ETV Bharat / state

Guv CV Ananda Bose: শেষ রক্তবিন্দু দিয়ে রক্তপাত রুখব, নির্বাচনের প্রাক্কালে ফের হুঙ্কার রাজ্যপালের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

শেষ রক্তবিন্দু দিয়ে তিনি রক্তপাত রুখবেন বলে ফের একবার হুঙ্কার ছাড়লেন রাজ্যপাল আনন্দ বোস ৷ একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও জানান তিনি ৷

Etv Bharat
রাজ্যপাল আনন্দ বোস
author img

By

Published : Jul 6, 2023, 3:50 PM IST

ফের হুঙ্কার রাজ্যপালের

কলকাতা, 6 জুলাই: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসা চলছে, তা বন্ধ করতে ফের তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেজন্য যা যা করণীয় তিনি করবেন বলেও বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছেন রাজ্যপাল। এদিন রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "শেষ রক্তবিন্দু দিয়ে রক্তপাত রুখব। এই সন্ত্রাস রুখতে হবে।"

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়েছে রাজ্য ৷ মনোনয়ন পর্বের শুরু থেকেই হিংসাত্মক ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ মৃত্যু হয়েছে একাধিক রাজনৈতিক দলের কর্মীর ৷ এই অবস্থায় চুপ করে বসে থাকেননি রাজ্যপালও ৷ অশান্ত ভাঙড়, ক্যানিং, বসিরহাটে ছুটে গিয়েছেন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ কথা বলেছেন এলাকার মানুষের সঙ্গেও ৷ রাজনৈতিক মহলের দাবি, এই ভূমিকায় সাধারণত কোনও রাজ্যপালকে দেখতে অভ্যস্ত নয় এ রাজ্যের মানুষ ৷ একই সঙ্গে, যে সব জায়গা হিংসা-হানাহানি, রক্তপাতের ঘটনা ঘটছে তার অধিকাংশ জায়গা পরিদর্শন করার পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস কমিশনের উদ্দেশে বারংবার কড়া বার্তাও দিয়েছেন। তিনি যে রাজ্যে এই হিংসার বাতাবরণ কোনওভাবেই বরদাস্ত করবেন না তাও সাফ জানিয়ে দিয়েছেন ৷

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা কথাও শুনেছেন রাজ্যপাল। প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু তারপরও ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। যার জেরে এদিন রাজ্যপাল জানিয়েছেন, শেষ রক্তবিন্দু দিয়ে রক্তপাত আটকাবেন তিনি। সেই সঙ্গে, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "বিজেপির সঙ্গে নই, ভারতের জনগণের সঙ্গে আছি। শুধু বিজেপি নয়, তৃণমূল, কংগ্রেস, মার্কসবাদী, আইএসএফ সমস্ত রাজনৈতিক দলের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন। তাদের কথাও শুনেছি। আমি বহু মানুষের বাড়িতে গিয়েছি। যাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।"

তিনি বলেন, "শিশুরা আক্রান্ত হয়েছেন, মহিলারা আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থা দেখেছি, তাদের কথা শুনেছি। আমি সকলের রাজ্যপাল। কোনও রাজনৈতিক দলের নয়। আমি রাজনীতির ঊর্ধ্বে। আমি দায়িত্ব পালন করছি। আমার প্রধান দায়িত্ব এবং প্রথম গুরুত্বপূর্ণ কাজ সংবিধানকে রক্ষা করা। আমার দ্বিতীয় কাজ পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করা। যেটা আমি করছি। আমি রাজনীতির বিরুদ্ধে নযই। আমি হিংসার বিরুদ্ধে। রাজনীতির কারবারীরা রাজনীতি করুন। কিন্তু মানুষের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে আমি তার বিরুদ্ধে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই রক্তপাত বন্ধ করব।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল পঞ্চায়েত নির্বাচন ও তাকে কেন্দ্র করে হিংসা এবং নির্বাচন কমিশনের ভূমিকা। সার্বিকভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি কড়া ভাষায় তার সমালোচনাও করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও এদিন উল্লেখ করেন আনন্দ বোস। আর সে কারণেই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনারকে একাধিক পরামর্শও এদিন দিয়েছেন তিনি ৷

