কলকাতা, 13 জানুয়ারি : এরাজ্যে কেন নেই পারিবারিক আদালত ৷ এই নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ বলেন, "দেশের বিভিন্ন রাজ্যে পারিবারিক আদালত আছে । ব্যতিক্রম শুধু এই রাজ্য । পারিবারিক আদালত না থাকায় ওই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে।"
আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি হয় । হাওড়া জেলার এক দম্পতির 12 বছর আগে বিয়ে হয় । তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে । কিন্তু 2017 সাল থেকে স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল এমন চরমে পৌঁছায় যে বাধ্য হয়ে স্বামীর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে শুরু করেন স্ত্রী । কিন্তু ওই মহিলা বর্তমানে যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটের EMI এখনও দিতে হয় স্বামীকেই । এদিকে নিজেদের একমাত্র সন্তানের সাথে দেখা করতে পারেন না ওই ব্যক্তি । তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হন ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি উঠলে তিনি বিষয়টি শোনার পর নির্দেশ দেন বিষয়টিকে উপযুক্ত ফোরামে জানাতে । প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন হাওড়া জেলা আদালতের বিচারকের কাছে অবিলম্বে আবেদন জানাতে । এবং এই মামলার আবেদনের এক মাসের মধ্যে যাতে নিষ্পত্তি করা হয় সেই নির্দেশ দিলেন প্রধান বিচারপতি ।
প্রসঙ্গত, পারিবারিক আদালত সংক্রান্ত আইন কেন্দ্রীয় সরকার তৈরি করে 1984 সালে । রাজ্যে নগর দায়রা আদালতে একটি ফ্যামিলি কোর্ট রুম রয়েছে, যেখানে শুধুমাত্র কলকাতা জেলার নাগরিকরাই আবেদন জানাতে পারেন এই সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য । রাজ্যে আর কোথাও ফ্যামিলি কোর্ট নেই । সেই বিষয়ে আজ সরব হলেন প্রধান বিচারপতি ।