ETV Bharat / state

West Bengal Weather Update : সপ্তাহ শেষে ফিরছে শীত, দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস - west bengal weather news

পশ্চিমী ঝঞ্ঝা ও বৃষ্টির কাঁটাকে ঝেড়ে ফেলে শেষবেলায় ঝোড়ো ইনিংস খেলতে নামছে শীত ৷ কিন্তু কতটা ভাল ফল করবে সে তাই এখন দেখার ৷ তবে যাইহোক, শেষবেলায় শীতের আমেজ উপভোগ করতে প্রস্তুত বঙ্গবাসী (West Bengal Weather Update) ৷

Bengal Winter
সপ্তাহ শেষে ফিরছে শীত
author img

By

Published : Jan 27, 2022, 7:18 AM IST

Updated : Jan 27, 2022, 7:35 AM IST

কলকাতা, 27 জানুয়ারি : মাঘের দ্বিতীয় পর্বে শীত তার ছন্দহীন ইনিংসে গতি নিয়ে আসার চেষ্টা করবে । আবহাওয়া অফিসের পূর্বাভাসে তারই ইঙ্গিত । পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় লম্বা ইনিংস খেলতে বারবার বঙ্গে বাধাপ্রাপ্ত হয়েছে শীত । এবার সে মারকুটে ইনিংস খেলে বিদায় নিতে চায় । তাই বৃহস্পতিবার থেকে বৃষ্টি সরে গিয়ে ঠাণ্ডার দাপট বাড়বে (West Bengal Weather News) ।

আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে 13 ডিগ্রির আশপাশে থাকবে । জেলা শহরে তাপমাত্রা আরও কমবে । বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ।


তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে । বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে । আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ।

আরও পড়ুন : Corona Update in Bengal : সংক্রমণ প্রায় 5 হাজার, গত 24 ঘণ্টায় মৃত 34

আজ থেকে ফের নামবে পারদ বইবে উত্তুরে হাওয়া । আগামী তিনদিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে । ফলে সপ্তাহান্তে ফের রাজ্যে জমিয়ে শীতের আমেজ । তবে ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ।

শীতের ফেরা নিয়ে যা বললেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা

আজ বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । তবে সপ্তাহ শেষে পারদ পতনে জানুয়ারিতে শীতের আমেজ ভাল করে অনুভূত হবে । ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা বাড়বে । শীত বিদায়ের প্রস্তুতি শুরু হবে । ফলে এখন বেলাশেষের শীতে উপভোগের চেষ্টায় বাংলা ।

আরও পড়ুন : Etv Bharat Horoscope for 27th January : কেউ আজ সংযত থাকবেন, আবার মনপ্রাণ ঢেলে কাজ করবেন কেউ ; জানতে হলে চোখ রাখুন রাশিফলে

কলকাতা, 27 জানুয়ারি : মাঘের দ্বিতীয় পর্বে শীত তার ছন্দহীন ইনিংসে গতি নিয়ে আসার চেষ্টা করবে । আবহাওয়া অফিসের পূর্বাভাসে তারই ইঙ্গিত । পশ্চিমী ঝঞ্ঝা কাঁটায় লম্বা ইনিংস খেলতে বারবার বঙ্গে বাধাপ্রাপ্ত হয়েছে শীত । এবার সে মারকুটে ইনিংস খেলে বিদায় নিতে চায় । তাই বৃহস্পতিবার থেকে বৃষ্টি সরে গিয়ে ঠাণ্ডার দাপট বাড়বে (West Bengal Weather News) ।

আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা কমে 13 ডিগ্রির আশপাশে থাকবে । জেলা শহরে তাপমাত্রা আরও কমবে । বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ।


তুষারপাতের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে । বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে । আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ।

আরও পড়ুন : Corona Update in Bengal : সংক্রমণ প্রায় 5 হাজার, গত 24 ঘণ্টায় মৃত 34

আজ থেকে ফের নামবে পারদ বইবে উত্তুরে হাওয়া । আগামী তিনদিনে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে । ফলে সপ্তাহান্তে ফের রাজ্যে জমিয়ে শীতের আমেজ । তবে ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ।

শীতের ফেরা নিয়ে যা বললেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা

আজ বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । তবে সপ্তাহ শেষে পারদ পতনে জানুয়ারিতে শীতের আমেজ ভাল করে অনুভূত হবে । ফেব্রুয়ারির শুরু থেকে তাপমাত্রা বাড়বে । শীত বিদায়ের প্রস্তুতি শুরু হবে । ফলে এখন বেলাশেষের শীতে উপভোগের চেষ্টায় বাংলা ।

আরও পড়ুন : Etv Bharat Horoscope for 27th January : কেউ আজ সংযত থাকবেন, আবার মনপ্রাণ ঢেলে কাজ করবেন কেউ ; জানতে হলে চোখ রাখুন রাশিফলে

Last Updated : Jan 27, 2022, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.