ETV Bharat / state

Year Ender 2022: নিয়োগে অনিয়ম থেকে আবাসে কেলেঙ্কারি, বাইশে দুর্নীতির চর্চিত বারো ! - বছরভর শিরোনামে থেকেছে দুর্নীতির খবর

2022 সালজুড়ে সংবাদমাধ্যমে দাপিয়ে বেড়িয়েছে দুর্নীতির নানা খবর (Corruption Incidents) ৷ বছর শেষে (Year Ender 2022) সেগুলিকেই আরও একবার ঝালিয়ে নিল ইটিভি ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 8:35 PM IST

2022 । বছরভর শুধুমাত্র একটি শব্দই ঘুরেফিরে এসেছে সংবাদ শিরোনামে । সেই শব্দ কখনও ঘুম কেড়েছে শাসকের, আবার কখনও ফাঁপড়ে পড়েছেন কেষ্টুবিষ্টুরা ! আমরা বলছি, দুর্নীতির কথা । 2022 সালের (Year Ender 2022) এমনই 12টি দুর্নীতির খবর (12 Corruption Incidents) আরও একবার বরং ঝালিয়ে নেওয়া যাক ।

কয়লাপাচার (West Bengal Coal Scam): কয়লাপাচারে নাম জড়িয়েছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! এই মুহূর্তে তিনি কেবলমাত্র তৃণমূল সাংসদই নন । বরং বাংলার শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড । দুর্নীতির দায়ে তাঁকেও দফায় দফায় সহ্য করতে হয়েছে ইডির গুঁতো ! জিজ্ঞাসাবাদে ডাকা হয়েছে তাঁর সহধর্মিণীকেও । নাম জড়িয়ে রাজ্যের শাসকশিবিরের আরও অনেকের ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
কয়লা দুর্নীতিতে বিপাকে তৃণমূল কংগ্রেস ৷

গরুপাচার (West Bengal Cattle Smuggling Scam): কয়লার পাশাপাশি গরুপাচার কাণ্ডেও ঘুম ছুটেছে তৃণমূল কংগ্রেসের । শ্রীঘরে যেতে হয়েছে দলের অন্যতম প্রভাবশালী নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । হাজতবাস করতে হচ্ছে তাঁর ছায়াসঙ্গী সায়গল হোসেনকে । ইডির প্রশ্নবাণ সামলাতে হয়েছে অনুব্রত-কন্যা সুকন্যাকেও ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গরুপাচারে নাম জড়িয়েছে হেভিওয়েটদের ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন-চিন-ব্রিটেন ! ফিরে দেখা বাইশে দুনিয়াদারির সেরা ঘটনা

শিক্ষক নিয়োগ (Bengal Teacher Recruitment Scam): প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক হয়ে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক । রাজ্য সরকারের অধীনস্ত স্কুল শিক্ষাব্যবস্থার সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি । ঘটনার জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়-সহ একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, সোনা ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গ্রেফতার মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ ৷

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ (Group-C Group-D Recruitment Scam): শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, এসএসসির অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি-স্তরের কর্মীর নিয়োগের ক্ষেত্রেও বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে । তদন্ত, মামলা শুরু হয়েছে তা নিয়েও ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
দুর্নীতির প্রতিবাদ ৷

দমকলে নিয়োগ দুর্নীতি (Fire Operator Recruitment Scam): সদ্য সামনে এসেছে এই দুর্নীতি । দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছিল সংশ্লিষ্ট প্রশাসন । অভিযোগ, সেই তালিকায় বিস্তর গরমিল রয়েছে । আদালত ইতিমধ্যেই সেই তালিকা বাতিল করে নতুন করে তালিকা প্রকাশের গাইডলাইন বেঁধে দিয়েছে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
দমকলেও দুর্নীতি !

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana Scam): এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে প্রভাবশালী ও তাঁদের ঘনিষ্ঠদের আবাস যোজনার অর্থ ও বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে । এই দুর্নীতিতেও নাম জড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আবাসেও দুর্নীতির বাসা !

শ্মশান দুর্নীতি (Contai Burning Ghat Scam): এই ঘটনার পরিসর ছোট হলেও হইচই কম হয়নি । কারণ, এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর । অভিযোগ, কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় শ্মশান সংলগ্ন এলাকায় কয়েকটি স্টল তৈরি, তার বণ্টন এবং সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয় । সেই প্রকল্প রূপায়নে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে সৌমেন্দুর বিরুদ্ধে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
কাঠগড়ায় বিরোধী দলনেতার ভাই ৷

মোবাইল গেমিং অ্যাপ জালিয়াতি (Kolkata App Fraud Case): লকডাউনের সময় তৈরি হয়েছিল মোবাইল গেমিং অ্যাপ । আর সেই অ্যাপের সাহায্যেই জালিয়াতি করা হয়েছিল কোটি কোটি টাকা ! সেই ঘটনায় নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী আমির খানের । তাঁর বাবার বাড়িতে খাটের তলা থেকে কাঁড়ি কাঁড়ি নগদ উদ্ধার করে ইডি । পরে পলাতক আমির খানকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করে আনে কলকাতা পুলিশ ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আমির খানের বাবার বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় !

