কলকাতা, ৪ নভেম্বর: বেশ কিছুদিন ধরেই তাঁকে অশালীন ইঙ্গিতের সঙ্গে কুপ্রস্তাব দিচ্ছিল কলকাতা পৌরনিগেমের সাফাই কর্মী দিলীপ রবিদাস । উলটোডাঙা মেইন রোড এলাকার এক যুবতির অভিযোগ তেমনই । অভিযোগ গতকাল তাঁকে শ্লীলতাহানি করে রবিদাস ৷
পুলিশ সূত্রে খবর, কলকাতা পৌর নিগমের সাফাই কর্মী দিলীপ রবিদাস বেশ কিছুদিন ধরেই উলটোডাঙায় মেইন রোড এলাকায় ওই যুবতিকে উত্ত্যক্ত করছিল । দিলীপের বাড়িও ওই এলাকাতেই । গতকাল কুপ্রস্তাব দিয়ে ওই যুবতির হাত ধরে টানাটানি করে রবিদাস ৷
উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতি। সেই অভিযোগের ভিত্তিতে উলটোডাঙায় থানা আজ গ্রেপ্তার করে দিলীপকে । হাদরাবাদের ঘটনা পর দেশজুড়ে নারী সুরক্ষা নিয়ে চলছে তোলপাড়। তারপরেও সমাজের একটা অংশ যে শিক্ষা নেয়নি ,তা কলকাতার একের পর এক ঘটনাতেই পরিষ্কার । প্রায় প্রতিদিনই ঘটছে শ্লীলতাহানি ঘটনা ।