ETV Bharat / state

" বাংলার গর্ব মমতা হলে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে ?" মুখ্যমন্ত্রীকে আক্রমণ সায়ন্তনের - বাংলার গর্ব মমতা

পৌরসভা ভোটের আগে " বাংলার গর্ব মমতা " নতুন পোস্টারে ছেয়ে গেছে কলকাতার রাস্তা ৷ এই প্রসঙ্গে গতকাল BJP -র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, " আমাদের কেমন যেন একটা হ-য-ব-র-ল লাগছে । আমরা তো ছোটবেলা থেকে জানতাম বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাজি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু । এই সমস্ত মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব হয়ে গেছেন । "

sayantan basu
সায়ন্তন বসু
author img

By

Published : Mar 7, 2020, 4:27 AM IST

কলকাতা, 7 মার্চ : পশ্চিমবঙ্গের গর্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তাহলে আগামীদিনে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে? " মুখ্যমন্ত্রীকে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি আরও বলেন, " বাংলার মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী বাংলার গর্ব হয়ে গেছেন ৷ "

পৌরসভা ভোটের আগে "বাংলার গর্ব মমতা " লেখা পোস্টারে ছেয়ে গেছে কলকাতার রাস্তা ৷ এই প্রসঙ্গে গতকাল সায়ন্তনবাবু বলেন, " আমাদের কেমন যেন একটা হ-য-ব-র-ল লাগছে । আমরা তো ছোটোবেলা থেকে জানতাম বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাজি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু । এই সমস্ত মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব হয়ে গেছেন । কালের নিয়মে হয়তো অনেক কিছুই ঘটবে । বোঝাই যাচ্ছে ৷ "

তিনি আরও বলেন, " যে রাজ্যে এত নারীদের উপর অত্যাচার, লুটপাঠ ৷ যে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর এত অত্যাচার । যে রাজ্যে কোনও গণতন্ত্র নেই । যে রাজ্যে মানুষের নিরাপত্তা নেই । 15 লাখ মানুষ সর্বশান্ত হয়েছে চিটফান্ডের টাকা রেখে । সেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় ? "

Mamata Banerjee is the pride of bengal ?
পৌরসভা ভোটের আগে " বাংলার গর্ব মমতা " পোস্টার

রবীন্দ্রভারতীর ঘটনার তীব্র নিন্দা করে সায়ন্তনবাবু বলেন, "বসন্ত উৎসব একটা শ্রেষ্ঠ উৎসব । স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বসন্ত উৎসবে যুক্ত ছিলেন । এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে । বৈজ্ঞানিক ভিত্তিও আছে । যাতে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য বজায় থাকে সেটা দেখতে হবে । সীমারেখা যাতে অতিক্রম না করে সেটা সবাইকে দেখতে হবে । না হলে সমাজ সঙ্কটে পড়বে । আগামী দিনটা সবার জন্য খারাপ হবে ৷ "

কলকাতা, 7 মার্চ : পশ্চিমবঙ্গের গর্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন তাহলে আগামীদিনে পশ্চিমবঙ্গের কী অবস্থা হবে? " মুখ্যমন্ত্রীকে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ তিনি আরও বলেন, " বাংলার মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী বাংলার গর্ব হয়ে গেছেন ৷ "

পৌরসভা ভোটের আগে "বাংলার গর্ব মমতা " লেখা পোস্টারে ছেয়ে গেছে কলকাতার রাস্তা ৷ এই প্রসঙ্গে গতকাল সায়ন্তনবাবু বলেন, " আমাদের কেমন যেন একটা হ-য-ব-র-ল লাগছে । আমরা তো ছোটোবেলা থেকে জানতাম বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, কাজি নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বসু । এই সমস্ত মনীষীদের বাতিল করে দিয়ে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব হয়ে গেছেন । কালের নিয়মে হয়তো অনেক কিছুই ঘটবে । বোঝাই যাচ্ছে ৷ "

তিনি আরও বলেন, " যে রাজ্যে এত নারীদের উপর অত্যাচার, লুটপাঠ ৷ যে রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর এত অত্যাচার । যে রাজ্যে কোনও গণতন্ত্র নেই । যে রাজ্যে মানুষের নিরাপত্তা নেই । 15 লাখ মানুষ সর্বশান্ত হয়েছে চিটফান্ডের টাকা রেখে । সেখানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় ? "

Mamata Banerjee is the pride of bengal ?
পৌরসভা ভোটের আগে " বাংলার গর্ব মমতা " পোস্টার

রবীন্দ্রভারতীর ঘটনার তীব্র নিন্দা করে সায়ন্তনবাবু বলেন, "বসন্ত উৎসব একটা শ্রেষ্ঠ উৎসব । স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই বসন্ত উৎসবে যুক্ত ছিলেন । এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে । বৈজ্ঞানিক ভিত্তিও আছে । যাতে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য বজায় থাকে সেটা দেখতে হবে । সীমারেখা যাতে অতিক্রম না করে সেটা সবাইকে দেখতে হবে । না হলে সমাজ সঙ্কটে পড়বে । আগামী দিনটা সবার জন্য খারাপ হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.