মালদা, 18 ফেব্রুয়ারি : কার্টুন দেখার জন্য বাবার মোবাইলটা চেয়েছিল ছোট্ট ছেলেটা ৷ না মেলায় অভিমানে আত্মঘাতী হয় সে ৷ এমনই অভিযোগ উঠেছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার ৷ তাজ্জব পাড়াপ্রতিবেশীরাও ৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ধুমাদিঘি এলাকায়। তদন্তে মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম সাজেন হাঁসদা (12)। তার বাবা শিবলাল হাঁসদা পেশায় কৃষিজীবী। মা পূর্ণিমা সোরেন গৃহবধূ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় মাঠের কাজ সেরে বাড়ি ফেরেন শিবলাল। সেই সময় সাজেন কার্টুন দেখার জন্য বাবার কাছে মোবাইলের বায়না ধরে। শিবলাল ছেলেকে বকাবকি করে ঘরে পড়তে পাঠিয়ে দেন। এরপর রাতে খাওয়ার জন্য সাজেনকে ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন, সাজেনের মুখ থেকে ফ্যানা বেরোচ্ছে। তড়িঘড়ি সাজেনকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন তাঁরা। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বালকের ৷
আরও পড়ুন: ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা
শিবলাল বলেন, ‘‘আমি জমি থেকে বাড়ি ফেরার পর কার্টুন দেখার জন্য মোবাইলের বায়না ধরে ছেলে। আমি ছেলেকে পড়াশোনায় মন দিতে বলি। এরপরে ছেলে ঘরে চলে যায়। পরে দেখি ছেলের মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে। আমাদের অনুমান, কীটনাশক খেয়েই মৃত্যু হয়েছে ছেলের।’’