কলকাতা, 31 জুলাই : সোমেন মিত্রর মৃত্যুতে বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতিহীন । এই অবস্থায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাবেন ওয়ার্কিং কমিটির সভাপতিরা । পুরুলিয়ার বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো, উত্তরবঙ্গের শঙ্কর মালাকার, মালদহের আবু হাসেম খান চৌধুরি, এবং প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি রয়েছেন চার সদস্যের ওয়ার্কিং কমিটিতে ।
সোমেন মিত্রের পর কে দায়িত্ব সামলাবেন প্রদেশ কংগ্রেসের ? কে হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা । পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AICC ৷ তারাই সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিয়ে দলকে দিশা দেখানোর মতো উপযুক্ত নেতৃত্ব রাজ্যে কে আছেন ৷ সূত্রের খবর, ওয়ার্কিং কমিটি ও যে কোনও কংগ্রেস কর্মীকে অভিজ্ঞতার নিরিখে গুরুত্বপূর্ণ সভাপতির পদ দেওয়া হতে পারে ।
প্রদেশ কংগ্রেস সভাপতির সম্ভাব্য তালিকায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, দীপা দাশমুন্সি এবং নেপাল মাহাতোর নাম । বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন AICC যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে । দীর্ঘদিনের বর্ষীয়ান বিধায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন মাহাতোর পুত্র বিধায়ক নেপাল মাহাতোর প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ৷ সভাপতির দৌঁড়ে রয়েছেন দীপা দাশমুন্সিও ।
তবে আবু হাসেম খান চৌধুরি বা ডালু বাবুর শারীরিক অবস্থার কারণে তাঁকে হয়ত প্রদেশ কংগ্রেস সভাপতি করার সিদ্ধান্ত নেবে না সর্বভারতীয় কংগ্রেস কমিটি ।