের বাড়ি স্যানিটাইজ় করার জন্য আমরা 30 জনের টিম তৈরি রেখেছি ৷ এখন বিদায়ি কাউন্সিলররাও নিজেদের ওয়ার্ডে কোরোনা সংক্রমিতদের পরিষেবা দিচ্ছেন ৷ কোরোনা মোকাবিলায় আরও কী করা যায় তার জন্য আজই আমরা পৌরসভায় নিজেদের মধ্যে আলোচনা করব ৷”

Last Updated : Jul 28, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.