ETV Bharat / state

জন বার্লাকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের - Alipurduar BJP MP

বাড়ানো হচ্ছে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের নিরাপত্তা । এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে তাঁর জন্য ।

জন বারলা
জন বারলা
author img

By

Published : Dec 15, 2020, 11:04 PM IST

Updated : Dec 16, 2020, 6:37 AM IST

কলকাতা, ১৫ ডিসেম্বর : আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার জন্য এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক । তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআইএসএফ জওয়ানরা । সম্প্রতি ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জন নেতার নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে ।

এক্স ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা বলতে বোঝায়, দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকবেন । তবে, জ়েড প্লাস, জ়েড বা ওয়াই ক্যাটেগরির মতো এক্ষেত্রে কোনও কমান্ডো থাকেন না ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । ডায়মন্ডহারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় । শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী । ভাঙচুর করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও । কৈলাসের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ।

আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলাকারীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ

এরপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর । এরপরই কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়ানো হয় । এই পরিস্থিতির মাঝে এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার জন্য এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

কলকাতা, ১৫ ডিসেম্বর : আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার জন্য এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক । তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআইএসএফ জওয়ানরা । সম্প্রতি ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৫ জন নেতার নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে ।

এক্স ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা বলতে বোঝায়, দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকবেন । তবে, জ়েড প্লাস, জ়েড বা ওয়াই ক্যাটেগরির মতো এক্ষেত্রে কোনও কমান্ডো থাকেন না ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । ডায়মন্ডহারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা চালানো হয় । শিরাকলে তাঁর কনভয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী । ভাঙচুর করা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়িতেও । কৈলাসের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ।

আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলাকারীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ

এরপর থেকেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর । এরপরই কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা বাড়ানো হয় । এই পরিস্থিতির মাঝে এবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার জন্য এক্স ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক ।

Last Updated : Dec 16, 2020, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.