ঝাড়খণ্ডের আইনজীবী গ্রেফতার (Jharkhand Lawyer Arrested Case) : সম্প্রতি কলকাতায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের এক আইনজীবী । তাঁর নাম রাজীব কুমার । রাজীবের বিরুদ্ধে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ওঠে । পরবর্তীতে জানা যায়, ওই আইনজীবী জনস্বার্থ মামলা করার জন্য বিখ্যাত ! এমনকী, নিজের রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছেন তিনি । কলকাতার ব্যবসায়ীকেও জনস্বার্থ মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন তিনি !

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গ্রেফতার আইনজীবী ৷

আইসিআইসিআই ভিডিয়োকন ঋণ দুর্নীতি (ICICI Videocon Case): গত কয়েকদিন ধরে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপাল ধুত । তাঁদের বিরুদ্ধে ১ হাজার ৭০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
ধৃত ত্রয়ী ৷

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি (National Herald Corruption Case): দুর্নীতিতে নাম জড়িয়েছে গান্ধি পরিবারেরও । ন্যাশনাল হেরাল্ড মামলায় দফায় দফায় ইডি জেরার মুখোমুখি হতে হয়েছে রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধিকে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
সোনিয়া, রাহুলকে দফায় দফায় জেরা করেছে ইডি ৷

রবার্ট বঢরা দুর্নীতি মামলা (Robert Vadra Case): মঙ্গলবারই (২৭ ডিসেম্বর, ২০২২) গান্ধি পরিবারকে ভারতীয় রাজনীতিতে সবথেকে দুর্নীতিগ্রস্ত পরিবার বলে তোপ দেগেছে বিজেপি । প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বহু আগেই । সেইসব অভিযোগ খারিজের দাবি আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট । রাজস্থানের আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয় । আর তারপরই আসরে নামে গেরুয়াশিবির।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আদালতে খারিজ রবার্ট বঢরার আবেদন ৷

2022 । বছরভর শুধুমাত্র একটি শব্দই ঘুরেফিরে এসেছে সংবাদ শিরোনামে । সেই শব্দ কখনও ঘুম কেড়েছে শাসকের, আবার কখনও ফাঁপড়ে পড়েছেন কেষ্টুবিষ্টুরা ! আমরা বলছি, দুর্নীতির কথা । 2022 সালের (Year Ender 2022) এমনই 12টি দুর্নীতির খবর (12 Corruption Incidents) আরও একবার বরং ঝালিয়ে নেওয়া যাক ।

কয়লাপাচার (West Bengal Coal Scam): কয়লাপাচারে নাম জড়িয়েছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ! এই মুহূর্তে তিনি কেবলমাত্র তৃণমূল সাংসদই নন । বরং বাংলার শাসকদলের সেকেন্ড ইন কম্যান্ড । দুর্নীতির দায়ে তাঁকেও দফায় দফায় সহ্য করতে হয়েছে ইডির গুঁতো ! জিজ্ঞাসাবাদে ডাকা হয়েছে তাঁর সহধর্মিণীকেও । নাম জড়িয়ে রাজ্যের শাসকশিবিরের আরও অনেকের ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
কয়লা দুর্নীতিতে বিপাকে তৃণমূল কংগ্রেস ৷

গরুপাচার (West Bengal Cattle Smuggling Scam): কয়লার পাশাপাশি গরুপাচার কাণ্ডেও ঘুম ছুটেছে তৃণমূল কংগ্রেসের । শ্রীঘরে যেতে হয়েছে দলের অন্যতম প্রভাবশালী নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । হাজতবাস করতে হচ্ছে তাঁর ছায়াসঙ্গী সায়গল হোসেনকে । ইডির প্রশ্নবাণ সামলাতে হয়েছে অনুব্রত-কন্যা সুকন্যাকেও ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গরুপাচারে নাম জড়িয়েছে হেভিওয়েটদের ৷

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন-চিন-ব্রিটেন ! ফিরে দেখা বাইশে দুনিয়াদারির সেরা ঘটনা

শিক্ষক নিয়োগ (Bengal Teacher Recruitment Scam): প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক হয়ে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক । রাজ্য সরকারের অধীনস্ত স্কুল শিক্ষাব্যবস্থার সর্বস্তরে নিয়োগের ক্ষেত্রে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য তথা জাতীয় রাজনীতি । ঘটনার জেরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়-সহ একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে । উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, সোনা ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গ্রেফতার মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ ৷

তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ (Group-C Group-D Recruitment Scam): শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই নয়, এসএসসির অধীনে গ্রুপ সি ও গ্রুপ ডি-স্তরের কর্মীর নিয়োগের ক্ষেত্রেও বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে । তদন্ত, মামলা শুরু হয়েছে তা নিয়েও ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
দুর্নীতির প্রতিবাদ ৷

দমকলে নিয়োগ দুর্নীতি (Fire Operator Recruitment Scam): সদ্য সামনে এসেছে এই দুর্নীতি । দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য মেধাতালিকা প্রকাশ করেছিল সংশ্লিষ্ট প্রশাসন । অভিযোগ, সেই তালিকায় বিস্তর গরমিল রয়েছে । আদালত ইতিমধ্যেই সেই তালিকা বাতিল করে নতুন করে তালিকা প্রকাশের গাইডলাইন বেঁধে দিয়েছে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
দমকলেও দুর্নীতি !

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana Scam): এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে প্রভাবশালী ও তাঁদের ঘনিষ্ঠদের আবাস যোজনার অর্থ ও বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে । এই দুর্নীতিতেও নাম জড়িয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আবাসেও দুর্নীতির বাসা !

শ্মশান দুর্নীতি (Contai Burning Ghat Scam): এই ঘটনার পরিসর ছোট হলেও হইচই কম হয়নি । কারণ, এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর । অভিযোগ, কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় শ্মশান সংলগ্ন এলাকায় কয়েকটি স্টল তৈরি, তার বণ্টন এবং সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয় । সেই প্রকল্প রূপায়নে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে সৌমেন্দুর বিরুদ্ধে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
কাঠগড়ায় বিরোধী দলনেতার ভাই ৷

মোবাইল গেমিং অ্যাপ জালিয়াতি (Kolkata App Fraud Case): লকডাউনের সময় তৈরি হয়েছিল মোবাইল গেমিং অ্যাপ । আর সেই অ্যাপের সাহায্যেই জালিয়াতি করা হয়েছিল কোটি কোটি টাকা ! সেই ঘটনায় নাম জড়ায় কলকাতার ব্যবসায়ী আমির খানের । তাঁর বাবার বাড়িতে খাটের তলা থেকে কাঁড়ি কাঁড়ি নগদ উদ্ধার করে ইডি । পরে পলাতক আমির খানকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করে আনে কলকাতা পুলিশ ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আমির খানের বাবার বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় !

ঝাড়খণ্ডের আইনজীবী গ্রেফতার (Jharkhand Lawyer Arrested Case) : সম্প্রতি কলকাতায় গ্রেফতার হন ঝাড়খণ্ডের এক আইনজীবী । তাঁর নাম রাজীব কুমার । রাজীবের বিরুদ্ধে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ওঠে । পরবর্তীতে জানা যায়, ওই আইনজীবী জনস্বার্থ মামলা করার জন্য বিখ্যাত ! এমনকী, নিজের রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছেন তিনি । কলকাতার ব্যবসায়ীকেও জনস্বার্থ মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন তিনি !

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
গ্রেফতার আইনজীবী ৷

আইসিআইসিআই ভিডিয়োকন ঋণ দুর্নীতি (ICICI Videocon Case): গত কয়েকদিন ধরে ফের খবরের শিরোনামে উঠে এসেছেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের কর্ণধার বেণুগোপাল ধুত । তাঁদের বিরুদ্ধে ১ হাজার ৭০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
ধৃত ত্রয়ী ৷

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি (National Herald Corruption Case): দুর্নীতিতে নাম জড়িয়েছে গান্ধি পরিবারেরও । ন্যাশনাল হেরাল্ড মামলায় দফায় দফায় ইডি জেরার মুখোমুখি হতে হয়েছে রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধিকে ।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
সোনিয়া, রাহুলকে দফায় দফায় জেরা করেছে ইডি ৷

রবার্ট বঢরা দুর্নীতি মামলা (Robert Vadra Case): মঙ্গলবারই (২৭ ডিসেম্বর, ২০২২) গান্ধি পরিবারকে ভারতীয় রাজনীতিতে সবথেকে দুর্নীতিগ্রস্ত পরিবার বলে তোপ দেগেছে বিজেপি । প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বহু আগেই । সেইসব অভিযোগ খারিজের দাবি আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট । রাজস্থানের আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দেয় । আর তারপরই আসরে নামে গেরুয়াশিবির।

Year Ender 2022 12 Corruption Incidents of West Bengal and India
আদালতে খারিজ রবার্ট বঢরার আবেদন ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.