ETV Bharat / state

কাঁকুড়গাছিতে রেস্তরাঁয় যুবতিদের কুমন্তব্য-অঙ্গভঙ্গি, গ্রেপ্তার 3 - harassment

রেস্তরাঁয় খেতে আসা যুবতিদের কুমন্তব্য । তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । কাঁকুড়গাছির ঘটনা ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 7, 2020, 9:46 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : রেস্তরাঁয় ডিনার করতে আসা যুবতিদের অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গির অভিযোগ । তিন মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ ।

লকডাউনে দীর্ঘ পাঁচ মাস কলকাতাবাসী প্রায় ঘরবন্দী । সামাজিক দূরত্ব সীমারেখা টেনে দিয়েছে ছোটো ছোটো সুখের মুহূর্তগুলোতেও । বহুদিন একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করা হয়নি অনেকেরই । গতরাতে খাওয়া-দাওয়াই করতে এসেছিলেন কয়েকজন যুবতি । ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছির ওই রেস্তরাঁয় নৈশভোজ করতে এসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন । হঠাৎই লক্ষ্য করেন অন্য টেবিলে বসা তিন যুবক তাঁদের ছবি তুলছে । তার প্রতিবাদ করলে বোঝা যায় ওই যুবকেরা মদ্যপ অবস্থায় রয়েছে । তারা ওই যুবতিদের উদ্দেশে কুমন্তব্য করাও শুরু করে । নানা ইশারা- অঙ্গভঙ্গি করতে শুরু করে ।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রেস্তরাঁ কর্তৃপক্ষ ফুলবাগান থানায় ফোন করে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যুবতিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের নাম রামকুমার পারিক(45), জয় দাস(22), ঋষিকেশ সাউ(25)।

কলকাতা, 7 সেপ্টেম্বর : রেস্তরাঁয় ডিনার করতে আসা যুবতিদের অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গির অভিযোগ । তিন মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ ।

লকডাউনে দীর্ঘ পাঁচ মাস কলকাতাবাসী প্রায় ঘরবন্দী । সামাজিক দূরত্ব সীমারেখা টেনে দিয়েছে ছোটো ছোটো সুখের মুহূর্তগুলোতেও । বহুদিন একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করা হয়নি অনেকেরই । গতরাতে খাওয়া-দাওয়াই করতে এসেছিলেন কয়েকজন যুবতি । ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছির ওই রেস্তরাঁয় নৈশভোজ করতে এসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিলেন । হঠাৎই লক্ষ্য করেন অন্য টেবিলে বসা তিন যুবক তাঁদের ছবি তুলছে । তার প্রতিবাদ করলে বোঝা যায় ওই যুবকেরা মদ্যপ অবস্থায় রয়েছে । তারা ওই যুবতিদের উদ্দেশে কুমন্তব্য করাও শুরু করে । নানা ইশারা- অঙ্গভঙ্গি করতে শুরু করে ।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রেস্তরাঁ কর্তৃপক্ষ ফুলবাগান থানায় ফোন করে । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । যুবতিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের নাম রামকুমার পারিক(45), জয় দাস(22), ঋষিকেশ সাউ(25)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.