ETV Bharat / state

বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার

author img

By

Published : Jan 27, 2021, 5:11 PM IST

গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ গড়ফা থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ কানেক্টারের কাছে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় হরিন্দর সিং নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ । ঘাতক বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে ।

গরফা
গরফা

গরফা, 27 জানুয়ারি : ফের শহরে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক পথচারীর । মৃতার মীরা দাস (৬৭) প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা ।

গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ গড়ফা থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ কানেক্টারের কাছে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর মহিলাকে একটি বেসরাকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে ওই মহিলার মৃত্যু হয় । ঘটনায় হরিন্দর সিং নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ । ঘাতক বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়ায় । আজ সকালে ঘটনাস্থলে আসেন লালবাজারের এফএসটিপি-র পুলিশ আধিকারিকরা । ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা । ঘাতক বাইকটি ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে ।

আরও পড়ুন : রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল । তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাইক চালানোর সময়ে চোখ লেগে যাওয়ায় এই দুর্ঘটনা । বাইক চালককে গ্রেপ্তার করে, গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ এর বিশেষ শাখা ।

গরফা, 27 জানুয়ারি : ফের শহরে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক পথচারীর । মৃতার মীরা দাস (৬৭) প্রিন্স আনোয়ার শাহ রোডের বাসিন্দা ।

গতকাল রাত পৌনে এগারোটা নাগাদ গড়ফা থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ কানেক্টারের কাছে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনার পর মহিলাকে একটি বেসরাকারি হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে ওই মহিলার মৃত্যু হয় । ঘটনায় হরিন্দর সিং নামে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ । ঘাতক বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়ায় । আজ সকালে ঘটনাস্থলে আসেন লালবাজারের এফএসটিপি-র পুলিশ আধিকারিকরা । ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা । ঘাতক বাইকটি ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে ।

আরও পড়ুন : রোগীকে ভরতি না নেওয়ার অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে

পুলিশ সূত্রে খবর, বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে ছিল । তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাইক চালানোর সময়ে চোখ লেগে যাওয়ায় এই দুর্ঘটনা । বাইক চালককে গ্রেপ্তার করে, গোটা ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ এর বিশেষ শাখা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.