ETV Bharat / state

মালদায় বজ্রাঘাতে মৃত্যু এক কিশোর সহ দুই মহিলার, আহত আরও 2 - বজ্রাঘাতে মৃত্যু এক কিশোর সহ দুই মহিলার

আজ বিকেলে মানিকচক সহ জেলার বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ কালবৈশাখীর ঝড় শুরু হয় ৷ বজ্রাঘাতে মৃত্যু হয় এক কিশোর সহ দুই মহিলার ৷ মৃতদের নাম ফইজুদ্দিন খান (17), সামিনা বেওয়া (75) ও তিলকি মণ্ডল (22) ৷

বজ্রাঘাতে মৃত্যু
বজ্রাঘাতে মৃত্যু
author img

By

Published : May 7, 2021, 8:30 PM IST

মালদা, 7 মে : কালবৈশাখীর বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোর সহ দুই মহিলার ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আগামীকাল মালদা মেডিকেলে পাঠানো হবে ৷
আজ বিকেলে মানিকচক সহ জেলার বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ কালবৈশাখীর ঝড় শুরু হয় ৷ বজ্রাঘাতে মৃত্যু হয় এক কিশোর সহ দুই মহিলার ৷ মৃতদের নাম ফইজুদ্দিন খান (17), সামিনা বেওয়া (75) ও তিলকি মণ্ডল (22) ৷ ফইজুদ্দিন ও সামিনা বেওয়া মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ৷ তিলকিদেবীর বাড়ি ভূতনির বামাচরণ টোলায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পরিবারের লোকজন তড়িঘড়ি ফইজুদ্দিন ও সামিনাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

বজ্রাঘাতে মৃত্যু

অন্যদিকে, সেই সময় পাটের খেতে কাজ করছিলেন তিলকিদেবী, তাঁর স্বামী ও শ্বশুর ৷ বজ্রাঘাতে তিনজনই আহত হন ৷ তড়িঘড়ি তাঁদেরও মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তিলকিদেবীকে মৃত বলে ঘোষণা করেন ৷ তিলকিদেবীর স্বামী ও শ্বশুর বর্তমানে চিকিৎসাধীন ৷

মালদা, 7 মে : কালবৈশাখীর বজ্রাঘাতে মৃত্যু হল এক কিশোর সহ দুই মহিলার ৷ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আগামীকাল মালদা মেডিকেলে পাঠানো হবে ৷
আজ বিকেলে মানিকচক সহ জেলার বেশ কিছু এলাকায় বজ্রপাত সহ কালবৈশাখীর ঝড় শুরু হয় ৷ বজ্রাঘাতে মৃত্যু হয় এক কিশোর সহ দুই মহিলার ৷ মৃতদের নাম ফইজুদ্দিন খান (17), সামিনা বেওয়া (75) ও তিলকি মণ্ডল (22) ৷ ফইজুদ্দিন ও সামিনা বেওয়া মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকার বাসিন্দা ৷ তিলকিদেবীর বাড়ি ভূতনির বামাচরণ টোলায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পরিবারের লোকজন তড়িঘড়ি ফইজুদ্দিন ও সামিনাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

বজ্রাঘাতে মৃত্যু

অন্যদিকে, সেই সময় পাটের খেতে কাজ করছিলেন তিলকিদেবী, তাঁর স্বামী ও শ্বশুর ৷ বজ্রাঘাতে তিনজনই আহত হন ৷ তড়িঘড়ি তাঁদেরও মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা তিলকিদেবীকে মৃত বলে ঘোষণা করেন ৷ তিলকিদেবীর স্বামী ও শ্বশুর বর্তমানে চিকিৎসাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.