ETV Bharat / state

পারিবারিক আদালত না থাকায় মামলার নিষ্পত্তিতে দেরি, ক্ষোভপ্রকাশ প্রধান বিচারপতির - পশ্চিমবঙ্গ

পারিবারিক সমস্যা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হন এক ব্যক্তি ৷ ওই মামলার শুনানির সময় রাজ্যে পারিবারিক আদালত না থাকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন প্রধান বিচারপতি ৷

photo
কোর্ট
author img

By

Published : Jan 13, 2020, 10:36 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : এরাজ্যে কেন নেই পারিবারিক আদালত ৷ এই নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ বলেন, "দেশের বিভিন্ন রাজ্যে পারিবারিক আদালত আছে । ব্যতিক্রম শুধু এই রাজ্য । পারিবারিক আদালত না থাকায় ওই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।"

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি হয় । হাওড়া জেলার এক দম্পতির 12 বছর আগে বিয়ে হয় । তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে । কিন্তু 2017 সাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল এমন চরমে পৌঁছায় যে বাধ্য হয়ে স্বামীর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন স্ত্রী । কিন্তু ওই মহিলা বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের EMI এখনও দিতে হয় স্বামীকেই । এদিকে নিজেদের একমাত্র সন্তানের সাথে দেখা করতে পারেন না ওই ব্যক্তি । তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি উঠলে তিনি বিষয়টি শোনার পর নির্দেশ দেন বিষয়টিকে উপযুক্ত ফোরামে জানাতে । প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা আদালতের বিচারকের কাছে অবিলম্বে আবেদন জানাতে । এবং এই মামলার আবেদনের এক মাসের মধ্যে যাতে নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

প্রসঙ্গত, পারিবারিক আদালত সংক্রান্ত আইন কেন্দ্রীয় সরকার তৈরি করে 1984 সালে । রাজ্যে নগর দায়রা আদালতে একটি ফ্যামিলি কোর্ট রুম রয়েছে, যেখানে শুধুমাত্র কলকাতা জেলার নাগরিকরাই আবেদন জানাতে পারেন এই সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য । রাজ্যে আর কোথাও ফ্যামিলি কোর্ট নেই । সেই বিষয়ে আজ সরব হলেন প্রধান বিচারপতি ।

কলকাতা, 13 জানুয়ারি : এরাজ্যে কেন নেই পারিবারিক আদালত ৷ এই নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ বলেন, "দেশের বিভিন্ন রাজ্যে পারিবারিক আদালত আছে । ব্যতিক্রম শুধু এই রাজ্য । পারিবারিক আদালত না থাকায় ওই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।"

আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি হয় । হাওড়া জেলার এক দম্পতির 12 বছর আগে বিয়ে হয় । তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে । কিন্তু 2017 সাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল এমন চরমে পৌঁছায় যে বাধ্য হয়ে স্বামীর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন স্ত্রী । কিন্তু ওই মহিলা বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের EMI এখনও দিতে হয় স্বামীকেই । এদিকে নিজেদের একমাত্র সন্তানের সাথে দেখা করতে পারেন না ওই ব্যক্তি । তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি উঠলে তিনি বিষয়টি শোনার পর নির্দেশ দেন বিষয়টিকে উপযুক্ত ফোরামে জানাতে । প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা আদালতের বিচারকের কাছে অবিলম্বে আবেদন জানাতে । এবং এই মামলার আবেদনের এক মাসের মধ্যে যাতে নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।

প্রসঙ্গত, পারিবারিক আদালত সংক্রান্ত আইন কেন্দ্রীয় সরকার তৈরি করে 1984 সালে । রাজ্যে নগর দায়রা আদালতে একটি ফ্যামিলি কোর্ট রুম রয়েছে, যেখানে শুধুমাত্র কলকাতা জেলার নাগরিকরাই আবেদন জানাতে পারেন এই সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য । রাজ্যে আর কোথাও ফ্যামিলি কোর্ট নেই । সেই বিষয়ে আজ সরব হলেন প্রধান বিচারপতি ।

Intro:গোটা দেশে সব রাজ্যে ফ্যামিলি কোট থাকলেও এরাজ্যে কেন নেই !সরব হলেন প্রধান বিচারপতি

কলকাতা 13 জানুয়ারি:
"এরাজ্যে কেন ফ্যামিলি কোর্ট নেই! গোটা দেশের বিভিন্ন রাজ্যে ফ্যামিলি কোট আছে ।ব্যতিক্রম শুধু এ রাজ্য। ফ্যামিলি কোট না থাকায় বৈবাহিক সম্পর্ক জনিত জটিলতা সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।" মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ এর।


Body:আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একটি মামলার শুনানি হয়। আইনজীবী সূত্রে জানা যাচ্ছে হাওড়া জেলার এক দম্পতি 12 বছর আগে বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তানও রয়েছে। কিন্তু 2017 সাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল এমন চরমে পৌঁছায় যে বাধ্য হয়ে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্বামীর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন। কিন্তু ওনার স্ত্রী বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের ইএমআই এখনো দিতে হয় স্বামীকেই। এদিকে নিজেদের একমাত্র সন্তানের সাথে দেখা করতে পারেন না ভদ্রলোক। বাধ্য হয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে একটা সুষ্ঠু সমাধান হাইকোর্ট বাতলে দেয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি উঠলে তিনি বিষয়টি শোনার পর নির্দেশ দেন বিষয়টিকে উপযুক্ত ফোরামে জানাতে। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন হাওড়া ডিস্ট্রিক্ট জাজ এর কাছে অবিলম্বে আবেদন জানাতে। এবং এই মামলার আবেদনের 1 মাসের মধ্যে যাতে নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত ফ্যামিলি কোট কোট সংক্রান্ত আইন কেন্দ্র সরকার তৈরি করেন 1984 সালে। রাজ্যে নগর দায়রা আদালতে একটি ফ্যামিলি কোর্ট রুম রয়েছে যেখানে শুধুমাত্র কলকাতা জেলার নাগরিকরাই আবেদন জানাতে পারেন এই সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য। গোটা রাজ্যে আর কোথাও ফ্যামিলি কোর্ট নেই। সেই বিষয়ে আজ সরব হলেন প্রধান বিচারপতি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.