ফের হুঙ্কার রাজ্যপালের

কলকাতা, 6 জুলাই: রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে হিংসা চলছে, তা বন্ধ করতে ফের তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেজন্য যা যা করণীয় তিনি করবেন বলেও বৃহস্পতিবার স্পষ্ট জানিয়েছেন রাজ্যপাল। এদিন রাজভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, "শেষ রক্তবিন্দু দিয়ে রক্তপাত রুখব। এই সন্ত্রাস রুখতে হবে।"

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্ত হয়েছে রাজ্য ৷ মনোনয়ন পর্বের শুরু থেকেই হিংসাত্মক ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ মৃত্যু হয়েছে একাধিক রাজনৈতিক দলের কর্মীর ৷ এই অবস্থায় চুপ করে বসে থাকেননি রাজ্যপালও ৷ অশান্ত ভাঙড়, ক্যানিং, বসিরহাটে ছুটে গিয়েছেন সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ৷ কথা বলেছেন এলাকার মানুষের সঙ্গেও ৷ রাজনৈতিক মহলের দাবি, এই ভূমিকায় সাধারণত কোনও রাজ্যপালকে দেখতে অভ্যস্ত নয় এ রাজ্যের মানুষ ৷ একই সঙ্গে, যে সব জায়গা হিংসা-হানাহানি, রক্তপাতের ঘটনা ঘটছে তার অধিকাংশ জায়গা পরিদর্শন করার পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস কমিশনের উদ্দেশে বারংবার কড়া বার্তাও দিয়েছেন। তিনি যে রাজ্যে এই হিংসার বাতাবরণ কোনওভাবেই বরদাস্ত করবেন না তাও সাফ জানিয়ে দিয়েছেন ৷

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা কথাও শুনেছেন রাজ্যপাল। প্রয়োজনে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু তারপরও ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। যার জেরে এদিন রাজ্যপাল জানিয়েছেন, শেষ রক্তবিন্দু দিয়ে রক্তপাত আটকাবেন তিনি। সেই সঙ্গে, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "বিজেপির সঙ্গে নই, ভারতের জনগণের সঙ্গে আছি। শুধু বিজেপি নয়, তৃণমূল, কংগ্রেস, মার্কসবাদী, আইএসএফ সমস্ত রাজনৈতিক দলের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন। তাদের কথাও শুনেছি। আমি বহু মানুষের বাড়িতে গিয়েছি। যাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।"

তিনি বলেন, "শিশুরা আক্রান্ত হয়েছেন, মহিলারা আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থা দেখেছি, তাদের কথা শুনেছি। আমি সকলের রাজ্যপাল। কোনও রাজনৈতিক দলের নয়। আমি রাজনীতির ঊর্ধ্বে। আমি দায়িত্ব পালন করছি। আমার প্রধান দায়িত্ব এবং প্রথম গুরুত্বপূর্ণ কাজ সংবিধানকে রক্ষা করা। আমার দ্বিতীয় কাজ পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করা। যেটা আমি করছি। আমি রাজনীতির বিরুদ্ধে নযই। আমি হিংসার বিরুদ্ধে। রাজনীতির কারবারীরা রাজনীতি করুন। কিন্তু মানুষের রক্ত নিয়ে যে হোলি খেলা হচ্ছে আমি তার বিরুদ্ধে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই রক্তপাত বন্ধ করব।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের

এদিনের সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল পঞ্চায়েত নির্বাচন ও তাকে কেন্দ্র করে হিংসা এবং নির্বাচন কমিশনের ভূমিকা। সার্বিকভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি কড়া ভাষায় তার সমালোচনাও করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকী রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও এদিন উল্লেখ করেন আনন্দ বোস। আর সে কারণেই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনারকে একাধিক পরামর্শও এদিন দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.