ETV Bharat / state

নারী দিবসে মমতার পালটা মিছিল BJP-র; নেতৃত্বে স্মৃতি, থাকছেন লকেট - women day

নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিলের ডাক BJP-র। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশু নিয়ে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র মিছিলে নেতৃত্ব দিতে পারেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 6, 2019, 4:32 AM IST

কলকাতা, ৬ মার্চ : নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিলের ডাক BJP-র। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশু নিয়ে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র মিছিলে নেতৃত্ব দিতে পারেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে থাকবেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

পুলওয়ামা জঙ্গিহানায় রাজ্যের দুই শহিদের পরিবারকেও ওই দিন সামিল করা হবে। BJP-র পক্ষ থেকে এই দুই পরিবারকে দেওয়া হবে বীরের সম্মান। এই মিছিলে দেশের সুরক্ষা ও নারীদের সুরক্ষার থিমও থাকবে বলে BJP সূত্রে খবর।

লকেট চট্টোপাধ্যায় বলেন, "৮ মার্চ বিশ্ব নারী দিবস। দেশ জুড়ে নারী দিবস পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নারী দিবস পালন করতে হবেই। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের প্রতি সব থেকে বেশি অত্যাচার হয়। তারপর কোনও বিচার নেই। রাজ্যে একের পর এক মহিলা ধর্ষিত হচ্ছে। নিপীড়িত হচ্ছে। তার প্রতিবাদেই ৮ তারিখ মিছিল।"

undefined

কলকাতা, ৬ মার্চ : নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা মিছিলের ডাক BJP-র। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশু নিয়ে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। BJP-র মিছিলে নেতৃত্ব দিতে পারেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে থাকবেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়, BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

পুলওয়ামা জঙ্গিহানায় রাজ্যের দুই শহিদের পরিবারকেও ওই দিন সামিল করা হবে। BJP-র পক্ষ থেকে এই দুই পরিবারকে দেওয়া হবে বীরের সম্মান। এই মিছিলে দেশের সুরক্ষা ও নারীদের সুরক্ষার থিমও থাকবে বলে BJP সূত্রে খবর।

লকেট চট্টোপাধ্যায় বলেন, "৮ মার্চ বিশ্ব নারী দিবস। দেশ জুড়ে নারী দিবস পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নারী দিবস পালন করতে হবেই। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের প্রতি সব থেকে বেশি অত্যাচার হয়। তারপর কোনও বিচার নেই। রাজ্যে একের পর এক মহিলা ধর্ষিত হচ্ছে। নিপীড়িত হচ্ছে। তার প্রতিবাদেই ৮ তারিখ মিছিল।"

undefined
Intro:05-03-19



সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ নারী দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাল্টা মিছিলের ডাক বিজেপির। ৮ মার্চ শহরের রাজপথে একই ইশুতে প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ রাস্তায় নামবে। তৃণমূলের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে দেবেন। তেমনই বিজেপির মিছিলে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানী এই মিছিলের নেতৃত্ব দিতে পারেন। পুলওয়ামা জঙ্গীহানায় রাজ্যের দুই শহিদ পরিবারের সদস্যকে ওই দিন সামিল করা হবে। বিজেপির পক্ষ থেকে এই দুই পরিবারকে বীরের সম্মান দেওয়া হবে। এই মিছিলে দেশের সুরক্ষা ও নারীদের সুরক্ষার থিমও থাকবে। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।



বিজেপির মহিলা মোর্চার মূল দাবী, তৃণমূল সরকারের আমলে সব থেকে বেশী মহিলারা নির্যাতিতো হয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। এই দাবীতেই মিছিল মহিলা মোর্চার। মিছিল এর নেতৃত্বে থাকবেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নির্বাচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সহ বিজেপির সব সিনিয়ার নেতৃত্ব।




বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, " ৮ মার্চ বিশ্বনারী দিবস। দেশ জুড়ে নারী দিবস পালন করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নারী দিবস পালন করতে হবেই। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকেও মহিলাদের প্রতি সব থেকে বেশী অত্যাচার। তার পর কোনও বিচার নেই। রাজ্যে একের পর এক মহিলা ধর্ষিত হচ্ছে। নিপিরিত হচ্ছে। তার প্রতিবাদেই ৮ তারিক মিছিল"





(লকেট চট্টোপাধ্যায় বাইট RAP তে সেন্ড)
Body:কপি.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.