মালদা, 18 সেপ্টেম্বর : ফের জালনোট উদ্ধার ইংরেজবাজারে। গতরাতে 1 লাখ 90 হাজার টাকার জালনোট সহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ । ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল মালদা শহরের গৌড়কন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন আমবাজারে হানা দেয় । তথ্য অনুযায়ী তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হয় । তাদের কাছ থেকেই উদ্ধার হয় 1 লাখ 90 হাজার টাকার জালনোট। গ্রেপ্তার করা হয় ওই তিন যুবককে । ধৃতদের নাম মহম্মদ সামিউল শেখ (26), সেলিম শেখ (22) ও মহসিন শেখ (18) । ধৃতরা সকলেই কালিয়াচক থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সমস্ত জালনোটগুলি খুব উন্নতমানের । পুলিশের অনুমান পুজোর মরশুমে জালনোটগুলি বাজারে ছড়িয়ে দেওয়ার ছক কষেছিল দুষ্কৃতীরা । ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় বলেন, “আমাদের কাছে তথ্য ছিল কিছু কারবারি আমবাজার সংলগ্ন এলাকায় জালনোট পাচার করবে । সেই তথ্যের ভিত্তিতে OC PC আনসারুল হক ও ইংরেজবাজার থানার মেজবাবু কাজল দাসের নেতৃত্বে একটি দল ওই এলাকায় হানা দেয় । ওই এলাকায় তিন যুবকের হেপাজত থেকে 1 লাখ 90 হাজার টাকার জালনোট উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া জালনোটগুলি 2 হাজার টাকার । প্রত্যেকটি নোট খুব উন্নতমানের । সাধারণ মানুষ দেখে হয়ত জালনোটগুলি শনাক্ত করতে পারবেন না । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুজোর বাজারে এই জালনোটগুলি বাজারে ছড়িয়ে দেওয়ার ছক কষেছিক দুষ্কৃতীরা । " জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । উল্লেখ্য, লকডাউনে ইংরেজবাজার থানার পুলিশ প্রায় 5 থেকে 6 লাখ টাকার জালনোট উদ্ধার করেছে । গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন কারবারি ।
উল্লেখ্য, মাদক ও জালনোট কারবারিদের করিডর হয়ে উঠেছে মালদা জেলা । এর আগে কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকায় মাদক ও জালনোট কারবারিদের রমরমা ছিল । কিন্তু গত দুমাস ধরে ইংরেজবাজার ও মালদা থানা এলাকায় মাদক ও জালনোট পাচারচক্রের বেশ কিছু ঘটনা সামনে এসেছে । পুলিশের একাংশের অনুমান সীমান্তে BSFএর প্রহরা ওই পুলিশি নজরদারি এড়াতে ইংরেজবাজার ও মালদা থানাকে নতুন করিডর হিসেবে ব্যবহার করছে কারবারিরা। যদিও এনিয়ে কোনও পুলিশ আধিকারিক কোনও মন্তব্য করতে রাজি হননি ।