ETV Bharat / state

সত্যিই কোরোনায় আক্রান্ত ? নিশ্চিত হতে হাসপাতালে ভরতির কথা শুনে উধাও মহিলা

বেসরকারি ল্যাবরেটরির রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসায় ফের পরীক্ষার জন্য NRS-এ যান এক মহিলা ৷ তবে হাসপাতালে ভরতি হতে হবে শুনে উধাও হয়ে যান তিনি ৷ বিষয়টি স্বাস্থ্যদপ্তরে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

woman tested corona positive came to retest at nrs but dissapeared in kolkata
NRS - এ কোরোনা পরীক্ষা করতে এসে উধাও প্রৌঢ়া
author img

By

Published : Jun 18, 2020, 11:28 AM IST

কলকাতা, 18 জুন : বেসরকারি ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে এক মহিলা ৷ এরপর তা ঠিক কি না তা জানতে আবারও পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ যান NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ সেখানে তাঁকে বলা হয়, কোরোনা পরীক্ষা করাতে হলে হাসপাতালে ভরতি হতে হবে ৷ এরপরই হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি ৷ বিষয়টি হাসপাতালের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যভবনে ৷ তবে এখনও পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া গেছে কি না তা জানা যায়নি ৷

NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার হাসপাতালে আসেন এক মহিলা । তিনি এন্টালির বাসিন্দা । কোরোনা পরীক্ষা করিয়েছিলেন বেসরকারি এক ল্যাবরেটরিতে । সেই রিপোর্টে জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তবে এই রিপোর্টের বিষয়টি মেনে নিতে চাননি তিনি । তিনি সত্যিই কোরোনা আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য আবার কোরোনা পরীক্ষা করাতে চান । সেজন্য তিনি হাসপাতালে আসেন । সেখানকার চিকিৎসকরা জানান, আবার পরীক্ষা করানোর জন্য তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে । এই কথা শোনার পর সেখান থেকে উধাও হয়ে যান তিনি ।

হাসপাতাল সূত্রে খবর, ওই প্রবীণ মহিলাকে বলা হয়, তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে । এর জন্য অ্যাম্বুলেন্স আনানো হবে । এর পরই তিনি উধাও হয়ে যান । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্যভবনে জানানো হয় ।

কলকাতা, 18 জুন : বেসরকারি ল্যাবরেটরিতে কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে এক মহিলা ৷ এরপর তা ঠিক কি না তা জানতে আবারও পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন তিনি ৷ যান NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ সেখানে তাঁকে বলা হয়, কোরোনা পরীক্ষা করাতে হলে হাসপাতালে ভরতি হতে হবে ৷ এরপরই হাসপাতাল থেকে উধাও হয়ে যান তিনি ৷ বিষয়টি হাসপাতালের তরফে জানানো হয়েছে স্বাস্থ্যভবনে ৷ তবে এখনও পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া গেছে কি না তা জানা যায়নি ৷

NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার হাসপাতালে আসেন এক মহিলা । তিনি এন্টালির বাসিন্দা । কোরোনা পরীক্ষা করিয়েছিলেন বেসরকারি এক ল্যাবরেটরিতে । সেই রিপোর্টে জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । তবে এই রিপোর্টের বিষয়টি মেনে নিতে চাননি তিনি । তিনি সত্যিই কোরোনা আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য আবার কোরোনা পরীক্ষা করাতে চান । সেজন্য তিনি হাসপাতালে আসেন । সেখানকার চিকিৎসকরা জানান, আবার পরীক্ষা করানোর জন্য তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে । এই কথা শোনার পর সেখান থেকে উধাও হয়ে যান তিনি ।

হাসপাতাল সূত্রে খবর, ওই প্রবীণ মহিলাকে বলা হয়, তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে । এর জন্য অ্যাম্বুলেন্স আনানো হবে । এর পরই তিনি উধাও হয়ে যান । বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্যভবনে জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.