ETV Bharat / state

মালদায় 100 বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার 2 বাংলাদেশি

100 বোতল ফেনসিডিল উদ্ধার মালদায় । ধৃত 2 বাংলাদেশি পাচারকারী ।

100 bottles Phensedyl recovered and 2 arrested in malda
100 bottles Phensedyl recovered and 2 arrested in malda
author img

By

Published : Nov 30, 2020, 6:01 PM IST

মালদা, 30 নভেম্বর : বাংলাদেশে ফেনসিডিল পাচারের আগেই BSF-এর হাতে ধরা পড়ল দু'জন । তাদের মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গতরাতে ইংরেজবাজারের মহদিপুর সংলগ্ন পিয়াসবাড়ি এলাকার ঘটনা ।

ধৃতদের নাম বিসরত এবং সইদুল । ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

জানা গেছে, এদেশ থেকে কয়েকজন বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের দিকে এগোচ্ছিল । সেই সময় জওয়ানদের দেখে কয়েকজন বস্তা ফেলে পালিয়ে যায় । সেই সময় জওয়ানদের হাতে ধরা পড়ে যায় দুই বাংলাদেশি । বস্তা থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ফেনসিডিল ।

পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় 100 বোতল ফেনসিডিল । ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । এই ফেনসিডিল পাচারের পিছনে কারা কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

মালদা, 30 নভেম্বর : বাংলাদেশে ফেনসিডিল পাচারের আগেই BSF-এর হাতে ধরা পড়ল দু'জন । তাদের মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । গতরাতে ইংরেজবাজারের মহদিপুর সংলগ্ন পিয়াসবাড়ি এলাকার ঘটনা ।

ধৃতদের নাম বিসরত এবং সইদুল । ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

জানা গেছে, এদেশ থেকে কয়েকজন বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের দিকে এগোচ্ছিল । সেই সময় জওয়ানদের দেখে কয়েকজন বস্তা ফেলে পালিয়ে যায় । সেই সময় জওয়ানদের হাতে ধরা পড়ে যায় দুই বাংলাদেশি । বস্তা থেকে উদ্ধার হয় নিষিদ্ধ ফেনসিডিল ।

পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় 100 বোতল ফেনসিডিল । ধৃতরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । এই ফেনসিডিল পাচারের পিছনে কারা কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.