ETV Bharat / state

Parrot rcovered: পাচারের আগে মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার টিয়াপাখি - মালদা

মাদক, গরু পাচার চলছিল ৷ এবার তার সঙ্গে জুড়েছে টিয়াপাখি ৷ গতকাল মালদা টাউন স্টেশনে ডাউন যোগবানী এক্সপ্রেস থেকে টিয়াপাখির 4টি খাঁচা উদ্ধার করল জিআরপি ৷

টিয়া পাখি পাচার
টিয়া পাখি পাচার
author img

By

Published : Aug 20, 2021, 12:56 PM IST

মালদা, 20 অগস্ট : ফের পাখি পাচারচক্রের হদিশ মালদায় । গত এক মাসের মধ্যে এ নিয়ে 3 বার পাখি পাচারের হদিশ মিলল । গতকাল রাতে পাচারের আগে মালদা টাউন স্টেশন থেকে 250টি টিয়াপাখি উদ্ধার করল জিআরপি ।

জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল ডাউন যোগবানী এক্সপ্রেসে (Down Jogbani Express) পাখি পাচার করা হচ্ছে । রাতে ডাউন যোগবানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে (Malda Town Station) পৌঁছতেই জিআরপি কর্মীরা ট্রেনে তল্লাশি চালাতে শুরু করেন । অবশেষে স্লিপার কোচের 3 নম্বর কামরার শৌচালয়ের পাশে কাপড়ে মোড়া 4টি বাক্সের হদিশ পান তাঁরা । কাপড় সরাতেই দেখা যায় সেগুলি বাক্স নয়, খাঁচা ।

আরও পড়ুন : রায়গঞ্জে মধুচক্রের আসর থেকে আটক দুই মহিলা

এই প্রসঙ্গে জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান বলেন, "আমাদের কাছে খবর আসে ডাউন যোগবানী এক্সপ্রেসে পাখি পাচার হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই সমস্ত কামরায় তল্লাশি চালানো হয় । এস-তিন (S-3) কামরার শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয় চারটি খাঁচা । সেই খাঁচাগুলি কাপড় দিয়ে ঢাকা ছিল । কাপড় সরাতেই দেখা যায় তাতে বিভিন্ন প্রজাতির প্রায় 250টি টিয়াপাখি রয়েছে । ট্রেনের কামরায় এই খাঁচাগুলির মালিককে খোঁজাখুজি করে পাওয়া যায়নি ।" তাঁর অনুমান, সম্ভবত নেপাল থেকে পাচারের জন্য টিয়াপাখিগুলিকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল । আজ উদ্ধার হওয়া টিয়াপাখিগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হবে । চলতি মাসে আরপিএফ ও জিআরপি দু'বার টিয়াপাখি পাচার রুখেছিল । গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি । এই কামরার বুকিং দেখে পাচারকারীর খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসি ৷

মাদক, গরু পাচারের পর টিয়াপাখি পাচার চক্রের করিডর হিসেবে মালদার নাম উঠে আসতে শুরু করেছে। অন্তত গত এক মাসের হিসাব তাই বলছে ।

মালদা, 20 অগস্ট : ফের পাখি পাচারচক্রের হদিশ মালদায় । গত এক মাসের মধ্যে এ নিয়ে 3 বার পাখি পাচারের হদিশ মিলল । গতকাল রাতে পাচারের আগে মালদা টাউন স্টেশন থেকে 250টি টিয়াপাখি উদ্ধার করল জিআরপি ।

জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল ডাউন যোগবানী এক্সপ্রেসে (Down Jogbani Express) পাখি পাচার করা হচ্ছে । রাতে ডাউন যোগবানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে (Malda Town Station) পৌঁছতেই জিআরপি কর্মীরা ট্রেনে তল্লাশি চালাতে শুরু করেন । অবশেষে স্লিপার কোচের 3 নম্বর কামরার শৌচালয়ের পাশে কাপড়ে মোড়া 4টি বাক্সের হদিশ পান তাঁরা । কাপড় সরাতেই দেখা যায় সেগুলি বাক্স নয়, খাঁচা ।

আরও পড়ুন : রায়গঞ্জে মধুচক্রের আসর থেকে আটক দুই মহিলা

এই প্রসঙ্গে জিআরপি থানার আইসি ভাস্কর প্রধান বলেন, "আমাদের কাছে খবর আসে ডাউন যোগবানী এক্সপ্রেসে পাখি পাচার হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই সমস্ত কামরায় তল্লাশি চালানো হয় । এস-তিন (S-3) কামরার শৌচালয়ের পাশ থেকে উদ্ধার হয় চারটি খাঁচা । সেই খাঁচাগুলি কাপড় দিয়ে ঢাকা ছিল । কাপড় সরাতেই দেখা যায় তাতে বিভিন্ন প্রজাতির প্রায় 250টি টিয়াপাখি রয়েছে । ট্রেনের কামরায় এই খাঁচাগুলির মালিককে খোঁজাখুজি করে পাওয়া যায়নি ।" তাঁর অনুমান, সম্ভবত নেপাল থেকে পাচারের জন্য টিয়াপাখিগুলিকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিল । আজ উদ্ধার হওয়া টিয়াপাখিগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হবে । চলতি মাসে আরপিএফ ও জিআরপি দু'বার টিয়াপাখি পাচার রুখেছিল । গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি । এই কামরার বুকিং দেখে পাচারকারীর খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসি ৷

মাদক, গরু পাচারের পর টিয়াপাখি পাচার চক্রের করিডর হিসেবে মালদার নাম উঠে আসতে শুরু করেছে। অন্তত গত এক মাসের হিসাব তাই বলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.