ETV Bharat / state

মোদি-মমতা বৈঠকের 72 ঘণ্টার মধ্যেই কেন্দ্রের থেকে ট্যাক্স বাবদ 5488 কোটি টাকা পেল রাজ্য

state received 5488 crore rs in taxes from Center: গত 20 ডিসেম্বর রাজ্যকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না দেওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 10 তৃণমূল কংগ্রেসের সাংসদের দল। বার বার অভিযোগ উঠছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে। কিন্তু এদিন যে অর্থ রাজ্যের কোষাগারে ঢুকতে চলেছে বঞ্চনার অভিযোগের মধ্যে এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 8:33 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের 72 ঘণ্টার মধ্যে লক্ষী লাভ রাজ্যের। শুক্রবার রাজ্যকে ট্যাক্স বাবদ পাঁচ হাজার 488 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত শুক্রবার মোট 28টি রাজ্যকে 72 হাজার 961 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে উত্তর প্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের পর রাজ্যের কোষাগারে ঢুকেছে সবচেয়ে বেশি টাকা। এদিন উত্তরপ্রদেশ এই খাতে পেয়েছে 13 হাজার 88 কোটি টাকা। বিহার পেয়েছে সাত হাজার 338 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ হিসাবে মধ্যপ্রদেশ পেয়েছে পাঁচ হাজার 727 কোটি টাকা। এক্ষেত্রে চতুর্থ সর্বোচ্চ টাকা পেল পশ্চিমবঙ্গ। বছর শেষের আগেই ট্যাক্স রিটার্ন হিসেবে প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, গত 20 ডিসেম্বর রাজ্যকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না দেওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 10 তৃণমূল কংগ্রেসের সাংসদের দল। বার বার অভিযোগ উঠছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে। কিন্তু এদিন যে অর্থ রাজ্যের কোষাগারে ঢুকতে চলেছে বঞ্চনার অভিযোগের মধ্যে এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "রাজ্য সরকার মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বঞ্চনার অভিযোগ তুলছে। কেন্দ্রীয় সরকার যে তার অঙ্গরাজ্যগুলির সঙ্গে দ্বিমাত্রি সুলভ আচরণ করে না, এদিন টাকা দেওয়ার ঘটনা তারই প্রমাণ।" তিনি আরও বলেন, "মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে তৃণমূল কীভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এভাবে অপপ্রচার করে আর যাই হোক মানুষকে ভুল বোঝানো যাবে না ৷" একই সঙ্গে এদিন রাজ্যকে টাকা দেওয়া প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এই টাকা দেওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই। কারণ কর বাবদ রাজ্যের যে পাওনা, তার একটি অতিরিক্ত কিস্তি দিল।"

কলকাতা, 22 ডিসেম্বর: প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের 72 ঘণ্টার মধ্যে লক্ষী লাভ রাজ্যের। শুক্রবার রাজ্যকে ট্যাক্স বাবদ পাঁচ হাজার 488 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত শুক্রবার মোট 28টি রাজ্যকে 72 হাজার 961 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে উত্তর প্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের পর রাজ্যের কোষাগারে ঢুকেছে সবচেয়ে বেশি টাকা। এদিন উত্তরপ্রদেশ এই খাতে পেয়েছে 13 হাজার 88 কোটি টাকা। বিহার পেয়েছে সাত হাজার 338 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ হিসাবে মধ্যপ্রদেশ পেয়েছে পাঁচ হাজার 727 কোটি টাকা। এক্ষেত্রে চতুর্থ সর্বোচ্চ টাকা পেল পশ্চিমবঙ্গ। বছর শেষের আগেই ট্যাক্স রিটার্ন হিসেবে প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, গত 20 ডিসেম্বর রাজ্যকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না দেওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ 10 তৃণমূল কংগ্রেসের সাংসদের দল। বার বার অভিযোগ উঠছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে। কিন্তু এদিন যে অর্থ রাজ্যের কোষাগারে ঢুকতে চলেছে বঞ্চনার অভিযোগের মধ্যে এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "রাজ্য সরকার মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বঞ্চনার অভিযোগ তুলছে। কেন্দ্রীয় সরকার যে তার অঙ্গরাজ্যগুলির সঙ্গে দ্বিমাত্রি সুলভ আচরণ করে না, এদিন টাকা দেওয়ার ঘটনা তারই প্রমাণ।" তিনি আরও বলেন, "মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে তৃণমূল কীভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এভাবে অপপ্রচার করে আর যাই হোক মানুষকে ভুল বোঝানো যাবে না ৷" একই সঙ্গে এদিন রাজ্যকে টাকা দেওয়া প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "এই টাকা দেওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই। কারণ কর বাবদ রাজ্যের যে পাওনা, তার একটি অতিরিক্ত কিস্তি দিল।"

প্রসঙ্গত, আয়কর-সহ অন্যান্য খাতে কেন্দ্রীয় সরকার যে টাকা সংগ্রহ করে, তার একটা অংশ রাজ্যগুলিকে দেয়। সেই মতোই এদিন অন্য়ান্য রাজ্যের সঙ্গেই টাকা পেল পশ্চিমবঙ্গও।

আরও পড়ুন

1 ফেব্রুয়ারির মধ্যে খুলবে জট, ব্রাত্যর সঙ্গে বৈঠকের পর আশাবাদী চাকরিপ্রার্থীরা

কয়লা থেকে নিয়োগ দুর্নীতি, হালহকিকত জানতে দফায় দফায় বৈঠকে সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর

বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সিআইডি তলব, এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.